শুদ্ধতায় আমার ভাষা
——————
যে বোলে মায়ের আদর, সে বোলে আষাঢ় ভাদর
সে সুরে কান্না গড়া, সেই সুরে হাসা
হৃদ্যতায় আমার ভাষা।
সয়েছে কালের দাহ, তবু ভরেছে আঁধার গাহ
কথার কাহন রচে, সাঁঝ থেকে ঊষা
পুণ্যতায় আমার ভাষা।
ক্ষরণে খুঁজেছি সুখ, তাই জননী ফিরেছে মুখ
হাজার শব্দ — তবু — স্তব্ধতায় নাশা
মৌনতায় আমার ভাষা।
পরদেশী ধ্বনি ভীড়ে ভুলেছি নিজের নীড়ে
অধুনা সেজেছি ভাঁড়, ছেড়ে স্বদেশের চাষা
রিক্ততায় আমার ভাষা।
বুকের গহীন ঘরে থাকুক বাঙলা ভরে
আজন্ম লালিত সাধ, আমরণ আশা
শুদ্ধতায় আমার ভাষা।
স্টাইলটা একটু প্রাচীন-প্রাচীন লাগলো।সুন্দর।
ভালো লেগেছে লেখাটা।
লিখে যাও হেলাল, ভালো হচ্ছে।