কথা ছিল তোমায় নিয়ে আকাশ দেখবো,
তোমার হৃদয়ের মতো সুবিশাল,
আকাশ; শরতের আকাশ।
পেজা তুলোর মতো সাদা মেঘগুলো দেখে,
তোমারও উড়তে ইচ্ছে হবে,
আমার হাত ধরে বলবে-চলোনা উড়ে যাই ওই দূর দিগন্তে;
কথা ছিল তোমায় নিয়ে উঠবো ওই পর্বতের চূড়ায়,
যেখানে শব্দহীন-কোলাহল আন্দোলিত করবে মন-প্রান!
ঠিক আকাশের কাছাকাছি-
সেখানকার নিষ্ঠুর নিস্তব্ধতা তোমার ভাঙতে ইচ্ছে হবে,
কারনে অকারনে চিৎকার করে উঠবে,
মৃত্যুর মতো ভয়ংকর সৌন্দর্য দেখে-
ফিসফিস করে বলবে- “চলো মরে যাই।”
কথা ছিল দুজনে হাত ধরে সমুদ্র দেখবো
যে সমুদ্রের গভীরতা,
লজ্জা পেয়ে ফিরে যায় তোমার চোখের গভীরতা মেপে,
সেই সুনীল সমুদ্র-দেখে তোমার ছুতে যেতে ইচ্ছে হবে।
শত সহস্র ঢেউ এসে ভিজিয়ে দেবে তোমায়,
জলে ভিজে লেপটে যাবে তোমার শাড়ি-
লজ্জায় রাঙা হয়ে উঠবে তুমি;
বলবে- “ছাই! থাকবো না এই ছন্নছাড়া সমুদ্রে।”
****************
অনেকদিন হয়ে গেলসমুদ্রের কাছে যাই না,
ঢেউয়ের আনাগোনা আমার ভাল লাগে না,
আকাশ দেখতে ইচ্ছে করে না-
পর্বতশৃঙ্গের নিস্তব্ধতা,অসহ্য ঠেকে-
এখন শুধু বৃষ্টিতে ভিজি,
সেই ভাল!
অম্বরবৃষ্টির সাথে ধুয়ে যায় আমার অশ্রু-বৃষ্টি।
রিমঝিম শব্দে ঢেকে যায় আমার মর্ম-চিৎকার।
এতো স্বার্থপর কেন তুমি?
একা একাই চলে গেলে আকাশ দেখতে?
কথা না ছিলো আমাদের?
দুজনে একসাথে আকাশ দেখবো…
বিষণ্ন কবিতা 🙁
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
হু... 🙁
এক জীবনে কতটা আর নষ্ট হবে?
কথা ছিলো ...............
কথা থেকেই যায়
🙁 (সম্পাদিত)
মোহাইমেন ভাই আপনার সাথে বোধহয় মিলেই গেল! 😉 😉
এক জীবনে কতটা আর নষ্ট হবে?