২টার সময় ক্লাস! আর মাত্র ২৫ মিনিট বাকি। এখান থেকে রিফাতের ক্লাসে যেতে সর্বোচ্চ ৫-৬ মিনিট লাগবে!! গতবার Attendance এর জন্য বিশাল বাঁশ খাওয়া লাগছে! তাই এইটা নিয়ে সে ব্যাপক সিরিয়াস। এই গরমের মধ্যেও একটা সিগারেট ধরাল রিফাত। একটা জিনিস ও এখনো বুঝে না, সিগারেট ধরালেই কেন দুনিয়ার যত স্মোকার ফ্রেন্ড আছে সবার সাথে দেখা হওয়া শুরু হয়! এই যেমন এখন হাসানের সাথে দেখা হয়ে গেল! পুরা সিগারেট টা ও আর টানতে পারবে না! আর ও গল্প শুরু করলে আধা ঘন্টা জীবন থেকে নাই হয়ে যাবে! এর চাইতে ক্লাসে গিয়ে এসি তে শরীর ঠান্ডা করলেও হয়। জোরে জোরে সিগারেটে টান দিয়ে ও হাসানের কাছে এগিয়ে গিয়ে বলল, “দোস্ত, ভাল আছিস!!?? 😀 নে বিড়ি খা! আমি গেলাম। ক্লাস আছে!!!” কথার উত্তরের অপেক্ষা না করেই সে হাটা দিল CB-র দিকে।
আর ১৫ মিনিট বাকি। রিফাত এখন CB-র সামনে। সামনের সিড়ি টা তার কাছে মাউন্ট এভারেস্টের চেয়েও উঁচু মনে হয় ! মনে মনে এই বিল্ডিং-এর আর্কিটেক্টকে বলে, “STUPID ARCHITECT!” ধীরে ধীরে রিফাত তার কল্পিত মাউন্ট এভারেস্টের চুড়ায় উঠা শুরু করে। ওর কেন জানি মনে হচ্ছে কিছুক্ষনের মধ্যেই তার বিরক্তি শেষ সীমায় পৌঁছে যাবে এবং সেটা হবে লিফটে উঠার আগেই। মাথার ভিতরে আবার এই বিরক্তি নিয়ে জোক্সের তোলপাড় শুরু হয়ে গেছে!!! হঠাত মনে হল কে জানি বলল, “BEST OF LUCK!!” না আসলেই কেউ একজন বলছে। সিড়ি তে অনেক পোলাপান বসে আছে! যে বলছে সে একটা মেয়ে। সে রিফাতকে বলে নাই। বলছে তার পাশে বসা একটা ছেলেকে। মনে হয় প্রসেস চালাইতেছে!! পাশে বসা ছেলেটার দিকে তেলতেলে একটা দৃষ্টি দিয়ে সে তাকিয়ে আছে! ছেলেটাও ব্যাপক চাপাবাজি চালাইতেছে সেটা বুঝাই যাইতেছে! জীবনের বড় ভুলটা মনে হয় রিফাত করে ফেলছে ওই দিকে তাকায়! দেখার পর একটা জিনিসই মনে হলো ওর, “ROMANCE DISASTER!!” ততক্ষনে মাউন্ট এভারেস্ট জয়ের এবং চুড়ান্ত বিরক্তির অপেক্ষায় সে একপ্রকার হ্যাং খাওয়া অবস্থায় পকেট থেকে মোবাইল বের করা শুরু করল। একটাই আশা, বিরক্তির সম্মুখীন হতে চায় না!!
Menu>Applications>Installed Applications>TTPod
Opening…..
সামনে তাকাল রিফাত। তাকানোর সাথে সাথে গলা থেকে অটোমেটিক বেরিয়ে আসল, “হক মাওলা!” কারন CB-র লিফটের লাইন এত বড় সে এই দুই বছরে কখনোই দেখে নাই!!! আপাতত গান শোনা ছাড়া আর কিছুই করার নাই!!
