১।
সিসিবিতে লেখার ইচ্ছে ছিল বহুদিন। সোফির বাপ-মায়ে কম ঠ্যালা দেয় নাই। কিন্তু আমি হলাম গিয়ে- “কত রবি জ্বলে রে/কেবা আঁখি মেলে রে” মতাদর্শের লোক। লেখালেখি করব, আমি? কাভি নেহি। চুপচাপ এসে পড়ে যাই এই তো বেশ। বহুদিন লেখা গুছিয়েছি মনে মনে, শেষমেশ ওই মন পর্যন্তই। নূপুরদার অনুসন্ধানী পোস্ট দেখে মনে হচ্ছে এবারে মাঠে নামতেই হয়। কে জানত এই কবি মানুষটা আদতে ডাক্তার নয়, বরং ডাক্তার ওয়াটসনের বিখ্যাত সঙ্গী!! আর মোকা ভায়ের claim-in-absentia দেখে মনে হল এই দোষে আমিও কম দুষ্ট নই। বেটার লেট দ্যান নেভার…
২।
আজকে সিসিবির (প্রায়) ঐক্যবদ্ধ জনমত দেখে ভালো লাগল। সিসিবি আসলেই পরিণত ব্লগ হয়ে উঠেছে। ক্যাডেট-ভাতৃত্ববোধ একটি চমৎকার ব্যাপার, এর অপব্যাবহারটি মোটেই চমৎকার নয়। এই সঙ্ঘবদ্ধতা কেবল পজিটিভ ক্ষেত্রেই থাকুক, ডেভিলস এডভোকেসিতে নষ্ট না হোক এটুকুই প্রত্যাশা। ক্যাডেটশিপের এই সক্ষমতা অন্যান্য ক্ষেত্রেও আরও প্রবল হয়ে উঠুক।
৩।
সিসিবিতে অনেক আগে বিজ্ঞান নিয়ে ব্লগ লিখত মুহম্মদ আর রায়হান। এখন কেউ লেখে না। কে জানে কেন? এইসব কপি-পেস্ট পাশ কাটিয়ে বিজ্ঞান লেখা শুরু হোক একটু আধটু। নইলে কিন্তু আমিই শুরু করে দেব, সেটা মোটেই ভাল হবে না। শেষে পৃথিবী প্রকম্পিত হলে আমার দোষ নেই, আগেই বলে রাখি। দায়মুক্তি আরকি।
৪।
সিসিবিতে আমরা কি ক্যাডেটশিপ আর এর অগ্রপশ্চাৎ নিয়েও একটু আধটু আলোচনা করতে পারি? (অনেক আগে অল্প একটু হয়েছিল মনে পড়ে)। মনে হয় পারি, কেবল শুরুর অপেক্ষা। আপনারা কি বলেন? সাম্প্রতিক ইস্যুতেও ইদানীং তেমন একটা আলোচনা হয়না। ফেসবুকের জন্য বোধহয়। আর্কাইভিং এবং ফরম্যাটিঙের সুবিধার্থে কিন্তু ব্লগই ভাল। শেয়ারের জন্য তো ফেসবুক আছেই।
৫।
খবর্দার কেউ তথ্যসূত্র জিজ্ঞাসা করবেন না। ছুটির ফাঁকে আমার দেরাজটা অফিসে রেখে এসেছি কিনা!
প্রথম B-)
এডজুটেন্ট স্যার বিরাট ডজার হয়ে গেছে আজকাল। সিসিবিতে প্রথম ব্লগে 'আপ্যায়নের' রীতিটা উঠে যেতে বসেছে। :grr:
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
১। :salute:
২। :frontroll:
৩। বাকি নয়টা অফিসের দেরাজে আছে, ছুটিতে আছি তো 😀
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...
আমি একটা ডেমো দিয়ে দেখাইয়া দিলাম কি করতে হবে ভাই। জলদি করে ফেলেন। আমরা জুনিয়র ক্যাডেট রা লুক ডাউন হয়ে গেলাম 😛
ফ্রন্ট রোল ডেমো : :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll:
করছি তো, ভালমত দেখ। এইবার আরও ৫টা লাগা, হারিয়াপ :grr:
তথ্যসূত্রঃ- মাহমুদ ভাইয়ের মন্তব্যের জবাবে প্রতিমন্তব্যের ২ নং
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...
ব্লগে সুস্বাগতম, ভাইয়া!
এতোদিন কোথায় ছিলে বলোতো? ব্লগে আজ এক ঝাঁক কচি কাঁচা দেখে মনে পড়ে গেল, ঐ যে ওরে সবুজ ওরে অবুঝ ওরে আমার ....পুরোটা অবশ্য বলতে চাইনা 😛
মাঝে বাড়তি স্পেসটা ঠিক করে দিও। বিজ্ঞান নিয়ে তুমিই লিখো; পৃথিবী না হয় একটু প্রকম্পিত হলোইবা 😀
১। 😀
২। 😛
৩। :grr:
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...
