ভালবাসার আহবান

শেষ বিকেলের আলোয় রাঙা, মধ্য গগন জুড়ে,

সূর্য ডোবে সূর্য ওঠে, আকাশখানি ফুঁড়ে ।

সেই বিকেলের আবছা আলোয় ,আঁধারখানাই বাড়ে,

সূর্য-দেবু! হাসোনা ভাই! একটু দেখি তারে?

 

তারে দেখে দিন কাটে মোর, তার চোখেতেই রাত,

তারে বিনে হয় নাকো ভোর, হয় নাকো প্রভাত।

আমি জানি । আমি বাসি! সেও কি তা জানে?

“ভালবাসায় নজর লাগে” এই কথা কি মানে?

 

লাগলে লাগুক নজর আমার, ভয় পেওনা তাই,

হাজার বছর, হাজার জীবন, চোখগুলো মোর চাই ।

কাজলমাখা ওই আঁখিতে,কি মায়া যে মাখো?

কি জাদুতে আমার হৃদয়, আটকে তুমি রাখো ।

 

হৃদয়দেবী সারা জীবন, হৃদয়টারে রেখো,

সজল চোখও কান্না ভুলে, হাসবে তখন দেখো!

শুদ্ধ সবল অক্সিজেনে ভরিয়ে রেখো তাকে,

থেমে থেমে খুঁজো আমায়, জীবন পথের বাঁকে।।

৬৬৯ বার দেখা হয়েছে

৪ টি মন্তব্য : “ভালবাসার আহবান”

  1. রাজীব (১৯৯০-১৯৯৬)

    May be you are well established poet but do you reconsider your style, words of poetry again.
    Farhad don't get dishearted with my words.
    But i'm telling you the truth. If You want to be backbencher or mediocre then carry on as you are.
    People don't say the truth most of the time use sugar coating.
    I'm sorry that couldn't help with that.
    But if you don't like my comment then let me know. I'll refrain myself. Thanks.


    এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।