Slide to unlock>TTPod> Song Categories> Folder> Iron Maiden……
একটা লিফট নিচে নেমে আসছে। শব্দ পেয়ে সামনে এগিয়ে গেল সে। দরজা খুলে গেল। যেই ভয়টা পেয়েছিল, তাই ঘটল!!! তার সামনে দিয়ে গটগট করে লিফট দিয়ে বের হয়ে গেল নিশাত! নিশাতের বের হতে দেরী, রিফাতের বিরক্ত হতে দেরী নাই। এত বিরক্তির মাঝেও রিফাতের ঠোটের কোণে যুদ্ধজয়ের হাসি ফুটে উঠে। নিশাতের উপর ওর এত বিরক্তির কারন এই নয় যে ও রিফাতের এক্স…কারন একটাই ওর নতুন BF ছাগল কেন!!?? :O
আর মাত্র ১০ মিনিট আছে। নিশাত মনে হয় লাঞ্চ করতে গেছে ওর BF এর সাথে। ছাগল ঘাস খাবে আর সে খাবে চিকেন রোল। লিফট মিস খয়ে গেছে। শালার এত মানুষ কেন??? :@ :@ এম্নিতেই ব্যাপক বিরক্ত! তার উপর আবার এই লাইন। টাইম নাই। ক্লাসও আছে! কারও উপর রাগ ঝাড়া দরকার! যারে দেখে বিরক্ত তার উপরেই রাগ ঝাড়বে নাকি চিন্তা করল রিফাত। যাবে নাকি সিনামনের নিচে। গিয়ে একটা সিগারেট খেয়ে আসলেও হয়। রিফাত বিরক্ত হয়, আর নিশাত অসস্তিতে ভুগে! এটা রিফাত ভালমতই জানে। তাই ইচ্ছা করেই তার সামনে দিয়ে মাঝে মাঝে ঘুরে আসে রিফাত। আর মুখে লেগে থাকে পিত্তি জ্বালানো একটা হাসি! যাবে, নাকি যাবে না!!??
রিফাত এখন ব্যাপক CONFUSED। উল্টা ঘুরে হাটা শুরু করল রিফাত।
Slide to Unlock> No More Lies [Duration 7.11 min]
এই গানটা মাথায় ভালমত ঢুকে গেছে, বের করার একটাই উপায়! ৫০ বার শুনা লাগবে!! ৫ মিনিট বাকি ক্লাস শুরু হতে।
[0.01 mins]
.♪ ♫ ♪ ♫ – SOLO – ♪ ♫ ♪ ♫
———————————————————————————————————————————————–
[1.08 min]
♪ ♫ ♪ ♫ There’s a darkening sky before me.
There’s no time to prepare.
Salvage a lost horizon
But no regrets from me.
Maybe i’ll be back some other day. (some other day)
To live again, just who can say.
In what shape or form that i might be.
Just another chance for me.♪ ♫ ♪ ♫
“কি খবর নিশাত?”
চমকে পিছনে ফিরে তাকাল নিশাত। দায়সারা ভঙ্গিতে বলল, ভাল! বলেই একটু সাইডে চেপে দাড়াল সে।
“থ্যাঙ্কস! মামা, ৪টা চিকেন রোল দেন।”
নিশাত ওর দিকে তাকিয়ে বলে, “তুমি ৪টা খাবা!!?? :O”
“হুম!! তোমার ড্রেস আপের যে অবস্থা করে রাখছো…ঠিক থাকলে তোমাকেও খাওয়াইতাম! গত সেমিস্টারেও তো ঠিক ছিলা! এই সেমিস্টার থেকে এত ‘সেক্সী শীলা’ হওয়ার শখ জাগছে কেন??” 😐
“HUH!! I DON’T CARE WHAT YOU THINK OF ME!!” :@ :@
“হা হা হা হা! You know…I’m always a ‘worshiper of Cuteness’!” বলেই চিকেন রোলের উপর বিশাল একটা কামড় বসাল রিফাত।
“are you kidding!!?? এসব বলার জন্য এখানে আসছ ক্লাস বাদ দিয়ে!! ক্লাসে যাও!! ক্লাসে যাও!!!”
“না। খিদা লাগছে। আর আমি ঘাস খাই না, চিকেন রোল খাই!! আমি এখন ৪ টা রোল এখানে দাঁড়ায় দাঁড়ায় তোমার সামনে খাবো!”
“YOU ARE INSANE!!”
“৪টা রোল খাইলেই মানুষ পাগল হয় না! তবে মহাখাদক বলতে পার!! এখানেও আমার আপত্তি আছে!! বলতে পারবা না!!!”
[1.51min]
.♪ ♫ ♪ ♫ A hurried time, no disgrace,
instead of racing to conclusion,
wishing all my life away,
no-one can stop me now.
Time is up, it couldn’t last,
but there’s more things i’d like to do,
i’m coming back,
to try again,
some day maybe i’ll wait till then…
No More Lies x 8 .♪ ♫ ♪ ♫
এর মধ্যে ছাগলা টা এসে পরছে। রিফাতকে দেখে সে মোটামুটি ভ্যাবাচ্যাকা খেল। দাঁড়িয়ে দাঁড়িয়ে রিফাত তাদের আহ্লাদি দেখছে আর রোল খাচ্ছে!
[2.41min]
.♪ ♫ ♪ ♫They’re all sitting at my table.
Talking tall and drinking wine.
Their time is up just like me
but They just don’t know it yet.
