আরেফিন মেহেদী আবীর, বয়স মাত্র ২৪ বছর।বরিশাল ক্যাডেট কলেজ থেকে বের হওয়ার পর মানুষের সেবা করার স্বপ্ন নিয়ে ভর্তি হয় আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজে। দেখতে দেখতে কেটে যাচ্ছিল সময়গুলো, কয়েকদিন পরেই এম বি বি এস পরীক্ষা। স্বপ্নপূরন হতে আর মাত্র কয়েকটা দিন……………
কিন্তু, উপরে যিনি সব দেখছেন, তার ইচ্ছাটা বোধহয় একটু অন্যরকম। আবীরকে এক কঠিন পরীক্ষায় ফেলে দিলেন, অসুস্থ হয়ে পরল আবীর। বিরল প্রজাতির এক ক্যান্সার, THYMOMA (থাইমিক ক্যান্সার ) বাসা বাধল আবীরের শরীরে। ধূসর হয়ে গেল আবীরের স্বপ্ন…………
আবীর এখন ঢাকা সি এম এইচ-এ।কেমোথেরাপী দেয়া হচ্ছে তাকে…ক্যান্সার, তার বিষ ছড়িয়ে দেয়ার চেষ্টা করছে সারা শরীরে, আর কেমোথেরাপী দিয়ে সেটা বাধা দেয়া হচ্ছে……এই যুদ্ধে ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে আবীরের জীবনীশক্তি……।
আবীরের প্রয়োজন সার্জারীর…যেটা করতে হবে সিঙ্গাপুরে… প্রয়োজন বিপুল অর্থের, যা আবীরের পরিবারের পক্ষে বহনযোগ্য নয়……………………
ক্যাডেট ভাই-বোনেরা…হাতে সময় কম, কিন্তু প্রয়োজন বিপুল অর্থের। আবীর, আমাদেরই ছোট ভাই, ওর এই বিপদে আমরাই তো হাত বাড়াব…টেনে আনব মৃত্যুর হাত থেকে…
আসুন, যে যতটা পারি এগিয়ে আসি, আবীরকে সুস্থ্ করে ওর স্বপ্নটাকে সত্যি করি…………
সাহায্যের জন্যঃ
Arefin Mehedi
Savings Account – 34439696,
Sonali Bank
Dhaka Cantonment
Dhaka
মেহেদী হাসান সুমন ভাই কই? উনি একটা পোস্টে উনার পেপাল একাউন্টের কথা বলছিলেন। আমারটা ব্যবহার করা যায়, কিন্তু বাংলাদেশে টাকা পাঠানো মালয়েশিয়ার থেকে কস্টলি হবে।
🙁
লেখাটা অন্যান্য পোস্টের চাপে নিচে চলে যাচ্ছে......
স্টিকি করা হোক ....
আরেফিন ভাইর খবরটা পাওয়ার পরে একটা পোস্ট দিতে চাচ্ছিলাম, আপনি কাজ করে ফেললেন, ধন্যবাদ ভাই। এখন সবার অংশগ্রহণ এবং আর কী কী করা যায়, এগুলো আলোচনা করা দরকার। পোস্টটাকে স্টিকি করার জন্য মডারেটরদের অনুরোধ করছি।
আমিও একই মেডিক্যালের......আমরা এইদিকে চেষ্টা করতেছি বিভিন্ন মেডিক্যাল কলেজের পোলাপান, ফার্মাসিউইক্যাল কোম্পানি আর বি,এস,এম,এম,ইউ থেকে কালেক্ট করার......অনেক টাকার ব্যাপার...প্রায় ৩০ লাখ...জানি না, আমরা পারব কিনা, কিন্তু লাস্ট পর্যন্ত ট্রাই কোরে যাব.........
তোদের কোনো আইডিয়া থাকলে জানা..সময় কম........................
আছা আরেফীন ভাইয়া কোন ব্যাচের এটা একটু জানা দরকার ছিল আর ওনার বর্তমান অবস্থা কি??
আমি নিজের ব্যাক্তিগত ব্যাপারে এতটা দৌড়ানির উপর আছি যে সক্রিয় ভাবে এতে কিছু করতে পারবো কিনা জানি না। তবে এটার ব্যাপারে সুনির্দিষ্ট কোন প্রস্তাবনা করা হোক কিভাবে কী করা হবে। তা না হলে এভাবে এ পোস্ট ঝুলিয়ে রেখে কোন লাভ হবে কি?
