ভাবতে পারো? কখন যদি, দুরের আকাশ পরে,
অতি চেনা মেঘ থেকে আর বৃষ্টি নাহি পরে!
ভাবছো? যদি বর্ষা না হয়, কোথায় পাবে জল?
তোমার জন্য শিশির ফোঁটা করবে টলমল।
ভাবতে পারো? চন্দ্র যদি আলোতে দেয় ফাকি;
সৃষ্টি-লীলার খেলা দেখার কতই রবে বাকি!
ভাবছো কেন? জোনাক তবে ছড়িয়ে দিয়ে আলো
আপন দেহের মায়ার আলোয় নাশবে শত কালো।
আবার যদি মাতাল বাতাস, থামিয়ে দেয় বহা,
ভেবে দেখ,কি যাতনা, ক্ষণটি তার সহা;
অবাক কেন? হৃদয় হতে ছড়িয়ে দেবো হাওয়া-
মনেই হবে সবই তোমার মনের মত পাওয়া।
ভেবেই দেখ, বর্ষা-দিনে গোলাপ নাহি ঝরে,
ভালবাসার খোলা চিঠি কোথায় গিয়ে পড়ে?
সেথাও তুমি দেখবে বিধি দুরের আকাশ হতে,
গোলাপ রাঙা জোৎস্না দেবে অমানিশার রাতে।
আবার ভাবো, সাগর যদি থামায় মাতাল ঢেউ,
কেমন করে বুঝবে এখন ভাবছে তোমায় কেউ?
সাগর-তলে হীরে-মানিক, সবার চেয়ে দামি,
ভালবাসার পালকি সেজে ডাকছি তোমায় আমি ।।
আপনার (যেহেতু কলেজের সাল উল্লেখ্য নেই তাই মনে করছি সিনিয়র) প্রথম ব্লগে আমি প্রথম...
যৌবন কালে ব্লগে কিছু নিয়ম কানুন ছিল। জানি না এখনও আছে কিনা... এডু/মডুরা দেখবেন আশা করি...
পোলায় জুনিয়র...
ব্লগের ডিসিপ্লিন আসলেই খারাপ হয়ে যাচ্ছে, এডজুটেন্ট মনে হয় গ্যাপ মারতেছে... খুব খারাপ, খুব খারাপ :grr:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ধন্যবাদ ভাই এরা। এটা আমার প্রথম ব্লগ লেখা,তাই মন্তব্য পরে ভাল লাগলো।
বিঃদ্রঃ আমি ২০০১-২০০৭ ব্যাচ, মেহেদি ভাই।
MeHeDi
আবার কথা... স্ট্রাট :frontroll: ...... কেয়ামত পর্যন্ত চলবে...
কবিতা ভাল লাগছে :thumbup:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
তোফা কবিতা :clap:
খুবই সুন্দর।