একাকী বসেও নি:সঙ্গতা ফেলে গেছে আমায়
তাকিয়ে রই ক্ষণিকের আলোকহীন সময়ে
শুধুই দীর্ঘশ্বাস আর মন ভোলানো হাসি
কতদিনই বা এভাবে পথ চলা যায়
সহজেই নিজের সাথে লুকোচুরি খেলি এখন
সময়ের যে বড় দাম ভুলে গেছি সেই কবে
নিজেকে যা বোঝাই তার অনেকটাই কাল্পনিক
মিথ্যা আশ্বাস আর সান্ত্বনায় ঠাসা
নিজের কাছে আমি বড় অসহায় কেমন শূন্য
আমার অবুঝ মিথ্যা বোধ ভেতরে কাঁটার মত ঠেকে
ভাবি নিজেকে বড্ড প্রতারক, বোকা ভন্ড
আপন ভুলে গেছি কবে মনে করতে পারি না আমি
আমার চারিদিকে আজ আলোকিত অন্ধকার
হারিয়েছি পথ কোন এক ভুলে
আমার আর ভালো লাগে না কিছু, শূন্য লাগে সব
পুরোনো আমার আমি হারিয়েছি
আঘাত লেগেছে মূলে
জানালায় পলাতক নিয়নের আলো
বারান্দায় ছায়াঘেরা ল্যাম্পপোস্ট আর
শূন্যতার অসীমে বসে থাকা
অনুভুতি, তোমাদের সাথে আবার কবে দেখা হবে
আদৌ হবে কি না……..??
অপেক্ষায়………………………………..
ভাই, কবিতাটা কেমন যেন যতিচিহ্ন-এর অভাব বোধ হল। এটা কী প্রিন্টিং/টাইপিং মিস্টেক নাকী কবিতাটা এমনতরই?
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
কবিতাটা এমনই ভাই.......................
আজকাল আর কেই বা যতিচিহ্ন নিয়ে মাথা ঘামায়!!!!!!!!!!!!!
ভালো লাগলো আউয়াল...
বেশ ভালো আর বিষণ্ণ হয়েছে লেখাটা।