স্বপ্নবিলাস

[ আপিসেতে ছিলাম অনেক চাপে,
হয়ানি আসা বোলগ-বাড়ির ধাপে।
অবশেষে নিলাম যখন ঝুঁকি-
দেরাজ খুলে কোবতে দিল উঁকি। ]


 

ফুটো বেলুনের মত স্বপ্নগুলো
চুপসে যায় ক্রমাগত
ভেজা সিগ্রেটের মত স্বপ্নগুলো
নেতিয়ে ওঠে ক্রমাগত

হয়ত স্বপ্নবিলাসী নই
তবুও স্বপ্নপ্রবণ মনে
স্বপ্ন দেখি প্রাণপণে
তারপর কোন এক সময়
বীভৎস রকম সুন্দর
অথচ বাস্তবতার মত
ক্ষুরধার একটি কাঁটার
আলতো প্রেমাতুর স্পর্শে
স্বপ্নগুলো ফেটে যায় সশব্দে

আমি ফাটা বেলুন জোড়া লাগাই
স্কচটেপের অশ্লীল তালি দিয়ে
কিংবা ভেজা সিগ্রেট শুকিয়ে নিই
শস্তা লাইটারের কোমল আগুনে
আর ফাটা স্বপ্নগুলোকে . . . . .
কমোডে ঝেড়ে ফেলে ফ্ল্যাশ টানি নিঃশব্দে
তারপর ?
তার আর পর নেই !

৩,৭৭৭ বার দেখা হয়েছে

১৩ টি মন্তব্য : “স্বপ্নবিলাস”

  1. লুৎফুল (৭৮-৮৪)

    পরিব্রাজক স্বপ্নেরা পৃথিবী জুড়ে ঘোরে
    রাতের সংসর্গে
    নিদ্রা ও নৈ:শব্দ সোলিলকির মোড়কে
    তাকে দেখি স্বর্গে
    যদি এই, তো ছোটে আবার পরক্ষণে
    নরকেরও তল্লাটে।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।