দংশিত

শুক্রবারে দুহাত ভরে
সওয়াব পাবার আশায়,
নানান-রকম প্রস্তুতিতে
সকাল থেকেই বাসায়।

আযান শুনেই বের হয়ে যাই
নেইকো দেরী লেশ,
আতরমাখা পান্জাবীতে
দেখায় আমায় বেশ।

রাস্তামাঝে তসবীহ্ জপে
এগিয়ে যখন যাই,
ক্ষুধায় আঁকা অনেকগুলো
চোখের দেখা পাই।

বিরক্তিতে কুঁচকে কপাল
প্রকাশ করি রাগ,
যেই কপালে আছে আমার
নামায পড়ার দাগ ।

হতচ্ছাড়া গরীব ফকির
এক্কেবারেই গাধা,
পূণ্যকাজের যাত্রাপথে
দেয় কি কেউ বাধা??

ভাবনাতে মোর দোষ কিছু নাই
আমি ভালই ছেলে,
বিবেক আমার ঘুমিয়ে যায়
সময় সুযোগ পেলে।

ঘুমন্ত ওই বিবেক নিয়ে
করব কি আর বল,
ভালই আছি,যন্ত্রনা নেই
দেখবি যদি চল।

ও মন শুধু শুধাই তোরে,
হাজার রকম মানুষ-ভীড়ে,
যেমন আছিস তেমনই থাক
হাওয়া রাখিস পালে,
খেয়াল রাখিস শুধু আমার
অবস্থা পাল্টালে।

ওইখানেতে থাকবে যখন
আমার বোন বা মেয়ে,
ঘুমন্ত ওই দুচোখ মেলে
একটু দেখিস চেয়ে ।

১,৩৩৭ বার দেখা হয়েছে

১৭ টি মন্তব্য : “দংশিত”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।