“ফাঁসি চাই — তোমার, তোমাদের”
ন্যায়বিচার চাই —
তুমি চাও বা না চাও,
আমি চাই, আমরা চাই
স্বাধীন এই বাংলায় আইনের শাসন চাই।
হাতের বদলে হাত, চুলের বদলে চুল,
রক্তের বদলে রক্ত
আর খুনের বিপরীতে ফাঁসি চাই।
এই ফাঁসি —
আমাদের অনাগত শিশুদের
রক্তের নিরাপত্তা দেবে,
দেবে প্রশান্ত নিঃশ্বাসের অধিকার।
আর তাই —
রক্ত-অর্থের ভাগ চাই না,
চাই না ফাঁসীর দন্ডপ্রাপ্ত আসামীর নিঃশর্ত মুক্তি
আইনের মারপ্যাঁচ বুঝি না, মোহরের রাজনীতি বুঝি না
শুধু ছেলে-হারা মায়ের এক-মুঠো প্রশান্তির জন্য
দৃষ্টান্তমূলক শাস্তি চাই!
দেবে না?
এই বাংলায় অপরাধীদের তরে দেবে ক্ষমার অর্ঘ্য!
তবে ফাঁসি চাই —
তোমরা যারা করেছ ক্ষমা
তোমার, তোমাদের ।
তবু ও রূপসী এই বাংলায় —
আইনের শাসন চাই!
ন্যায়বিচার চাই!
মানুষ হত্যার বিচার চাই!
সৃষ্টির সেরা মানুষের মত বাঁচবার অধিকার চাই।
কোনপ্রকার মৃত্যুদণ্ড চাই না।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
কাঁদতে আসিনি, ফাঁসির দাবী নিয়ে এসেছি