আমি ধীরে ধীরে সিসিবি’র সাথে আমার মানসিক ভাবে জরিয়ে যাওয়া দেখতে পাচ্ছি। মাহমুদকে ধণ্যবাদ জানাই।
একটা কবিতা পোষ্ট করব বলে বসেছি। অতীতে লেখা।সবার জীবনেই যেমন কিছু মূহুর্ত আসে যখন মানুষ একটু করে বদলে
যায়, আমার তেমন একটি সময়ে লেখা।আমার খুব প্রিয় বন্ধুদের মনে করে লিখেছিলাম।
তোমাদের চোখে তাকিয়ে
আমি আমার বদলে যাওয়া দেখতে পাই।
হয়তো তোমরা আমার
নিজস্ব আয়নার মতো,
একান্ত ব্যক্তিগত !!
২৯শে জুলাই, ২০০৬
🙂
:guitar:
বাহ। খুব সুন্দর কবিতাতো! ছোট্ট কিন্তু সুন্দর।
সিসিবিতে স্বাগতম ভাইয়া 🙂 । অই রকিব্বা চা দে ভাইরে...
🙂
একমাস লেইট, বস্ নভেম্বরেই 'চাগতম' পাইয়া গেসেন :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
আমি মাইনষেরে একবার স্বাগতম দেই, দশবার দেই, তাতে আপনের কি?? x-( যান গিয়ে নিজের বাটার পেপারে তেল দেন :duel: :duel:
এহহ, এখন অটোক্যাডের যুগ :grr: সব প্রিন্ট আউট :grr: :grr:
আমি কি ডরাই নাকি ;))
সংসারে প্রবল বৈরাগ্য!
:chup:
ভুলে শিরোনাম দেইনি। আসলে ঠিক ভুলে নয়, অভ্যাস নেই। সুন্দর শিরোনাম ঠিক করে দেয়ার জন্য কাকে ধণ্যবাদ দেব?
বস্, কাউরে না পাইলে আমারে দিতে পারেন ;)) ;)) আপনার ধন্যবাদ ফ্রিজের মিষ্টি সহকারে গৃহীত হবে :shy:
সংসারে প্রবল বৈরাগ্য!
ধণ্যবাদ সামিয়া।
ইয়ে অসীমদা,ব্লগে পরথম লেখা দিলে কি জানি একটা নিয়ম আছে-আমি ছুডো মানুষ সেইটা মুখে আর না আনি।ইয়ে মানে...এই ব্লগে সানাউল্লাহ নামে এক ভদ্রলোক আছেন-বয়েসে প্রবীন কিন্তু অন্তরে নবীন-উনি আসামাত্র গা ঢাকা দিয়েন-কি কারণে সেইটা আর না-ই কইলাম 🙁
আগের বার ১০ টা :frontroll: দিয়েছি। স্যার কি এবার মাফ করবেন? :boss:
খুব সৌন্দর্য্য লাগলো... :hatsoff: :hatsoff:
ধন্যবাদ ভাই।
এসে পড়ছি। স্যরি ভাইয়া লেট করায় একটু দেরি হয়ে গেলো 😛 ।
এই নিন আপনার ইস্পিসাল ডাবল পাত্তির :teacup: ।
শুভ ব্লগিং। 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
:teacup: ভাল লাগল। থ্যাঙ্কু রকিব।
কবিতাটুকু মনে ধরেছে।
বিন্দুর মাঝে সিন্ধুর গভীরতা। :clap:
শুভ ব্লগিং।
সৈয়দ সাফী
এতো সুন্দর কমেন্ট পেলে মনটা খুশিতে :awesome: :awesome: ধণ্যবাদ ভাইয়া।
বেশি জোস্ ! একেবারে মাথায় গেঁথে গেল 🙂
সাতেও নাই, পাঁচেও নাই
ধন্যবাদ ভাই
অসাধারণ অসীম ভাই :thumbup: :boss:
আরে 😮 কবির নতুন ছদ্মনাম হয়ে গেল দেখি 😀
অসাধারণ অসীম ভাই B-) :hatsoff:
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
আশহাব, থ্যাঙ্কস। তোমারে মেলা দিন দেখি না। বুধবার আস। শহীদুল্লাহ হল। টাইম আওরঙ্গ জানে। ভাল থেক।
অসীম,
কবতা ভাল হইছে।
চালায়া যা।
তোর লেখা ভাল।
-- :hatsoff:
চ্যারিটি বিগিনস এট হোম
অসীম,
কবিতা ভাল হইছে।
চালায়া যা।
তোর লেখা ভাল।
-- :hatsoff:
চ্যারিটি বিগিনস এট হোম
বস, আপনার ভাল লেগেছে জেনে :awesome: থ্যাঙ্কু।
অসীম ভাই স্বাগতম।
ধন্যবাদ মুহিব।
ঢাকায় এলে দেখা করো।
শুভ কামনা।
B-)
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
খুশি হইছ নাকি হুদাই কমেন্ট লিখছ বোঝা গেলনা। :grr: :grr:
ডাক্তার সাহেব আবার আপনার মাইন্ড ব্লোয়িং কবিতা পেলাম। ধন্যবাদ।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
আপু, কবিতা আমেরিকা পৌছে গেছে। :awesome:
থ্যাঙ্কু।
চমৎকার কবিতা অসীম ভাই। :thumbup:
দেরী করে ফেল্লাম, 😕
ভালো হয়েছে ভাইয়া 🙂