আজকের সাফল্য পুরান পাঠকের অবশেষে লেখক হয়ে উঠা! :awesome:
বিজ্ঞান নিয়া ধারণা স্পষ্ট থাকলে চালাও গুলি। আমরা তো আছিই। ভাল মুভি রিভিউ লিখার ইচ্ছা থাকলে সেটাও বাদ রাইখো না। তোমরা লেখার ভ্যারিশেয়ান বাড়াইলে বাকিরা সাহস পাবে।
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
হ, জুনাদাই ভালো কইছে- 'দাগ থেকে দারুণ কিছু হলে দাগই ভাল' 😀
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...
ব্লগে স্বাগতম ইশহাদ। আমার ভাবনাগুলোও একই রকম।।
বৈচিত্র্যময় লেখার অপেক্ষায় থাকলাম তোমার কাছ থেকে 🙂
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
হেহেহে... থেঙ্কু আকাশ ভাই :hug:
এইলেখা আর এইলেখাতে আপনার চিন্তাধারা আমার খুব পছন্দ হয়েছিল, :just: আলসেমিতে লগাই নাই
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...
দেখলাম, সোফির বাপ-মা দুজনেই যা পারে নাই, সোফিরে দুইন্নায় এনে মাত্র কদিনেই সেটা ঘটিয়ে ফেল্লো?
বিরাট করিৎকর্মা দেখছি আমাদের এই কইন্যাটি!!!
তোমার লিখা তো খুবই ঝরঝরে, প্রাঞ্জল। সাবিনার ভাষায় "মুচমুচে, কুড়মুড়ে......"
কথা হলো, এই লিখা এত্তোদিন ধরে লুকিয়ে রেখেছিলে কার ভরসায়?
প্রতিভা লুকিয়ে রাখার কনসিকুয়েন্স নিয়ে একটা জোক শুনেছিলাম, ভাল মনে নেই, তাও শোন...
একবার এক তরুণ দৈববাণি পেল যে হি ইজ ব্লেসড উইথ বেস্ট লাভ-মেকিং এবিলিটি ইন দ্যা ওয়ার্ল্ড।
সে ভাবলো, "আমার তো তাহলে এটা সেভ করতে হবে ফর দ্যা বেস্ট গার্ল অব দ্যা ওয়ার্ল্ড।
সে তাঁর এবিলিট সেভ করার পাশাপাশি বেস্ট গার্ল খোজার কাজটাও শুরু করে দিল।
দেখা গেল, যাকেই খুজে পায় সেই অন্য কারো না কার সাথে ইনভলবড।
এইভাবে খুজতে খুজতে সারাজীবন কেটে গেল, কিন্তু সঠিক পাত্রীটি আর পাওয়ায় হলো না। আর তার সেই এবিলিটির চর্চ্চাও করা হলো না।
মৃত্যু সজ্জায় তাঁর আক্ষেপটা ছিল এইরকম, "হে ঈশ্বর, শ্রেষ্ট ক্ষমতা দিলা আমারে, আর তা এক্সাক্সাইজের পার্টনার দিলা অন্যরে? এই পারে যা হবার হয়েছে, ঐপারে কিন্তু ৭০ হুর রেডি থাকে!!! নাইলে বুইঝো???"
তাঁর কব্বরে যে এপিটাফটা ছিল, ঐটায় লিখা ছিল "হেয়ার লাইজ দ্যা ম্যান উইথ বেস্ট এবিলিটি হু ডায়েড ভার্জিন......"
যাক তুমি অন্তত দেরীতে হলেও এসেছো।
ঐ পোলার মত অতো মন্দ কপাইল্যা না... 😀 😛 😀 😛
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
=)) =)) =)) =))
১। মাস্টর মাইনষের এই সমিস্যা, সব্বাইরে খালি মোটিভেশন দেয় 😛
২। হুমম... ভাগ্যিস দৈববাণী-টানী পাইনাই, তাইলে তো সর্বনাশ 😉
৩। হে হে হে... বেটার লেট দ্যান নেভার, দুয়া রাইখেন আরকি 😀
৩(ক) আহা, সেই পুরানো সিসিবি আবার জইমা উঠুক, আমেন! :goragori:
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...
😀 😀 😀 😀 😀
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
ফাঁপড় মারা বাদ্দিয়ে বিজ্ঞান নিয়ে লেখা দে জলদি।
আমরাও শিখি...
আমার খুব শখ বড় হয়ে বিজ্ঞানী হবার... 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
১। হে হে... আমারও খুব শখ বড় হয়ে বিজ্ঞানী হবার... 😀
২। আশা করছিলাম এই সুনামিতে মুহম্মদ গং আবার লেখা শুরু করবে B-)
৩। আড্ডা দিতেই তো ভাল্লাগতাছে, বস (ছোটনের পরের পর্ব দ্যান তাড়াতাড়ি) :hug:
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...
কিরে , এতদিন পর তুই কোইত্থে বের হইলি। বের হইসোস, ভালো করসোস। আবার গর্তে লুকায়ে যাইসনা x-(
বাই দ্য ওয়ে, আমি তোরে অনেক দেরিতে চিনতে পারলাম। তোরে আমি রিশাদ বলে চিনতাম 😛 :shy:
সাতেও নাই, পাঁচেও নাই
বুখে আয় বাভুল :hug:
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...
