দৃষ্টি আকর্ষণঃ বইমেলা

প্রিয় সিসিবিয়ান্স,
এবারের বইমেলায় অনেক সিসিবিয়ান কিংবা এক্স-ক্যাডেটের বই প্রকাশিত হয়েছে/হচ্ছে/হবে। খায়রুল ভাই এবং রিফাত জামানের বই সংক্রান্ত দুটো পোস্ট ইতোমধ্যে দেখতে পাচ্ছি। এ ব্যাপারে এডু স্যার কি একটা পোস্ট দিতে পারেন, যাতে সব বইগুলোর একটা তথ্যভান্ডার হাতের কাছে থাকবে? কিংবা, চাইলে এই লেখার মন্তব্যেও বিভিন্ন বইয়ের তথ্যাদি যোগ করা যায়।


পুনশ্চঃ প্রকাশিত এবং প্রকাশিতব্য সকল সিসিবিয়ান লেখককে অভিনন্দন। পাঠকদের জন্য সমবেদনা!

৪,৩১৭ বার দেখা হয়েছে

৯ টি মন্তব্য : “দৃষ্টি আকর্ষণঃ বইমেলা”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।