এর আগেঃ ছবি ব্লগঃ প্রবাসে, পথে-১
এই ছবিটা তোলা কোন উদ্দেশ্য নিয়ে না। বাথ শহরে নামার পর পরই নতুন ক্যামেরায় এক্সপোজার, এপারচার সেটিং এইসব হাবিজাবি নিয়ে খেলাধুলা করতে গিয়ে রাস্তার দিকে তাক করে খামাখাই ছবি তুলছিলাম আর এলসিডি স্ক্রিনে দেখছিলাম কতটুকু অন্ধকার আসে ছবি…বা, আলো ঠিকমতন আসছে কিনা…। পরে ফিরে আসার পরে রুমে ল্যাপটপে ছবি নেয়ার সময় এই ছবিটা বের হয়ে গেল। এটার এডিটিং শিহাবের করা, এটা দিয়েই আমাকে দেখায় কিভাবে কি করা যায় ছবি নিয়ে। আমি শুধু পরে ফ্রেমটা পোলারয়েডে দিয়ে দেই। ছবির ইনি রাস্তা পার হচ্ছিলেন। হাতে সিগারেট, কাঁধে ব্যাগ, গায়ে উজ্জ্বল লাল কোট। রাস্তা পার হওয়ার মুহূর্তে একটু থেমে দেখে নিলেন সামনে দিয়ে গাড়ি আসছে নাকি কোন। তারপর আবার হাঁটা শুরু করার মুহূর্তে অফচান্সে উঠে গেল ছবিটা।
বাথ Abbey এর ঠিক সামনে দাঁড়িয়ে গান গাচ্ছিলেন ইনি। আসা যাওয়ার পথে কারো ইচ্ছে হলে সামনে রাখা বেহালায় দুচার পয়সা করে দিয়ে যাচ্ছিল। Abbey এর লম্বা বিল্ডিং এর সামনে প্রাণপনে গান গেয়ে অর্থ উপার্জনের মুহূর্তের চমৎকার একটা ছবি হয়ে গেল।
ব্যস্ত শহরে হেঁটে চলছে সবাই। শুধু এনামুল ভাই দাঁড়িয়ে, ক্যামেরা হাতে, একটা মনমত ছবি নেয়ার অপেক্ষায়। ছবিতে দেয়া ইফেক্টের নাম সেন্ট্রাল ফোকাস না হলেও ছবিটা দেখলেই কেন যেন সেন্ট্রাল ফোকাস কথাটা মাথায় চলে আসে!
আগেও দেখেছিলাম, সেদিনও দেখলাম…এই খেলা গুলো দেখানোর সময় সবসময় ভীড় থেকে একটা পিচ্চিকে বেছে নেয় পার্টিসিপেট করার জন্যে। এই পিচ্চিটা সাহস করে এগিয়ে গিয়েছিল। তাকে কাঁধে চাপিয়েই অনায়াসে একচাকার সাইকেলে উঠে গেল খেলোয়াড়! সাথে সাথে শুরু হয়ে গেল পিচ্চির তাড়স্বরে চিৎকার। একপাক ঘুরে এসে তাকে নামিয়ে দেয়ার পরে অবশেষে স্বস্তি। এইছবিটা তোলা কাঁধে তুলে নেবার ঠিক পরমুহূর্তে। অসম্ভব মিষ্টি করে হাসি দেয়া মেয়েটা তখনো জানে না এক মিনিট পরেই ওকে কাঁধে নিয়েই একচাকার সাইকেলে উঠে যাবে হতভাগা……
ছবিগুলো ফেসবুকে ছিল। প্রায় কাছাকাছি সময়েই ব্লগটাও লেখা শুরু করি। কিন্তু অর্ধেক লেখার পরে অসমাপ্ত হয়ে পড়ে ছিল বহুদিন। আজকে বসে শেষ করে ফেললাম। এই কয়টাই আপাতত। আবার হয়তো পরে কোন এক সময় নতুন কোন ছবি নিয়ে উদয় হয়ে যাব। শুধু আপসোস, দেশে থাকার সময় গ্রামীনে সিস্টেম ইঞ্জিনিয়ার হয়ে থাকার সময় চাকরির প্রথম বছরে নেটওয়ার্ক বেঞ্চমার্কিং এর টুল নিয়ে যখন চট্টগ্রাম আর সিলেট বিভাগের প্রতিটা জেলায় ঘুরে বেড়িয়েছি, তখন আমার এই ক্যামেরাটা ছিল না।
🙂 ১ম
:awesome: :awesome:
:clap: :clap: :clap: :clap:
আবারো, খুব চমৎকার .........
