দুঃখ পেয়ে তোমার দুচোখ অস্রুসিক্ত হলে,
পাশে গিয়ে আমি দাঁড়াতে পারিনা শুধু ভালবাসি বলে।
তোমার চোখে রাখতে পারিনা আমারও সজল চোখ
বলতে পারিনা কেঁদোনা বন্ধু যতই কষ্ট হোক
শুধু ভালবাসি বলে আজ কতদিন হয়ে গেল আমি হাসিনি,
ভালবাসি বলে ম্যাচটা জিতেও আনন্দে আমি ভাসিনি
ভালবাসি বলে চায়ের স্বাদটা কখনো বিস্বাদ হয়নি,
মেঘে ঢেকে গেলেও আকাশ কখনও গোমড়া মুখেতে রয়নি।
ভালবাসি বলে রবীন্দ্রনাথ আমার আপন হয়েছে,
গভীর রাতে সুবীর নন্দী কানে কানে গান গেয়েছে
ভালবাসি বলে কারন ছাড়াই শুধু শুধু আমি হেসেছি,
সবকিছু দেখে বুঝেছি অন্তে তোমাকেই ভালো বেসেছি।
ভালবাসি বলে “শুধু ভালবাসি” কখনো তোমাকে বলিনি
চুপি চুপি কভু তোমার পেছনে ফুল নিয়ে আমি চলিনি
দেবুবাবু হয়ে দাঁড়ি গোঁফে ঢেকে হুক্কা টানতে যাইনি,
“ভালবাসি” নাকি “ভালবাসি না” বুঝতে কখনো পাইনি।
করতে পারিনি সকলে যা করে ভালবাসার প্রমানে,
তবুও জেনো শুধু তোমাকেই আমি ভালবাসি মনে প্রানে
আমার কথাতে হতাশায় ভেঙে যেও নাক তুমি চলে,
পিছুডেকে আমি ফেরাব না জেনো, শুধু ভালবাসি বলে……
-ফরহাদ মাহমুদ
এটা একটা গান ও হতে পারে…কেউ ইচ্ছে করলে সুর দিতে পারেন… রেকর্ড করে আমাকে এক কপি পাঁঠিয়ে দিয়েন। হা হা হা…
পড়তে পড়তে মনেই হচ্ছিলো, কথাগুলোকে সুর দিলে ভালোই শোনাবা।
শেষে এসে দেখি, তুমিও গানের সম্ভাবনা মাথায় রেখেই লিখেছো।
সুরারোপ করার কথা ভাবলে আমি শেষ ৮ লাইন রাখতে চাইবোনা।
আর স্থায়ী-তে
-- এ লাইনটা অবশ্যই রাখতাম।
ধন্যবাদ ভাইয়া সুন্দর পর্যালোচনার জন্য,
আর হ্যাঁ আমি গানের কথা মাথায় রেখে লিখিনি... এমনি লিখেছিলাম।
পরে পড়ে মনে হয়েছে গান হলে হতেও পারে 🙂
ভাল থাকবেন
এক জীবনে কতটা আর নষ্ট হবে?
"তোমাকেই যেন ভালোবাসিয়াছি, শতরূপে শতবার,
জনমে জনমে যুগে যুগে অনিবার।"
এই ভালোবাসা নিয়ে কবিতা লেখা চলেছে, চলছে, চলবেই .....
তোমার কবিতাটি সুন্দর হয়েছে ফরহাদ।
ধন্যবাদ ভাইয়া।
হ্যাঁ ভালবাসার কবিতাই তো ভালবাসার অনুপ্রেরণা!
এক জীবনে কতটা আর নষ্ট হবে?
বাহ! পিচ্চি ফরহাদ দেখি এখন বড় হয়ে গেছে। কবিতাটা আসলেই ভালো লাগলো। আশা করি গানটাও ভালো লাগবে।
:thumbup:
মোহাইমেন ভাই!!!!!! আপনিও আছেন????
ভাই লজ্জা পাইলাম :shy: :shy: :shy: :shy:
ভাই হাতি পিঁপড়া সিরিজ শুরু করেন। আমরা আসি।
এক জীবনে কতটা আর নষ্ট হবে?
ফেসবুকে একটা পেজ আছে "হাতি-পিঁপড়া ফিরে এলো" ওখানে যা, বেশ কয়েকটা পাবি ।