ভালবাসার শব্দ

একটা কবিতা লিখব বলে
কলম ধরেছি
গড়াই পাড়ের এক দামাল
ছেলের কথা বলব বলে
রাত জ়েগে আছি
ছেলেটি পান্থজনের
প্রানান্তর মিছিলের সর্বাগ্রে ছিল
যে মিছিলে প্রান দিয়েছিল
সোহরাব মাস্টারের ছোট্ট মেয়েটি
অস্ফুট নিঃশ্বাসে বাবা’কে, মা’কে ডেকেছিল
শস্যের রঙে, ঢেঁকির শব্দে
তাকে আগলে রাখতে।

একটা পদ্দ্য লিখব বলে
পথে নেমেছি
একদল ক্ষুধার্থ শিশুর কথা
জানাব বলে শব্দ খুঁজছি
যে শব্দগুলো তার মা’কে
অবধারিত প্রান্তর থেকে ফিরিয়ে
এনে চোখের জল মুছে দেবে
কাজল পরিয়ে দিয়ে
ভালবাসাহীন কামাদ্দীপ্তের
থাবা থমকে দেবে
মা’কে শৃংখলমুক্ত করে
ভেজা চুল এলিয়ে
উনুনের গন্ধে
উঠোনে রোদ পোয়াতে দেখতে চাইবে।

একটা পংত্তির খোঁজে
বিক্ষিপ্ত ছোটাছুটি করছি
যা তোমার ঢেউয়ের সাগরে
ঝড় তুলে
ঝরণা বইয়ে দেবে
অদম্য হাওয়া এসে
ভাষিয়ে নিয়ে যাবে মাঝসাগরে
শহরের বাতিঘরগুলো
ঝাপসা হয়ে আসবে
তোমার নোনা আঘ্রানে
আমার কন্ঠ থেকে
শব্দ বেরিয়ে যাবে –
ভালবাসার শব্দ।

বানান গুলো ঠিক হলো’তো?

৮৯৩ বার দেখা হয়েছে

১১ টি মন্তব্য : “ভালবাসার শব্দ”

  1. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    শেষের বোল্ড লাইনটা তো ছন্দে মিললো না ইকরাম!! নাকি ওইটা কবিতার ট্যাগ লাইন!! ~x( নাহ্‌ ক্লাবের তিনতলায় না গেলে মাথা খুলবো না, কবিতাটাও বুঝবো না মনে হচ্ছে........... ;;;


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন

মওন্তব্য করুন : আব্দুল্লাহ্‌ আল ইমরান (৯৩-৯৯)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।