আজও কাঁদে কাননে , কোয়েলিয়া……

কবি কাজী নজরুল ইসলামের এই গানটি আমার অনেক প্রিয়। গানটি তানপুরার উপর গেয়েছি। সাথে যোগ হয়েছে বাঁশির সুর। আশা করি ভাল লাগবে।

১৮ টি মন্তব্য : “আজও কাঁদে কাননে , কোয়েলিয়া……”

  1. পারভেজ (৭৮-৮৪)

    "...গানটি তানপুরার উপর গেয়েছি। সাথে যোগ হয়েছে বাঁশির সুর। আশা করি ভাল লাগবে..."
    - হ্যা, আসলেই ভাল লেগেছে।
    প্রত্যাশা পুরন হয়েছে!!!


    Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

    জবাব দিন
  2. নজরুল সংগিত কখনো সুনিনি অনেক কঠিন মনেহয় কিন্তু সবার এই কমেন্ট গুল দেখে আপনার গাওয়া গানটা সুনলাম কি বলব অসাধারন!!! আমার খুবি ভালো লেগেছে।
    গানটা জেমন সুন্দর কন্ঠ টাও তেমনি 🙂

    জবাব দিন
  3. সাজেদ (২০০৪-২০১০)
    গানটি তানপুরার উপর গেয়েছি। সাথে যোগ হয়েছে বাঁশির সুর। আশা করি ভাল লাগবে।

    অসাধারন !!!


    "মরনের বীথিকায় জীবনের উচ্ছ্বাস,

    জীবনের যাতনায় মৃত্যুর মাধুরী"

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।