কষ্ট

নিয়তির সাথে লুকোচুরি খেলে স্বপ্নেরা মোরে ডাকে,

স্বপ্নের মাঝে তোমায় পেয়েছি গোধূলি ক্ষণের ফাঁকে।

তবু কিছু স্মৃতি দহন করেছে হৃদয় খানিরে অল্প,

সুখপাখিরা নীরব থাকে শুনে সে আজব গল্প।

মনের মাধুরী মিশিয়ে যাহাকে সপ্নেতে খুঁজে পাই,

বাস্তবতার কঠিন আলোকে হারাতে বসেছি তাই।

বেথাতুর মন, দেখেছে শ্রাবণ, শ্রাবণ মেঘের দিন,

তাই দেখে বুঝি কাকাতুয়া ডাকে বাজিয়ে আপন বীন।

জীবনের তীরে, সৃষ্টির ভীরে, সুখটারে যেথা খুঁজি,

বিভষিকাময় হাসি দিয়ে তাই ফাঁকি দেয় মোরে বুঝি।

কল্পলতার জল্পনাতে বুনিয়ে হাজারো বুলি,

স্মৃতির ডায়েরি রঙিন করেছি সিধিয়ে রঙের তুলি।

খুঁজি- তোমা- আমি, জলে-পথে- ঘাটে, কেবলি আদিখ্যেতা,

কষ্টটা মোর কেউ বোঝে না’ক, বুঝিবেই বল কে তা?

তবু মনটাকে স্থির রেখে সপ্নই দেখে যাই,

অবুঝ হৃদয় জোড়া দিয়ে ভাবি কোথায় আমার ঠাই?

ধরণীর তীরে, কষ্টের নীড়ে হারানু কিসের ছলে;

এর চেয়ে বুঝি মরণও ভাল, সপ্নরা ডেকে বলে।

নিয়তির লেখা, কেঁদেকেটে আমি ভাসালাম এক বুক,

কান্নার মাঝে কষ্টকে খুঁজি, কেঁদে যদি হয় সুখ ।।

৫০৪ বার দেখা হয়েছে

৮ টি মন্তব্য : “কষ্ট”

  1. আহসান আকাশ (৯৬-০২)

    মেহেদি, কবিতা বুঝি কম, তবে এটা পড়ে ভাল লেগেছে :thumbup:

    অফটপিকঃ প্রোফাইলে গিয়ে তোমার প্রদর্শিত নাম টা বাংলায় করে দিও। আর পুরো লেখা বোল্ড করলে কেমন জানি চোখে লাগে।


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  2. মাহবুব (১৯৯৪-২০০০)

    আগের লেখাটা facebook এ শেয়ার দিয়েছি। খুব ভাল লেগেছে।এটাও সুন্দর।

    তবে মনে হয় এই লেখাটা আগের লেখাটার চেয়ে একটু কঠিন। পাঠক হিসেবে আমার সহজ কবিতা বেশি ভাল লাগে।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।