ছন্দজট

যানজটে প্রাণ যায়
জানে জট লাগে হায়
তেল সব জ্যামে খায়
নেয় না তো কেউ দায়

জট লাগে চাকাতে
রাজধানী ঢাকাতে
ক্ষোভে-রাগে ফুঁসে সব
হকাররা করে রব

এভাবেই চলছে
মনখানা মরছে
মুক্তি কবে হবে
এই ভেবে মরে সবে

মুক্তির দিন শেষ
চিন্তায় পাকে কেশ
কার কাছে করি পেশ
দেখবে কে এই দেশ

দেশ নিয়ে ভাবে যে
এই যুগে বোকা সে
সব ভাবা বাদ দে
লুটেপুটে খেয়ে লে!!

৩৯১ বার দেখা হয়েছে

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।