“এ কে – ৪৭”
(একে ৪৭ এর জনক কালাশনিকভ এর কাহিনী অবলম্বনে রচিত)
কালাশনিকভ –
তুমিও তো চেয়েছিলে কবি হতে-
পাতা কুড়োনো শৈশবে – যখন ঘোরলাগা পৃথিবী
কবিতার পংতির মতোই ঝিরি ঝিরি বহমান –
হতে পারতে দিগ্বিজয়ী তুমি
রবীন্দ্রনাথ, শেলী কিংবা রুমীর মতো
অক্ষরের মালায় যারা এখনো গাঁথে
আমাদের হৃদয়ে ভালবাসার অমর কাব্য-গাঁথা ।
এদিকে এই বেলা কৈশোরের নিদ ভেঙ্গে —
শখের কলম ছেড়ে বিছানায় পড়ে
রক্তাক্ত— শত্রুর গোলার আঘাতে,
তোমার প্রাণে তাই
শত্রু বধের রণ দামামা
বাজে সুতীব্র ডঙ্কায়,
তাই বুঝি আংগুলের সুনিপুণ পরশে
শুয়ে জাল বুনেছো যার —
মানব সংহারী এ কে ৪৭ ।
বিদীর্ণ করে শত্রুসেনা
রাশান কালাশনিকভ —
আগলে রেখে স্বদেশের মাটিরে, করেছ যুদ্ধ বিজয়,
অথচ, পদ্মের মতো পাপড়ি মেলে
পৃথিবীর পথে প্রান্তরে
রাশান বুলেট বুঝি লাশ হয়ে
ফেরে, কত সন্তান-হারা মায়ের কোলে ।
শৈশবে যে কবি মৃত,
আজ তাই গোধূলিবেলায় এসে কাব্যের সাথে এসে
ফের অভিসার — বুলেটেরে দিয়ে অভিশাপ
করে প্রায়শ্চিত্ত, এই বেলা করে পণ—
আর জন্মে যেন জনক হই— লাঙলের,
তীক্ষ্ণ ফলা দিয়ে আবাদ করে যাই —
মাটি ও মানুষের ।
এটা তো দেখছি আমার সাবজেক্ট। এজন্যই আমি এই কবিতার ভাল ক্রীটিসিজম করতে পারব। হাসনাত তুমি ভালই করেছো কবিতাটা এখন দিয়ে। এখন আমার একটু সময় আছে, আমি দেখে দিতে পারব। তুমি চিন্তা করো না, আমি এ বিষয়ে বিশেষজ্ঞ, তোমাকে ভাল গাইডলাইন দিতে পারব।
কঃ শামীম আরা ম্যাডাম।
ধন্যবাদ । পরামর্শের জন্যে প্রতীক্ষায় রইলাম।
😐
=)) :pira: :pira: :goragori:
পিরা মিরা গিলাম @ সামিয়াপ্পু
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
কবিতা ভাল লেগেছে হাসনাত ভাই।
সুন্দর কবিতা
আজি হতে অর্ধশত বছর পরে
কে তুমি ধরিয়া বসি আছ আমার এ কে ৪৭ খানি
কৌতুহলভরে
......
......
উত্তরঃ আমাদের বোমাবাজ... 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