নির্জনতার দোহাই

দখলে থাকলে,
চাবিটা নির্জনতার-
কি দরকার, আলুর দরটা জানার?

যদি হাতে থাকে,
তিতকুটে কালো কফি-
খবরের পাতা ওলটাবো না তো আর।

আর যদি পাই,
ভালো কবিতার বই-
দিয়ে দেবো জেনো, আলসেমি বন্ধক।

অপ্রয়োজনের ছুতোয় যদি,
আসেই দমকা হাওয়া-
হৃদয়টা তবে, উড়িয়ে দেবো নাহয়।

আর, দুঃস্বপ্নটা
সুখের স্বপ্ন হলে-
ভোরের ঘুমটা গুঁড়িয়ে দেবো আজই।

৩,৮২৬ বার দেখা হয়েছে

৪ টি মন্তব্য : “নির্জনতার দোহাই”

  1. টিটো মোস্তাফিজ

    প্রিয়তে রাখলাম।একটা চোরাই কবিতা লেখছি। পড়ে দেখ কেমন লাগে ?

    দখলে থাকলে
    চাবিটা
    নির্জনতার
    আলুর দরটা জানার
    কি দরকার ?
    যদি থাকে হাতে
    কালো কফি
    তিতকুটে
    খবরের পাতা
    ওলটাবো না আর।
    যদি পাই ভালো
    কবিতার বই
    দিয়ে দেবো জেনো,
    আলসেমি বন্ধক।
    অপ্রয়োজনের
    ছুতোয়
    যদি আসেই
    দমকা হাওয়া
    উড়িয়ে দেবো
    তবে হৃদয়টা।
    আর, দুঃস্বপ্নটা
    সুখের স্বপ্ন হলে
    ভোরের ঘুমটা
    গুঁড়িয়ে দেবো আজই।


    পুরাদস্তুর বাঙ্গাল

    জবাব দিন

মওন্তব্য করুন : মোস্তাফিজ (১৯৮৩-১৯৮৯)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।