সকাল যখন মুচকি হেসে..
ছড়িয়ে আলো চারদিকে..
চোখের উপর আস্তে বসে..
ডাকে আমায় তার দিকে..
তন্দ্রা তখন দৌড়ে পালায়
হুড়মুড়িয়ে তার ছোটা..
ঝকমকানো মুক্তো দেখি
আসলে পানির ফোটা!!
শিশির ঝরা পাতার পানে
চেয়ে আমার মন নাচে…
আল্লাহ তুমি অনেক মহান
শুকরিয়া তোমার কাছে..
1st
মেডেল্টা লইয়া যাইস.. 😀
তুই তো দিনে দিনে ভস কবি হয়ে যাচ্ছিস রে... :clap:
বেশ বেশ... :thumbup:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
অনেক কথা বলতে চাইসিলাম..বল্লাম্না.... :(( :((
কবীর ভাই,আপনাকে কি ছোট করব?? :grr: :grr: ;;; ;;;
নাহ,ছোট করেই ফেলি,
অনেক অনেক ধন্যবাদ জুনায়েদ ভাই... 😀 😀
ব্যাটা, ছোট করতে চাস- মাসরুফরে কর...তৌফিক রে কর...আমারে করস কেন???? x-(
তোদের না পরীক্ষা চলছিল??? শেষ?? নাকি পরীক্ষা বলেই সাহিত্য আসতেছে??? :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
এক্কেরে ঠিক ধর্ছেন..
পরীক্ষা বলেই সাহিত্য আসতেসে.. :(( :((
প্রিপারেশন খারাপ বলেই মে বি ইসলামী সাহিত্য আসতেসে.. :(( :((
এক্কেবারে কলেজের মতন... :thumbup: ;;;
সাধে কি আর লোকে কয়...ওয়ান্স আ ক্যাডেট... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
তাইলে দোয়া করেন আজীবন যেন পরীক্ষায় প্রিপারেশন খারাপ থাকে.. B-) :grr: B-) :grr: B-) :grr:
সকালে জাগলে আসলেও খুব ভাল লাগে, কোমল প্রকৃতিতে ফুরফুরে হয়ে যায় মনটা।
ভোর বিহানে জগতটাতে
কত্তো কিছু আছে, দেখার
ঘুমকাতর এই অলস দেহ
জানেওনা কী বাকি, শেখার।
সুন্দর ছবি। ব্লগ আর প্রফাইল- দুটোই।
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
কন্কি!! 😮 😮 😮
:no: :no:
:(( :((
কিরে তোর প্রোফাইল পিক্স তো কিছুক্ষণ আগেও অন্য একটা ছিল??? 😡
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
কইছে আন্নেরে.. 😛
আইডি চাইয়া বইসেননা আবার!!! 😛
ধরা খামু জাইনাও না দিয়া পার্লাম্না. x-( x-( x-( x-( x-( x-( x-( x-( x-( x-( x-( x-(
ভাল ছিল ।
তুই তো আসলেই
পরের্বারার অবকাশ থাকবে না.. 😉
অনেক ধন্যবাদ আদনান ভাই.. 😀 😀
ফুয়াদ- কবিতা এবং ছবি দুইটাই দারুন হয়েছে। :clap: :clap:
কিপ ইট আপ ব্রো। :thumbup: :thumbup:
নেকস্ট টাইম ছবি আপ করার জন্য সংশ্লিষ্ট সাইটকে জানিয়ে দিলাম.. 😀 😀
কবিতা আপ করার চেষ্টা করব 😉 😉
তানভীর ভাই অনেক ধন্যবাদ.... 🙂 🙂
ফুয়াদ কবিতা দিসে!!! অনেক সুন্দর হইসে, অনেক সুন্দর। 🙂
😛
ফুয়াদ ভাই, চ্রম প্রীত হুইলাম কবিতা পাঠ করিয়া... লন এক কাপ চা খান 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
অন্যখানে মিষ্টি-টিষ্টি খাওয়াই আমারে খালি চা?বলি তোর ব্যবসাটা দাড় করাইসিলো কে?? 😡 😡 😡
বেডটির জন্য থ্যাংকস... 😀 😀
ওরে দুই আঁটি ঘাসপাতা এনে দেরে রকিব, খুশি হবে। :-B
আমি ঘাসপাতা খাইনা.... x-( x-(
ওইগুলা তোর বান্ধা গরুর জন্য রেখে দে.. রকিব..সামিয়ার জন্য জলদি দুই আটি ঘাস উইথ বিট লবন.. :grr: :grr: :grr:
😕 😕 আসলে বুঝতেছি না ঘাস-পাতার বিলটা কার নামে করবো, সামিয়াপ্পু নাকী ফুয়াদ ভাই ??? :(( :((
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
এইরকম ছোট মনমানসিকতা নিয়া তুই মিলিওনার হবি!!বোনের গরুটারে দুটা ঘাসপাতা খাওয়াবি তাতেও বিল!! 😡 😡
স্যাম,বিলের টাকাটা ছুড়ে মারতো ওর মুখে.. :grr: :grr: :grr:
না মানে দোকান তো আপনার নামে... আমি নিতান্তি গোবেচারা কর্মচারী 🙁 🙁
তারপরো তো চুরি কইরা মাঝে মাঝেই সিসিবিতে চা পার্টি দেই 😀 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
দিসস দিসস..আর দিবি না..
