মেরেই যাবে? মরেই যাবে?

মানব সভ্যতায় মানুষের হাতে মানুষ হত্যা; সে হোক ধনে, মানে, প্রানে, সচেতনে বা অবচেতনে, সভ্যতার সমপরিমান প্রাচীনত্বের দাবীদার। তবে কালে কালে এর ধরন, প্রকাশ ও ভংগী বদলেছে। এই যে যেমন আজকাল এক নারী ডেকে নিয়ে যায় আরেক নারীকে শ্বাপদে ভরা অন্ধকূপে। এই যে যেমন বন্ধু ডেকে নিয়ে ছাদে ওঠায় আরেক বন্ধুকে- অনেক উপর থেকে ফেলে দেবে বলে। ছাত্র বই ছেড়ে ধরা অস্ত্রে কেড়ে নেয় আরেক ছাত্রের জ্ঞানের দ্যুতি। এক সাংবাদিক হত্যার বিচার চাইতে গিয়ে আরেক সাংবাদিকের হাতে লাঞ্চিত হয় অন্য কোন সাংবাদিক। মহান কোন মুক্তিযোদ্ধার আদরের কন্যা ঘর বাধে কোন এক রাজাকার সন্তানের হাত ধরে, স্বাধীনতার পক্ষ বিপক্ষের কোষ মিলেমিশে একাকার হয়ে জন্ম দেয় অদ্ভূত এক উত্তরপুরুষের। চিকিতসকের অবহেলায় চিকিতসক মরে যায়, প্রকৌশলীর বালির স্তূপে চাপা পরে আরেক প্রকৌশলী বা তার অতি আপন কোন জন। নকলবাজ, তোষামোদবাজ কোন শিক্ষকের অখন্ড নির্লজ্জতায় বিলীন হয়ে যায় আরেক শিক্ষকের দিনান্ত সাধনা। এই যে যেমন অন্তঃসারহীন শ্লোগানে হারিয়ে যায় কালজয়ী কবিতা, কী বোর্ডের হাই পিচে হারমোনিয়ামের মোলায়েম লয়; গুলির কাছে মার্বেল, রত্নের কাছে ফুল, চুড়ির কাছে হাত, চুমোর কাছে দৃষ্টি, খুদে বার্তার কাছে চিঠি, নিজের কাছে অপর, অর্থের কাছে অনর্থ, কথার কাছে কর্ম, গালির কাছে বুলি, পর্দার কাছে আকাশ, রাতের কাছে দিন, বাল্বের কাছে চাঁদ, মানুষের কাছে মানুষ এত বেশী করে হেরেছে কী চিরকাল? হেরেই যাবে? মহাকাল জুড়ে কী তবে কেবলই এই হত্যাযজ্ঞ রয়ে যাবে? সংগমে, সংগ্রামে, সংঘাতে, সংকোচে, দ্বন্দে, দ্বিধায়, প্রেমে, কামে, ঘামে, রক্তে মানুষ কেবল মরেই যাবে? মরেই যাবে? মেরেই যাবে? মেরেই যাবে? মরেই যাবে?

৮৩৮ বার দেখা হয়েছে

৫ টি মন্তব্য : “মেরেই যাবে? মরেই যাবে?”

মওন্তব্য করুন : রাজীব (১৯৯০-১৯৯৬)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।