[ আপিসেতে ছিলাম অনেক চাপে,
হয়ানি আসা বোলগ-বাড়ির ধাপে।
অবশেষে নিলাম যখন ঝুঁকি-
দেরাজ খুলে কোবতে দিল উঁকি। ]
ফুটো বেলুনের মত স্বপ্নগুলো
চুপসে যায় ক্রমাগত
ভেজা সিগ্রেটের মত স্বপ্নগুলো
নেতিয়ে ওঠে ক্রমাগত
হয়ত স্বপ্নবিলাসী নই
তবুও স্বপ্নপ্রবণ মনে
স্বপ্ন দেখি প্রাণপণে
তারপর কোন এক সময়
বীভৎস রকম সুন্দর
অথচ বাস্তবতার মত
ক্ষুরধার একটি কাঁটার
আলতো প্রেমাতুর স্পর্শে
স্বপ্নগুলো ফেটে যায় সশব্দে
আমি ফাটা বেলুন জোড়া লাগাই
স্কচটেপের অশ্লীল তালি দিয়ে
কিংবা ভেজা সিগ্রেট শুকিয়ে নিই
শস্তা লাইটারের কোমল আগুনে
আর ফাটা স্বপ্নগুলোকে . . . . .
কমোডে ঝেড়ে ফেলে ফ্ল্যাশ টানি নিঃশব্দে
তারপর ?
তার আর পর নেই !
ছন্দ পরিহার করার চেষ্টা কর। ভাল লেগেছে ।
পুরাদস্তুর বাঙ্গাল
থেঙ্কু! 😀
[ ছন্দওয়ালা অংশটুকু প্রিভিউ অংশের জন্য, মূল পোস্ট থেকে বাদ দেয়ার উপায় পাইনি। ]
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...
"ক্ষুরধার একটি কাঁটার
আলতো প্রেমাতুর স্পর্শে
স্বপ্নগুলো ফেটে যায় সশব্দে"
এই অংশ হৃদয়ে এেঁটে গেল ভাই।
তানভীর আহমেদ
থেঙ্কু! 😀
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...
তবুও। স্বপ্ন দেখে যাও।
স্বপ্ন যে দেখতেই হবে, তা সে ফাটুক, নেতিয়ে যাক, আর যা কিছুই ঘটুক না কেন....
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
🙂 🙂
মজা পেলাম পারভেজ, তোমার কথায়।
১। কাকতালীয় ব্যাপার হল, কবিতাটি সিসিবিতে প্রকাশের সময় আসলেই এক অফিসে স্বপ্নভঙ্গের মুখোমুখি হচ্ছিলাম। 🙁
২। এতক্ষনে মনে হচ্ছে, দুষ্টমনে ভাবলে কবিতাটা অন্যভাবেও নেয়া যায়! 😛
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...
আবার দেরাজ?
:grr:
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...
আমার কিন্তু ছন্দের জন্যেই ভালো লেগেছে বেশি।
বুদ্ধিদীপ্ত, উইটি। দারুণ!
থেঙ্কু! :goragori:
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...
সহজ পাঠ্য কবিতা।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
পরিব্রাজক স্বপ্নেরা পৃথিবী জুড়ে ঘোরে
রাতের সংসর্গে
নিদ্রা ও নৈ:শব্দ সোলিলকির মোড়কে
তাকে দেখি স্বর্গে
যদি এই, তো ছোটে আবার পরক্ষণে
নরকেরও তল্লাটে।