দারুণ লিখেছ। তোমার বিজ্ঞান লেখা পড়ার অপেক্ষায় রইলাম।
পুরাদস্তুর বাঙ্গাল
ইয়ে মোস্তাফিজ ভাই, ওই কথাডা আসলে মুখ ফস্কাইয়া বাইরায়া গেছে। মাপ কইরা দ্যান। O:-) :bash:
এত আশায় ছিলাম বিজ্ঞানের কথা শুনলে বিজ্ঞানবাজেরা লাফায়া আইসা পড়ব, গেল কই? 😡
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...
অ-জ্ঞানীরাই বিজ্ঞানী আজ সাজলো প্রিয় ব্লগের
লাভের গুড় পিঁপড়ে খেলো বাহানা কত ঠগের B-)
(তথ্যসূত্রঃ পদার্থবিজ্ঞানের ইতিকথা। বইটি আউট অব স্টক নাও)
:))
পুরাদস্তুর বাঙ্গাল
সাবিনাপা,
বইটা কার লেখা + কোন প্রকাশনী?
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...
মহামতি এরিস্টটলের কালজয়ী প্রেমেরকবিতা ভিত্তিক এই উপন্যাসটি পিথাগোরাসের সূত্র অবলম্বনে লেখা। এখানে আমার সামান্য কিছু কাজও লিপিবদ্ধ করা হয়েছে। বইটির একমাত্র হার্ড কপি এখন আল খাওয়ারিজমির ব্যক্তিগত দেরাজে সংরক্ষিত। সিসিবিয়ানদের সনির্বন্ধ অনুরোধের প্রেক্ষিতে এর একটি পাইরেটেড ভার্সন এখন রুশ দেশের উপকথার পাশে শোভাবর্ধক হিসেবে দেখা যাবে।
বইটি প্রকাশ করেছে কায়েদে-আজাদ কাফের ভাই B-)
=)) =)) =)) =)) =))
x-(
ধুৎ, পদার্থবিজ্ঞান দেইখাই লাফায় উঠছিলাম (বুঝলাম, চকচক করলেই সোনা হয় না :bash: )
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...
এ কি 'সোনার' আলোয় জীবন ভরিয়ে দিলে 😛
:bash:
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...
এতদসংশ্লিষ্ট গোটা পাঁচেক পোস্ট করেছি। খাটনি আছে সাড়া নাই 🙁
পুরাদস্তুর বাঙ্গাল
আগাম সতর্কতার জন্যা ধন্যবাদ :hatsoff:
ভুলেও ওই পথ আর মাড়াচ্ছিনে 😀
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...
পাগলকে নৌকা ডুবাতে মানা করলাম :bash:
পুরাদস্তুর বাঙ্গাল
😀 :grr: :guitar: :goragori: :party:
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...
তোমরা পাইলা কি !
আইজকা এদ্দিন পরে ব্লগে আইসা এক দিনেই একশো বছ আয়ূ বাড়বো জানলে তো আরো কয় দিন পরেই আইতাম।
যা হোক। কথাগুলো সব ভালো লেগেছে ।
লিখলে আরো আমাদের পড়বার সৌভাগ্য হতো ।
😀
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...
ইশহাদ,
নিজের নাম দেখে একটু ডুব মেরে ছিলাম। হা হা।
অনেক ভাল্লাগছে তোমরা ফিরে আসছ। একটু থেকো, এমন করে। প্লিজ।
তোমরাই প্রাণ
:shy: :hug: :salute:
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...
এইডা কি তোমার প্রথম পোস্ট নাকি?
সিসিবির ফেবুতে তোমার কমেন্ট দেইখা তো মনে হইছিলো অনেক আগে থেকেই ফলো কর।
যাই হোক, পদার্থবিদ হিসাবে বিজ্ঞান নিয়া পোস=ট দেও। আগ্রহ নিয়া পড়ুন। যদিও বিজ্ঞান বুঝি কম, তবে যদি ব্লগ পড়বার সুবাদে একটু বুঝতে পারি মন্দ কি
১। জ্বী, (মাহমুদ ভাই অলরেডি আগমনী পাঙ্গা দিয়েছেন)
২। ক্যাম্নে কি? অন্য কাউকে দেখছেন, ফেবুতে জীবনেও সিসিবি ফলো করি নাই (সরাসরিই করছি) ফেবুতে কমেন্টানো তো দূরের কথা!!
৩। হুমম... প্যারালাল ইউনিভার্স নিয়া লিখতে হবে দেখি।
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...
"সিসিবিতে আমরা কি ক্যাডেটশিপ আর এর অগ্রপশ্চাৎ নিয়েও একটু আধটু আলোচনা করতে পারি?" - মনে হয়, এরকম একটি আলোচনা বেশ ভালোই জমে উঠবে।
অতীতে হয়েছে খায়রুল ভাই। এই আলোচনা একটি চলমান আলোচনা।
মাঝে-মধ্যে আবার পুনরালোচনার প্রয়োজন আছে। আমরা আমরাই তো।
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...