রবীন্দ্রনাথ যে বয়সে জল পড়ে, পাতা নড়ে লিখেছিলেন সে বয়সে আমার কাব্য প্রতিভা রবি ঠাকুরের চাহিতে কিঞ্চিৎ বেশী ছিলো। বছর পরিক্রমায় কবিগুরুর কাব্য প্রতিভা চরমভাবে বিকশিত হইলো, আর আমারটা কালের গর্ভে চিরতরে হারিয়ে গেলো। যাহা হউক, আমার শৈশবের প্রতিভার অল্প কিছু ঝলক একটি খাতায় সংরক্ষিত ছিলো আজ আপনাদের সম্মুখে উপস্হাপন করিতেছি।
“হয়েছে এখন রাত
খেতে হবে ভাত”
“ঘরের উপর চাল
গাছের আগায় তাল”
“এক যে ছিলো ছেলে
নাম তার পেলে”
“আমার নাম সামি
আমি খাই মিমি”
“এক ছিলো গাধা
এক চোখ কালো আর এক চোখ সাদা”
“বোম ফেলেছে জাপানী
সবার অনেক কাঁপানী”
“এক যে পাখী দোয়েল
হয় যে শুধু ঘায়েল”
“আকাশের রং নীল
মেঘ করে কিলবিল”
“দেখতে চাইলে টিভি
পড়তে হবে সবি”
“পুকুরের ভিতর মাছ
পুকুরপাড়ে গাছ”
😀 😀
যাক, নেন :teacup:
B-)
মন তুমি কৃষিকাজ জানোনা, এমন মানবজমিন রইলো পতিত, ফলালে ফলতো সোনা
:)) :)) :)) :)) :))
=)) =))
এইটা মজা হইছে। :grr: :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
একমত :thumbup: :thumbup:
তুমি রবীন্দ্র হাউসে ছিলানা?
ক্যামন আছো? কোথায় আছো?
অণুকাব্য গুলো সুন্দর, তবে এত ছোট যে পরমাণু কাব্যও বলা যেতে পারে।
রেশাদ ভাই আমি ইসলাম (ফহা)...আপনার লগে এত দেখা হয় 🙂
সামি আমার ক্যাডেট কলেজের বাইরের নাম
মন তুমি কৃষিকাজ জানোনা, এমন মানবজমিন রইলো পতিত, ফলালে ফলতো সোনা
ইসলাম :hug:
সিসিবিতে ওয়েল্কাম বাডি 🙂
রেগুলার এইরাম লেখা আইতে থাকবো তাইলে :thumbup: :thumbup:
সংসারে প্রবল বৈরাগ্য!
বাহ!! বাহ!! বড়ই চমৎকার হয়েছে......... :hatsoff: :hatsoff:
সবগুলোই পাথরায়...... :gulli2: :gulli2: :gulli2:
আমারও তাই মত... :salute: :salute:
:clap:
মানুষ তার স্বপ্নের সমান বড়
সুন্দর লিখেছো :clap:
দিহান(৯৪), ইসলাম (৯৩)
ব্যাচমেট, সিনিয়র জুনিয়র এখানেও গুলিয়ে গেলো :khekz:
শেষতক ভাবীও এটা করতে পারলো ! x-(
ছন্দগুলো কাজে লাগবে। থ্যাঙ্কস। :clap: :clap:
=)) =)) =)) :clap: :clap:
দারুণ মজা পাইলাম ইসলাম ভাই। =)) =))
এইটা সবচেয়ে ভালো লাগছে। :goragori: :goragori:
ভাল লাগল। 🙂
=)) =))
:))
মজারতো
মজা পাইলাম 😀
আমার মন কইছে
সেই রকম হইছে :tuski: :tuski:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:goragori: :goragori: :goragori: :khekz: :khekz: :khekz:
:goragori: :goragori: :goragori: :guitar: :guitar:
Life is Mad.
সবকয়টাই সিরাকাম.... :goragori: :goragori: :goragori: :goragori: :goragori:
বস,কালের পরিক্রমায় আপনার এই প্রতিভা কার গর্ভে,কবে ,কিভাবে হারিয়ে গেল তা জাতি জানতে চায়... :guitar:
সবচে' ভালো লেগেছে আমার।
ব্লগে স্বাগতম ইসলাম ভাই 🙂 পরের ব্লগটা ছাড়েন তাড়াতাড়ি
ছাড়তেছি দাড়াও। ৩ বছর পরে সিসিবিতে ঢুকলাম।
মন তুমি কৃষিকাজ জানোনা, এমন মানবজমিন রইলো পতিত, ফলালে ফলতো সোনা