অচিন মানুষ

অচেনা মানুষ, এসো আমার সিঁথানে-
চুল এলো হোক বাতাসে, আমরাও ডুবি অচিন আমোদে।
এতটা পথ এলে একাকী? একেবারেই একা?
যেতে যেতে বহুদুর ফিরে এলাম এই বেলা,
পেতে পেতে বহুকিছু ফেলে এলাম এই বেলা,
আহারে অচিন মানুষ! তোমারে যদি দেখানো যেত-
সেই একমুঠো বকুল, প্রথম চুম্বন, নিষিদ্ধ শিহরন,
সেই একফালি চাঁদ, পুরোনো আদর, রোদেলা চাদর,
সেই একখানি হাসি, নীরব প্রত্যাখ্যান, সজল প্রত্যাবর্তন!
অচিন যত ফুল, পাখি, নদীর কোলাহলে তোমারে যদি বলা যেত-
আহারে অচিন মানুষ! তোমারে যদি বোঝানো যেত-
সেই যাযাবর পথ, জীবন শপথ, ছিন্ন অংগীকার,
সেই নির্ঘুম রাত, তর্কের জোয়ার, অযথা আড্ডা,
সেই অবেলায়, ভালবাসা, স্বপ্নে মাতা, উল্লসিত প্রবঞ্চনা!
অযাচিত সেই জীবনের গল্প বলি এসো।
অযাপিত সেই স্বপ্নের কথা বলি এসো।
আহারে অচিন মানুষ,
তবুও বাঁচে মানুষ, তবুও বাঁচে মানুষ…………

৪১৬ বার দেখা হয়েছে

২ টি মন্তব্য : “অচিন মানুষ”

মওন্তব্য করুন : আসিফ খান (১৯৯৪-২০০০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।