সঙ্গিনী

যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই,

পাইলেও পাইতে পারো অমূল্য রতন,

যদি দেখ কেহ নাই, চাও একমুঠো ঠাই,

নিও আমা হতে একরাশ যতন।

 

যদি ছেড়ে যাও দেশ, পথ হয়ে যায় শেষ,

পথের সঙ্গী করে নিও তুমি আমায়;

খোলা আকাশের তলে, মোরা দুইজনে মিলে,

পথ খুঁজে নেব শত সহস্র তারায়।

 

তাও যদি নাহি হয়, কভু করিও না ভয়,

রাবণের মত লঙ্কা আনিব ছিনে;

তোমারে করিতে জয়, মরণও বা যদি হয়,

মরিব আপন পাতার বাঁশির বীনে।

 

নাহি চাই খ্যাতি- যশ, তোমায় করিব বশ,

যেথা যেতে চাও নিয়ে যাবো মোর সনে;

তুমি আমি দুই জন, রচিব নিঝুম বন,

আমি হব বর,আর তুমি হবে মোর কনে  ।।

 

৬৬৭ বার দেখা হয়েছে

৫ টি মন্তব্য : “সঙ্গিনী”

  1. রকিব (০১-০৭)

    একটু ফ্লপ জুক্স করিঃ
    যেখানে দেখিবে ছাই,
    উড়াইয়া দেখো তাই,

    যদি বা পড়িলে চোখ
    কাঁদিবে অকূল শোকে।

    মোরালঃ অযথা চাই উড়াইয়ো না। 😛


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।