আমার বোনের সাথে কথা হলো অনেকক্ষণ। আমাকে বললো গত ২০ তারিখ নাকি চ্যানেল আই এ মেঃজেঃ শাকিল আহমেদের (বিডিআর এর ডিরেক্টর জেনারেল) সাথে সাক্ষাৎকার দেখিয়েছিল যেটা এখন আবার পুনঃপ্রচার করেছে আজকে, যেখানে নাকি উনি বলেছেন বিডিআরের উন্নতি চাইলে সৈনিকদের ভাল করতে হবে……রেশন বাড়িয়ে দিতে হবে……। এবং মজার ব্যাপার হলো, জওয়ানদের মেনে নিতে হবে এরকম অনেকগুলো দাবীর স্বপক্ষেই নাকি উনি মিডিয়াতে ঐ সাক্ষাৎকারে বলেছেন……
আজকাল গুজবের সময়……কোন কথা সহজে মেনে নেয়া যায় না……কিন্তু আমার বোন বলেছে সে নিজে দেখেছে আজকে চ্যানেল আইতে……আর আমার বোন আর্মির ক্যাপ্টেন……
আর কেউ কি দেখেছে এটা? বা এ ব্যাপারে কিছু বলতে পারেন? বা কোথাও থাকলে লিংক দিতে পারেন?
যারা দেশে আছেন, একটু খোঁজ নিয়ে দেখতে পারেন? দেখিয়ে থাকলে কেউ না কেউ নিশ্চয়ই দেখেছে……বা এমনকি চ্যানেল আইতে ফোন করে সত্যতা যাচাই করা যায়?
দেখিনি। কিন্তু চ্যানেল আই তে দেখিয়েছে এটা শুনেছি।
সাতেও নাই, পাঁচেও নাই
একটু আগে দেখলাম...
দুটো সাক্ষাৎকার ছিল- একটা চ্যানেল আই'র স্টুডিওতে আর একটা ওনার অফিসে...এর মধ্যে একটাতে তিনি জওয়ানদের বেতন, ভাতা নিয়ে বলেছিলেন...
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
তাইলে?
আমাদের খুঁজে দেখা দরকার কোন কোন মিডিয়া সবার আগে "নির্যাতনকারী আর্মি + নির্যাতিত-বিডিআর"দের শ্লোগান তুলেছিল। খবরগুলোর টাইমিংটাও দেখতে হবে। আমার ধারনা, ওরাও জড়িত পর্দার আড়ালে।
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
বোধহয়
এটা ১০০% সত্য আমি নিজে দেখেছি
@ মাহমুদ, নাজমুল
মনে হয়না মিডিয়া এর সাথে ওভাবে জড়িত ছিল। আমার ধারণা সারা দেশের মানুষের মতো মিডিয়াকেও বোকা বানানো হয়েছিল প্রথমটায়। আর এটা তো বোঝোই, জাতি হিসেবে আমরা বাঙ্গালীরা কিন্তু খুব সংবেদনশীল। আমাদের প্রাথমিক সিমপ্যাথি সব সময়ই আন্ডার ডগের পক্ষে যায়। কেউ অবিচারের শিকার হয়েছে শুনলে আমাদের মাথায় রক্ত চড়ে যায়। এটা কিন্তু জাতিগতভাবে আমাদের শ্রেষ্ঠতম গুণগুলোর একটা, যার জন্য আমাদের গর্ব করা উচিত। কিন্তু এটা আমাদের এক ধরণের shortcoming ও বটে। কারণ, বিভ্রান্ত মিডিয়া যেভাবে ভেতরে আটকে পড়া মানুষগুলোর এবং তাদের স্বজনদের অনুভূতির কথা বেমালুম ভুলে গেল, সেটা দেখে অবাক হয়েছি তাদের callousness দেখে। যাক, দেরীতে হলেও তাদের বোধোদয় হয়েছে দেখে আমরা আশ্বস্ত। তবে, মিডিয়া একটি বিস্তৃত ব্যাপার। তার বহু শাখা প্রশাখা মাধ্যম রয়েছে। সুতরাং, তাদেরই দু'একটি যে কোন না কোনভাবে ষড়যন্ত্রকারীদের নিজস্ব তল্পিবাহক মিডিয়া না, তাই বা জোর দিয়ে বলি কিভাবে?
