ডিসেম্বের আমাদের বিজয়ের মাস। যারা মাতৃভূমির জন্য নিজেকে উৎসর্গ করেছে, তাদের জন্য রইল বিনম্র শ্রদ্ধা। সুদূর প্রবাসে আছি অনেক বছর। কিন্তু দেশের মাটি সবসময় আমাকে টানে। একটি দেশের গান গাইলাম। আশাকরি ভালো লাগবে।
১৪ টি মন্তব্য : “বিজয়ের মাসে একটি দেশের গান”
মন্তব্য করুন
ভালো লেগেছে। প্রবাসে বসে মাটির টানে গীত এ গান সুন্দর হয়েছে।
অনেক ধন্যবাদ আপনাকে
ভাল লেগেছে।
ধন্যবাদ।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
ব্লগে স্বাগতম আপা।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
অনেক ধন্যবাদ রাজীব।
ব্লগে স্বাগতম বন্ধু!
গান খুব ভালো লেগেছে। আরো অনেক শুনতে চাই।
অনেক ধন্যবাদ তোমাকে। আরো গান নিয়ে আসব নিশ্চয়ই। তবে ক্যাডেট কলেজ ব্লগ এর নিয়ম কানুন বুঝে উঠতে একটু সময় লাগছে।
🙂
প্রথমে যত খটোমটো লাগছে, ততটা আর লাগবেনা পরে।
গানের অপেক্ষায় রইলাম।
খুব তাড়াতাড়ি গান নিয়ে আসব ...ধন্যবাদ বন্ধু 🙂
:clap: :clap: :clap: :clap:
ওয়েলকাম টু সিসিবি, প্রিয় অর্চি।
বহুবার ডাকাডাকির পর তোমার দেখা মিললো অবশেষে। গান এবং বাজনা দুটোই দারুণ হয়েছে। আমাদের সাথেই থেকো, আপু। আরো অনেক অনেক গান শুনবার অপেক্ষায় রইলাম।
অনেক অনেক ধন্যবাদ প্রিয় সাবিনা আপা। আপনার অনুপ্রেরণাতেই এই সাইট এ আসা। খুব ভাল লাগছে এই ব্লগে এসে। আরও গান নিয়ে আসব ভবিষ্যতে। অনেক ভালবাসা রইল।
খুব খুব খু-ব-ই ভাল লেগেছে।
শেয়ার করলাম।
প্লেলিস্টেও নিলাম।
মাঝে মাঝে শোনা হবে এখন থেকে...
🙂 🙂 🙂 🙂 🙂
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমার গান এতটা ভাল লেগেছে জেনে খুব ভাল লাগছে। দোয়া করবেন যেন আরও সুন্দর গান উপহার দিতে পারি।
I am also a singer.
Can we meet-once you are at home/Dhaka?
May be-we can sing together------- Mora r jonome-hongsho-mithun cilam.............do you know this song?
Best Regards for you & your Husband(If any).
Aynul vi
Master Mariner(U.K).
Often goes to USA-- by ship.