অনেক ধন্যবাদ 🙂
কেমন আছিস দোস্ত। বেশি করে ছবি তুল। ছবি দেওয়ার আগে এডুর একটা পোস্ট পড়ে আসতে পারিস। ছবি গুলা ক্লিক করলে বড় হচ্ছে না। আরেকটু ভাল করে দেখতে পারতাম তাহলে।
এডুর ব্লগ কোথায়? রেডবুকে খুঁজে পাইলাম না কোন ইন্সট্রাকশন। :-B এই ছবি গুলি দেবার সময় বোধহয় অটো রিসাইজ করে নেয়া...এইজন্য বড় হচ্ছে না...
এই প্রথম ছবি ব্লগ লিখলাম রে... 🙁
পাইসি...ঠিক করে দিচ্ছি...
অপেক্ষায় রইলাম 😀 😀
আশিক , খবর কী ? কেমন আছ ?
এইতো...তোমার কি খবর? 😀
আশিক, লাল পথচারী তো মনে হয় বেশ লম্বা। আর পারমিশান না নিয়ে উনার ছবি তোলাটা কি ঠিক হইল? :grr: :grr:
আফসোস, আমার কখনও নেটওয়ার্ক বেঞ্চমার্কিং করতে হয়নাই। 😀
তোমার ১৫X জুমের ক্যামেরাটা ব্যবহার না করলে আমাকে দিয়ে দিতে পার। :-B :-B
পারমিশন না নিয়ে ফটু তোলা অবশ্যই ঠিক হয় নাই...... 😛
ব্লগ দেখে ভাবসিলাম এইটা অন্য কোন আশিক ভাই 😀 😀
ছবিগুলা তো আগেই দেখা।খুব চমৎকার। চিড়িয়াখানার ছবিগুলাও দিয়া ফালান 😀
সাতেও নাই, পাঁচেও নাই
খাচার ভিতরে তোমার ছবি দেয়া দরকার যা বুঝতেছি 😀
আশিক তুমি দেখি মাল পোলা একটা।
খুব ভালো লাগলো তোমার বর্ননা।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
কথা সত্য ফয়েজ ভাই। আশিক পুরা মাল পোলা। 😛 😛
হেহ হেহ 😀 কি যে বলেন তানভীর ভাই! 😀
ছবি দেখে+বর্ননা পড়ে মজা পিলাম :clap: :clap: ক্যামেরা কেনার আগে পরামর্শ নিব।
বাথ শহরটা আমার খুব পছন্দ হইসে। এইটা টিপিক্যাল ইংরেজ় শহর না। মেডিভিয়াল শহর। কেমন যেন নন ব্রিটিশ ইউরোপিয়ান শহর মনে হয়। এই শহরের বিল্ডিংগুলাও একটু ভিন্ন।
ক্যামেরার কারসাজিগুলো ভালোই লাগলো।
কবে আসছিলেন ভাইয়া?
২০০৬ এর নিউ ইয়ার সেলিব্রেট করেছিলাম ব্রিস্টলে। তখন স্টোন হেঞ্জ, বাথ, সেইলসবুরী এইগুলা ঘুরেছিলাম। তুমি উল্ভারহাম্পটনে নাকি? ওইখানেও তো গেসিলাম পরে আরেকবার। ভূতের বাড়ি দেখতে গেসিলাম।
সরি ভূতের বাড়ী দেখেছিলাম উস্টারে। উল্ভারহাম্পটনে না।
ছবি গুলা সুন্দর। ইফেক্ট গুলা কি দিয়ে দিছো?
পিকনিক ডট কম(picnik.com)। সাইটটা দারুণ। তেমন কোন এক্সপার্ট হওয়া লাগে না। ফ্রি ইউজারদের জন্য বেসিক ফিচার গুলি দিয়ে দেয়। প্রিমিয়াম ইউজারদের জন্য কিছু ফিচার বেশি থাকে।
আপনে কী প্রিমীয়াম ইউজার???
আরে নাহ! বেহুদা টাকা খরচ কে করে! 😀
:clap:
www.tareqnurulhasan.com
ভাল ছবি তুলেছ। ক্যামেরার মডেল কি?
আশরাফ ভাই, এইটা ক্যানন ইওস ১০০০ডি
ভালো লাগলো। বাথ সুন্দর শহর, যাইনি যদিও, শুনেছি।
লাল সুন্দরীর ছবিটা ভাল ছিল আশিক । :clap:
খুব ভালো লাগলো ছবি গুলো দেখে 🙂
বাথ শহরটায় ঘুরে খুব ভাল লাগছিল। ছবিগুলা ভালো লাগল বেশ।