রায়হান ভাই,
সংশোধন করে দেবার জন্য ধন্যবাদ। আসলে এই কয়দিন মাথা একেবারে আউলা ছিলো। কোনকিছুই ঠিকমত ভাবতে পারিনি। শুধুই মনে মনে কাউকে দায়ী করতে চেয়েছি।
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
হে ওরা জড়িত। সচলায়তনের ব্লগার মুস্তাফিজ ভাই বলেছিল,
যখন বিডিআররা বলতেছিল তাদের নির্যাতিত হওয়ার কথা, তখন এক টিভি সাংঘাতিক আর তার সহকর্মি জোয়ার দিয়ে আশে পাশের কিছু লোককে তাল দিয়ে একটা মিছিল ও করেছে এবং পরে তা টিভিতে প্রচার করেছে।
আরেকটা কথা কানে এসেছে......সত্যতা জানি না......
বিডিআরের কোন একটা টেন্ডারে মেঃ জেঃ শাকিল আহমেদের এক বন্ধু ছিল লিস্টে, তিনি ওনার কাছে তদবীর করতে গিয়েছিলেন এই ব্যাপারে। মেঃ জেঃ শাকিল আহমেদ নাকি ওনাকে বলেছেন, বন্ধু, তোমাকে টেন্ডার দিতে পারলে আমি খুব খুশি হতাম, কিন্তু লিস্টে তুমি উপরে (নাকি নিচে?) নাই, তোমাকে কিভাবে দেই!
বন্ধুর বিবৃতি থেকে পরে জানা যায় এটা।
আমি দেখেছি অনুষ্ঠানটি। ২৬ ফেব্রুয়ারী তারিখ রাত তিনটায় (3:00am), যুক্তরাজ্য সময়। সম্ভবত পূর্বে ধারণকৃত, তাই ঠিক বলতে পারবো না বাংলাদেশ সময়ে ঠিক কখন প্রথম প্রচারিত হয়েছিল। অনুষ্ঠানের নাম "চ্যানেল আই এক্সক্লুসিভ", সাক্ষাৎকার নিয়েছেন সৈয়দ রানা মুস্তফী, বিডিআর সপ্তাহ উপলক্ষে। সাক্ষাৎকারটির বিস্তারিত এখানে।
ভাই, আপনার মূল লেখাটি এখানে দেবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি...আপনার চমৎকার বিশ্লেষণধর্মী লেখাটি সবার পড়া উচিৎ...
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
দিচ্ছি। কারণ শোকের পাশাপাশি যদি এই বিষয়গুলোর ব্যাপারে আমরা এখনই দ্রুত সজাগ না হই তাহলে এই ঘটনার সেকেন্ড ওয়েভের শিকার হবো। ধরে নেয়া যেতে পারে যে ষড়যন্ত্রকারী গোষ্ঠী তাদের পরবর্তী ফাঁদ পাতছে জনগণ, সশস্ত্র বাহিনী এবং মিডিয়ার জন্য, নিজেদের অপকর্ম যাতে ঢাকা পড়ে।
:hatsoff:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
লেখাটা খুব ভাল লেগেছে। এখনই এ নিয়ে আমাদের সতর্ক হওয়া প্রয়োজন। আমাদেরকে সবকিছু মনিটর করতে হবে। আর সেই মনিটর করার ক্ষেত্রে আপনার লেখাটা খুব ভাল ভূমিকা রাখবে।
সিসিবি-তে এমন একটা লেখার খুব দরকার ছিল। অনেক ধন্যবাদ।
ধন্যবাদ, মুহাম্মদ। সবার যে কিভাবে সময় কাটছে তা আর বলার না।
তাইলে? x-( x-( :grr: :grr: :grr:
আমাদের খুঁজে দেখতে হবে কোন কোন মিডিয়া সবার আগে “নির্যাতনকারী আর্মি + নির্যাতিত-বিডিআর” শ্লোগান তুলেছিল।
আমার বিশ্বাস, ওরাও জড়িত।
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
আমি দেখেছি শহীদ মেঃ জেঃ শাকিলের দুটি সাক্ষাৎকারই। সেখানে তিনি বিডিআর এর দাবীর মোটামুটি অনেক কথাই বলেছেন। তাদের উন্নতির অনেক দাবি তিনি নিজের থেকেই সরকারের কাছে পেশ করেছেন। এটা দেখার পর থেকে মনে হচ্ছে দাবীর ব্যাপারটা নিছকই বাহানা। এই হত্যাযজ্ঞের পিছনে রয়েছে বৃহৎ কোন পরিকল্পনা। আশা করি খুব দ্রুত তা বের হয়ে আসবে।
Ashiq,
Here is the link...
video 01
video 02
ভাইআরা, please akta kisu koren.... এইভাবে মেনে নেওা জাসসে না..।,,,, আমরা কি কিসুই কোরটে পারবোনা ? এইভাবে chokranto hoe jabe ? amra aikhane ai blog e jara asi... ,,,,.
,,,,........maph korben..ami asolei r likhte parsina...,,,,,,