সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ সাবধান, সামনে কবিতা
সশাবক বাঘিনীর মত না হলেও-
অন্তত একটিবার,
খেপা ষাঁড়ের মত গোঁ ধরতে চাই।
নিদেনপক্ষে,
ভুখা কাক অথবা, শীর্ন নেড়ি কুকুর;
নাহয়-
জবাই করা ভেড়া,
মাছওয়ালার বাক্সে রাখা কইমাছ।
আর,
কিছুতেই কিছু না হলে-
দেয়ালে পিঠ ঠেকা নিরস্ত্র মানুষ;
এবার হবোই হবো!
কেবল, জানি না-
কবে?
০৭.১০.২০১৫
কোবতেও লেখো!
বেশ ভাল লাগলো :thumbup:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
মনে যা এল, লিখে ফেললাম। কবিতা কেবলই "ট্যাগ" 😀
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...
ভাল লাগলো।
ফরমেটিং এ সমস্যা আছে।
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
বহুদিন ন্যাপথালিন দেয়া দেরাজে পড়ে ছিল, তাই এই দশা। :shy:
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...
ভালো লাগলো ...
:thumbup: :thumbup:
নিজে কানা পথ চেনে না
পরকে ডাকে বার বার
ধন্যবাদ, অরূপ'দা :hatsoff:
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...
বাহহ ! দারুন !
ক্ষ্যাপা ষাঁড়ের গোঁ
নিরস্ত্র বাঁচবে তো !
ধন্যবাদ, লুৎফুল ভাই 🙂
[ ষাঁড়ের 'গোঁ' টুকু ধার চাই, হিংস্রতাটুকু বাদ দিয়ে ]
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...
:clap: :clap:
ওটা তো তোমার এখান থেকেই নিয়েছিলাম আমি ধার।
সুস্বাগত ইশহাদ ।
🙂 :hatsoff:
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...
উপায় নেই। হতেই হবে। চমৎকার কবিতা
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান
থেঙ্কু, সাইদুল ভাই 🙂
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...
ইশি তোর নাম দেখে ভাবছিলাম, যাই খানিক বিজ্ঞান পড়ে আসি। তুইও যে তলেতলে কোবতে লিখিস জানিনা তো 😛 সে যাই হোক, অরূপদার চায়ের দোকানে তোর চা কনফার্ম করলি 😀
সিসিবিতে সুসুসুস্বাগতম, ছোট ভাইয়া। আমাদের সাথেই থাকিস 🙂
ক্যান, আমার কি দেরাজ নেই? 😛
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...
:clap: :clap: :clap: :clap:
আমাদের ছোটবেলায় বিটিভিতে সিরিয়াল ম্যানিম্যাল দেখাতো...তোর কবিতা পড়ে সেটার কথা মনে পড়ল 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
১। :brick: ব্যাপার না, জুনাদা... এক মাঘে শীত যায় না... হুমম!
২। লিংকে দেয়া স্টোরিলাইনটুকু একেবারে খ্রাপ লাগল না :grr:
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...
এই কমেন্টখান সম্পা আপায় ভুল কইরা দিছে, উনার ব্যাঞ্চাই! 😡 (সম্পাদিত)
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...
দুর্দান্ত লাগলো হে!
:shy: :hatsoff: :shy:
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...
"দেয়ালে পিঠ ঠেকা নিরস্ত্র মানুষ;
এবার হবোই হবো!" - সেটাতো বাংলার আমজনতা সেই কবে থেকে হয়েই আছে!
হুমম... কবিগুরুর শরণ নিলাম
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...
চমৎকার উদ্ধৃতি! ধন্যবাদ।
🙂
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...
জব্বর 🙂
পুরাদস্তুর বাঙ্গাল
থেঙ্কু :shy:
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...