ফিরিয়ে দিও

বন্ধু, তোমার ফেলে যাওয়া পথে ঘাসেরা বাড়ে
বন্ধু, তোমার ফেলে যাওয়া নদীটা শুকিয়ে মরে
বন্ধু, তোমার কুড়িয়ে পাওয়া ঝিনুকেরা খোলস ছাড়ে
বন্ধু, তোমার ফুলেরা নীরবেই ঝরে
বন্ধু, তোমার দিনেরা বয়েই চলে
বন্ধু, কেবলই ঘুন ধরে-
তোমার ফেলে যাওয়া স্মৃতির ভাগাড়ে।
যেতে যেতে তবু ফিরিয়ে নিও ধূসর এই পথ,
মৃতপ্রায় নদী, হারানো সময়; কিংবা অথৈ প্রেম।
আবার আবাদী হোক হৃদয়; অযথা রক্তক্ষরণে
আবার ফসলে ভরুক সংসার; মিছে দিন যাপনে।
কেবল নিতে নিতে এসব, ফিরিয়ে দিও আমায়-
তোমার ভাঁজে ভাঁজে হারিয়ে ফেলা আমায়,
তোমার ছোঁয়ায় ছোঁয়ায় রিক্ত হওয়া আমায়।
এসব কিছুই ফিরিয়ে নেবার ভীড়ে-
তবু বন্ধু, ফিরিয়ে দিও আমার আপন আপনারে!

৪৩০ বার দেখা হয়েছে

৩ টি মন্তব্য : “ফিরিয়ে দিও”

মওন্তব্য করুন : নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।