একটু আগুন দেবেন?
ক্ষমতা আপনার আসীম অপার।
পারেন পোড়াতে সবুজ বন-
ভয়াবহ দ্বাবানলে মাংস পোড়া ঘ্রান
অগনন হারিণ শাবকের,
দগ্ধ মাটির হাহাকারে নিরব নির্বিকার।
অথবা নিমেষে আঙ্গুলের ইশারায়
ধুলিকনা হয় সাজানো নগরী,
অযুত স্বপ্নের হাতে বোনা জাল
অন্ধকারে ছিন্ন ভিন্ন প্রেতপূরী।
বিপুল শক্তি অমিত ক্ষমতা-
তার লক্ষভাগের ছিটেফোঁটা কনা,
তাও তো চাইনি আমি।
চাওয়া আমার খুবই সামান্য-
একটু আগুন দেবেন?
জ্বালবো কেবল নিরীহ একটি
মাটির প্রদীপ।
১৭ টি মন্তব্য : “অল্প”
মন্তব্য করুন
বাহ! বাহ!! বাহ!!!
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
থ্যাঙ্কস পারভেজ!
এভাবেই মানুষের দল বুঝি আগুন চেয়েছিল -প্রমিথিউস
পুরাদস্তুর বাঙ্গাল
ঠিক, লেখার সময় প্রমিথিউসের কাহিনীটা উঁকি দিয়েছে।
এই একটু আগুনে দাবাণল হবে শুরু
এই একটু আগুনে প্রেমিক বুক দুরু দুরু
এই একটু আগুনে জলের অভাব তীব্র ভীষণ
এই একটু আগুনে বলি কতোটা শীতের সিংহাসন
হবে জলাঞ্জলি । কতোটা তরু
এলেবেলে হবে ! বলো গুরু ! (সম্পাদিত)
তোমার কাব্যিক মন্তব্য আমার প্রচেষ্ঠার উদারতম মূল্যায়ন- প্লাবিত।
জ্বলুক মাটির প্রদীপ
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান
:shy:
চমৎকার লেগেছে।
দাবানল বানান টা দেখে নিয়েন ভাইয়া।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
ধন্যবাদ রাজীব! হ্যাঁ, বানান আসলেই ঠিক নেই। অনলাইনে কোন বাংলা অভিধান আছে? থাকলে জানিও, খুব কাজে লাগবে। আমার কাছে এখানে কোন অভিধান নেই।
মাহবুব ভাই,
এ-লেখাটা পড়ে অনেকক্ষণ ভাবলাম কি লিখি। তারপর পরপর এসে কয়েকবার পড়ে গিয়েছি।
বলবার এখনো কিছু খুঁজে পাচ্ছিনা। আগুনের ওমে বুঁদ হয়ে আছি
ওরে সর্বনাশ! আর কিছু লেখা লাগবে?
আমি আসলেই সম্মানিত বোধ করছি 🙂
অসাধারণ, মাহবুব। কবিতা খুব ভাল বুঝি না, কিন্তু এটির একটি অর্থ খুঁজে নিতে বেগ পেতে হয়নি।
নিসার, রেজিস্ট্রেশন করে ফেলো।
তারপরে জমিয়ে আড্ডা দেয়া যাবে ক্ষন........
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
অনবদ্য ভাই।
একটু আগুন দেবেন?
জ্বালবো কেবল নিরীহ একটি
মাটির প্রদীপ।
দারুন ...
:thumbup: :thumbup: :thumbup: :thumbup: :thumbup:
নিজে কানা পথ চেনে না
পরকে ডাকে বার বার
সিগ্রেট ধরাবার জন্য নয়, আগুন চাওয়া হচ্ছে মাটির পিদিম জ্বালাবার জন্য। অন্ধকার সরিয়ে আলো আনার জন্য। চম