স্রেফ, যদি তুমি চাও।

তোমার চারপাশে অজস্র অভাব, অজস্র না পাওয়া মানুষ।
কারো ঘর নেই, কারো ভাত নেই।
কারো প্রেম নেই, কারো বোধ নেই।
কারো স্বজন নেই, কারো প্রিয় কোন মানুষ নেই।
কারোবা আবার পিতৃপরিচয়টাও নেই।
উদ্দাম ঝড়ে কারো চাল উড়ে গেছে,
বেনোজলে ভেসে গেছে কারোবা সাধের খেলাঘর।
তীব্র যাতনায় কারো কারো ভাংগে সংসার।
প্রতিনিয়ত কেউ আবার হারায় সর্বস্ব।
অথচ, তোমার পেটে ক্ষুধা নেই, তোমার নেই কোন অভুক্ত ইচ্ছে।
সমস্ত বাসনাগুলো প্রশমিত তোমার, চর্চিত তোমার সকল আবদার।
তোমার ঘরে আলো, মানুষ, সুখ আর প্রাপ্তির ছড়াছড়ি;
তোমাকে ঘিরে আচার, আয়োজন আর উৎসবের বাড়াবাড়ি।
দূরের, কাছের, মনের; সকল মানুষ হাত বাড়ালেই খুব নিকটে তোমার।
না পাবার রোগে ভোগোনি তুমি,
জানো না তুমি কী বেদনা চেয়েও না পাওয়ার।
বন্ধু, এখনো তবু কিছু বাকী আছে পাবার-
পূর্ণতায় ডুব দেবার সময় হয়তো হয়নি এখনও।
সেটা হতে পারে কোন পরীক্ষার রেকর্ড মার্কস,
সেটা হতে পারে সবাইকে ছাপিয়ে যাওয়া,
সেটা হতে পারে তারকাচিহ্নিত কোন কাগজের টুকরো।
হতে পারে আয়েশী কোন জীবিকা।
আবার হতে পারে কামে থরথর চুম্বন;
অন্ততঃ নাদুস নুদুস দু’চারটে সন্তান।
এসবের যে কোনটাই হয়তো তোমার হতে পারে,
সত্যিই বলছি- হতেই পারে; হতেইতো পারে।
স্রেফ, যদি তুমি চাও।
স্রেফ, যদি তুমি চাও।
কিন্তু বন্ধু, এ সকল অপ্রতুল প্রাপ্তির ভীড়ে-
তুমি হারিয়েও যেতে পারো।
চিরতরে ভুলে যেতে পারো নিজেরে,
মনের গহন ঘরে যাপিত আপনারে।
হতেই পারে, হতেইতো পারে।
চিরতরে তুমি হারাতেই পারো নিজেরে
চিরতরে তুমি হারাতে পারো নিজেরে।।
স্রেফ, যদি তুমি চাও-
তোমার অস্তিত্ব ডুবে যেতে পারে ক্ষমাহীন অথৈ আঁধারে,
সমগ্র মস্তিষ্ক পরিনত হতে পারে স্মৃতির ভাগাড়ে; কিংবা
গোটা পৃথিবীটাই হয়তো সময়ের আস্তাকুড়ে!
স্রেফ, যদি তুমি চাও।।
স্রেফ, যদি তুমি চাও।।

৪৩১ বার দেখা হয়েছে

১টি মন্তব্য “স্রেফ, যদি তুমি চাও।”

মওন্তব্য করুন : মহিউদ্দিন (৯৫-০১ বকক)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।