জীবনের অর্থ

নীলচে আকাশের দিকে চেয়ে থেকেছি
আঁধার বন চিরে হেটে গিয়েছি
অতল সমুদ্রে সাঁতার কেটেছি
জীবনের অর্থ খুঁজতে

আমি কিছুই পাইনি
এ প্রাকৃতিক সৃষ্টির মধ্যে
যদিও তারা অনেক অর্থপূর্ণ
মানুষের কল্পনা এবং চিন্তায়

আবারো ফিরে আসা
নতুন এক জীবন দেখা
হোঁচট্‌ খাওয়া অসহায় প্রার্থনা
যেখানে মানুষ না খেয়ে খাকে।

এই কী জীবনের অর্থ
মুহুর্তেই স্তম্ভিত হই আমি
কিন্তু এক সরল হাসি

আমাকে আশার আলো দেখায়

বেঁচে থাকার প্রেরণাই আসল
রাস্তার নিঃস্ব মানুষের জীবন হতে পারে সুখী
উচ্চবিত্ত মানুষ হতে পারে মলিন
জীবন দেখতে পারে অনেক ভাঙাগড়া

আর্তনাদ এবং হাহাকার আমাদের উতলা করে
আনন্দে আমরা আত্মহারা হই
সম্মোহিত আমরা কখনোই
জীবনের অর্থ বোঝার চেষ্টা করি না।

আলোকের স্বপ্নাগার পারে না
জীবনের বাস্তব রূপ প্রদর্শন করতে
নিঃস্ব পথশ্রান্তরাই কেবল
জীবনকে অনুভব করতে পারে নিবিড়ভাবে।

জীবন মানেই নয় শুধু অনন্ত সুখ
অথচ দুঃস্বপ্নের ব্যথাও নয়
এটা শুধু আমাদের এক জটিল মনস্তাত্ত্বিক দর্শন

কিছুর কাছে জীবন আনন্দময় ও রঙিন
অধিকাংশের কাছে যেন এক নিষ্ঠুর বাস্তবতা
কিন্তু একমাত্র যা আমাদের বাঁচায়
তা হল আশা আর প্রেরণা।।।।।

এভাবেই হয়তো আজ বি এম এ তে দিন চলে যাচ্ছে।। সত্যিই

৫২৮ বার দেখা হয়েছে

৪ টি মন্তব্য : “জীবনের অর্থ”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।