So just a word of warning
When you’re in your deepest dreams.
There’s nothing you can hide from.
I’ve got my eye on you.
The clock is fast. The hour is near.
Eventful past is everclear.
My life is set. The time is here.
I think i’m coming home…
No More Lies x 8 .♪ ♫ ♪ ♫
হঠাত করে নিশাত বলল, তুমি কি আর কিছু বলবা??
রিফাতের মুখে তখন খাবার ভরা। মাথা নেড়ে হ্যা সূচক উত্তর দিল!
আর খেতে পারতেছে না রিফাত। শেষ পর্যন্ত ২ টা রোল সে ব্যাক করে দিল। আর কোক নিল দুইটা। একটা বোতল নিশাতের হাতে দিয়ে বলল, “ছাগল ঘাসের জুস খায়! কোক না! এখানে নাই!!! কোক খাওয়ায় তার পেট খারাপ করার কোন ইচ্ছা আমার নাই!!! আর তোমার বয়ফ্রেন্ডকে এখান থেকে ৫ মিনিটের জন্য সরতে বল!”
নিশাত অধৈর্য হয়ে বলল, “তারাতারি যা বলবা বলে ভাগ!!”
“এত চেচাস কেন বেটি!!?? একটা থাবড়া দিব ধইরা!!”
এটা শুনে নিশাত পুরা স্তব্ধ হয়ে যায়। তারপর সে তার ছাগলাটার কানে কানে কি জানি বলে আর ছাগলাটা ব্যা ব্যা করতে করতে সেইদিকে চলে যায়।
[3.49 mins]
.♪ ♫ ♪ ♫ – SOLO – ♪ ♫ ♪ ♫
কিছুক্ষণ তারা একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকে! নিশাতের চোখে ঘৃণা আর রিফাতের চোখে বিরক্তি!!!
ব্যাপারটা অসস্তি ধরায় রিফাতের মধ্যে।
নিশাত আবারো বলে, তাড়াতাড়ি বল! আমার ক্লাস আছে।
রিফাত এবার সম্ভিত ফিরে পায়। সাথে সাথে সে উচ্চস্বরে হাসা শুরু করে!! তারপর হঠাত হাসি বন্ধ করে বলে, কিছুই না! প্যারা দিলাম! কোক খাও!!!
নিশাত এবার সত্যি সত্যি খেপে যায়। এবং কোকের বোতল টা ঢিল মেরে একদিকে ফেলে দিয়ে গট গট করে অন্যদিকে হাটা শুরু করে!!
[5.49 mins]
♪ ♫ ♪ ♫ A hurried time, no disgrace,
instead of racing to conclusion,
wishing all your life away,
no-one can stop me now.
Time is up, it couldn’t last,
but there’s more things i have to do,
i’m coming back,
to try again,
don’t tell me that this is the end…
No More Lies x 11 ♪ ♫ ♪ ♫
পকেট থেকে মোবাইলটা বের করে নিশাতের নাম্বার টা বের করল রিফাত। একটা টেক্সট করল ও নিশাতকে।
“You looks like a shit in this dress!! CHANGE YOUR OUTFIT!” :@
———————————————————————————————————————————————–
[6.49 mins]
♪ ♫ ♪ ♫ – solo – ♪ ♫ ♪ ♫
ক্লাসের সামনে এসে দাড়ালো রিফাত। যাদের যাদের লিফটের সামনে দেখে এসেছিল তারাও এখন ক্লাসে ঢুকতেছে। শালার নিচে থাকলেও হতো। আরাম করে লিফটে আসা যেত। কি আর করার, আগে আসতে গিয়েও ২ মিনিট লেট। ক্লাসে ঢুকল। একবারে সামনে আর পিছের দিকের কিছু সিট ফাকা আছে। পিছের দিকে যেতে যেতে সিড়ি দিয়ে উঠার সময়কার কল্পনায় আসা নিশাতের সাথে কথাগুলো মনে পড়ল। সাথে সাথে আবার তার ঠোটের কোণে সেই পিত্তি জ্বালানো হাসি ফিরে এলো। SOMETIME ITS BETTER TO SIT BACK AND ENJOY THE SHOW AND KEEP YOUR MOUTH SHUT!!…|-____-|
স্যার মনে হয় জিনিসটা বুঝলেন এবং বসার সাথে সাথেই বললেন, “রিফাত, সামনে এসে বস। অনেক সিট ফাকা আছে!! এত কষ্ট করে পেছনে বসতে হবে না!”
গান টা ততক্ষণে আবার Repeat করা শুরু হইছে। Chorus part টা— No more lies………..;)
Track: No More Lies
Artist: Iron Maiden
Album: Dance of Death
Link: http://youtu.be/RLxIE9IQOJs