এরপর থেইকা চা লাগলে সানা ভাইর অফিসের থেইকা উনার নামে ইস্যু কইরা নিয়া আসবি.. :guitar: :ahem: :party: :grr:
দুজনের জন্যই রইলো চা 😀 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
কালকে পরীক্ষা তুই ব্লগে বইসা বইসা চা দোকান চালাস?? ভাগ, পড়তে বস। তোর তো আমার মত ফেল করলে হবে না :grr:
তোর মত ফেল মানে কি এ+ না পাইলে ফেল?? :-B :-B
দুইজনের নামেই ইস্যু কর । এইটা আবার জিগ্যায় । 😡
:khekz: :khekz: :khekz:
:khekz: :khekz: :khekz: :khekz:
:khekz: :khekz: :khekz: :khekz:
:khekz: :khekz:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
তেরটা দিয়ালাইছেন.. :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz:
ছবিটা তো ফাটাফাটি, তুমি তুলছ নাকি? 🙂
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
কি মনে হয়? :grr: :grr: :grr:
সকালের কবিতা চরম সুন্দর হইছে ...
শেষ লাইনের 'আল্লাহ-বিল্লাহ'ও 😉
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
শেষ দুই লাইনের ;;; ;;; ;;; ;;; ;;;
বসন্ত যে এসেছে, সেটা যে ফুয়াদের মনেও লেগেছে , সেটা বোঝা যাচ্ছে ;;;
সাতেও নাই, পাঁচেও নাই
সবর্দা স্যাঁতস্যাঁতে বর্ষাকে হৃদয়ে ধারন করায় তোর ব্যাঞ্চাই.. :grr: :grr:
ভেজা ভেজা সুখের মর্ম যদি বুঝতি... ;;;
সাতেও নাই, পাঁচেও নাই
😮 😮 😕 😐 🙁 :no: :((
অশ্লীল...অশ্লীল... x-(
চ্রম অশ্লীল 😡
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
......ফুয়াদ, আমি আসলেই ভাবি :-B
তোদের ব্যাচটা গড়া কার
একএকজন মহা ছড়াকার
............আসলেই তুই ভস কবি :hatsoff:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
টিটো নাকি ??
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
বিশাল বড় ভস আমি B-)
ছড়া লিখেই কবি হলাম :no:
টিটো ভাইর প্রশংসাতে ;;)
এক্কবারে গলে গেলাম :shy: :shy:
মারহাবা!
সবই হজুরের কৃপা.. :boss:
আমি অনেক আগেই কইছিলাম এই বইন্ন পোলাটা একটা........., না থাক 😀
সিসিবি সমাবেশ টা কি আর লিখবিনা? x-( x-(
সংসারে প্রবল বৈরাগ্য!
নায়কের পার্ট করবার চান??তাইলে লিখুম... :grr: :grr:
এইটা এড়ায়ে গেল কেমনে 😮
যাই হোক ছবিটা দারুন :thumbup: আর লেখাটাও ...... 😉
মানুষ তার স্বপ্নের সমান বড়
;;; :)) :)) :)) 😛 😛
দারুন একটা ছবি :thumbup: । আসলেই মুক্তার মতো লাগছে। ছড়াও ভাল হয়েছে। চমৎকার কম্বিনেশন ফুয়াদ :clap:
অনেক অনেক ধন্যবাদ রহমান ভাই... 😀 😀 😀
আমি প্রথমে কবিতা পড়ার সময় 'ছবি'টা মিস কইরা গেসিলাম...
সবার কমেন্ট পড়তে গিয়া 'ছবি'র এতো প্রশংসা দেইখা একমাত্র বন্য'র নতুন আপলোড করা প্রোফাইল ছবিটার কথাই মনে পড়তেসিল :-/ ...আসলেই সিসিবির 'পরিবেশ' নিয়া চিন্তায় পইড়া গেসিলাম ~x(
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"