অল্প

একটু আগুন দেবেন?
ক্ষমতা আপনার আসীম অপার।
পারেন পোড়াতে সবুজ বন-
ভয়াবহ দ্বাবানলে মাংস পোড়া ঘ্রান
অগনন হারিণ শাবকের,
দগ্ধ মাটির হাহাকারে নিরব নির্বিকার।
অথবা নিমেষে আঙ্গুলের ইশারায়
ধুলিকনা হয় সাজানো নগরী,
অযুত স্বপ্নের হাতে বোনা জাল
অন্ধকারে ছিন্ন ভিন্ন প্রেতপূরী।
বিপুল শক্তি অমিত ক্ষমতা-
তার লক্ষভাগের ছিটেফোঁটা কনা,
তাও তো চাইনি আমি।
চাওয়া আমার খুবই সামান্য-
একটু আগুন দেবেন?
জ্বালবো কেবল নিরীহ একটি
মাটির প্রদীপ।

১,৫৭৭ বার দেখা হয়েছে

১৭ টি মন্তব্য : “অল্প”

  1. লুৎফুল (৭৮-৮৪)

    এই একটু আগুনে দাবাণল হবে শুরু
    এই একটু আগুনে প্রেমিক বুক দুরু দুরু
    এই একটু আগুনে জলের অভাব তীব্র ভীষণ
    এই একটু আগুনে বলি কতোটা শীতের সিংহাসন
    হবে জলাঞ্জলি । কতোটা তরু
    এলেবেলে হবে ! বলো গুরু ! (সম্পাদিত)

    জবাব দিন
  2. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

    মাহবুব ভাই,
    এ-লেখাটা পড়ে অনেকক্ষণ ভাবলাম কি লিখি। তারপর পরপর এসে কয়েকবার পড়ে গিয়েছি।
    বলবার এখনো কিছু খুঁজে পাচ্ছিনা। আগুনের ওমে বুঁদ হয়ে আছি

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।