আরমান এবং বাকি সবার কাছে সুনির্দিষ্ট মত আশা করছি।
সরি বিরাট ভুল হয়ে গেছে "আরমান ভাই" লিখতে গিয়ে "ভাই " বাদ পড়ে গেছে। :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll:
ফারজানার সময় যে কাজটা করা হয়েছিল সেটা হলো ক্যাডেট ক্যাম্পাস এর আন্ডারে আমরা কয়েকজন ভলেন্টিয়ার ছিলাম যারা বিভিন্ন ভাইয়া আপুদের কাছে গিয়ে টাকা নিয়ে এসেছিলাম।
আমি প্রথমে মনে করি জিনিস্টা খুব ভালো ভাবে ফোকাসে আনা উচিত যেমন পোষ্টারিং,পেপার এবং টিভি চ্যানেল গুলোতে।
তারপর বসুন্ধরা সিটিতে donation বক্স রাখা যেতে পারে তার জন্য আগে থেকে সিরিয়াল নিতে হবে। টি এস সি তে রাস্তায় দাঁড়িয়ে টাকা তোলা যেতে পারে কন্সার্ট ফিল্ম ফেস্টিভাল এসব করা যেতে পারে আরো suggestion আসলে ভালো হতো
paypalবা অন্য কোনো উপায়ে প্রবাস থেকে টাকা পাঠানোর একটা উপায় দাড়া করাতে পারলে কিছুটা উপকার হত ... আমরাও পাশে দাড়াতে পারতাম।
ইফতেখার ভাই কই আছেন ???
যুক্তরাষ্ট্র।
সাথে আছি
ক্যাডেট গ্রুপে ইমেইল করে দিচ্ছি আজকেই।
সবার মতামতের জন্য ধন্যবাদ......
আমরা মেডিক্যাল কলেজ থেকে কিছু স্টেপ নিছি, নিচ্ছি...
সব মেডিক্যাল কলেজে প্রচারণা শুরু করা হইছে, ফিডব্যাক ভালই...এর মধ্যেই পেপারে চলে আসবে, পোস্টারিং শুরু হইছে...অবশ্য এখনও মেডিক্যাল রিলেটেড জায়গাগুলতেই করা হচ্ছে......
BEXCA কালকে আমাদেরকে ওদের প্ল্যান জানাবে, আমরা একটা কন্সার্ট আয়োজনের প্ল্যান এ আছি,...
কন্সার্ট এর প্রথম প্রব্লেম হল জায়গা নিয়ে......আমাদের এক্স-ক্যাডেট ভাইদের মধ্যে কি কেউ AIRFORCE -এ আছেন??? তাহলে শাহীন কলেজের মাঠ পেতে অনেক সুবিধা হত.........
দ্রুত টাকা তোলার একটা সহজ উপায় হচ্ছে Mobile Network, অপারেটররা তাদের গ্রাহকদের একটা sms দেয় বিস্তারিত জানিয়ে আর userদের per blank smsএর মাধ্যমে ৫/১০ টাকা donate করে।আবার পেপারেও blank sms পাঠানোর জন্য add দেয়া হবে। কিন্তু সমস্যা হচ্ছে এজন্যে যথোপযুক্ত চ্যানেল ছাড়া এই প্রক্রিয়া সফল হওয়া সম্ভব নয়। যদি x-cadetদের মধ্য থেকে কেউ telecom এর high command এ link করে দিতে পারে, তাহলেই এটা সম্ভব। BCC'র আমিন বেগ ভাই কিছুদিন আগেও aktelএর networking head ছিলেন, এখন মনে হয় বাংলালায়ন/কিউবিতে join করছেন (সিউর না।) বেগ ভাইর মোবাইল নং 01919210748, ইমেইল আইডি amin_baigএটyahoo.com . আমার মনে হয়, বেগ ভাই কিছুটা সাহায্য করতে পারবেন। তাছাড়া অন্যান্য অপারেটরগুলোতে পরিচিত লোকজন থাকলে try করা যেতে পারে। আরমান ভাই, bexcaর মাধ্যমে বেগ ভাইয়ের সাথে যোগাযোগের চেষ্টা করেন।
৫ম ব্যাচের আমান ভাই গ্রামীণ ফোনের কোন একটা সেক্টর এর ডিজিএম আশাকরি ওনার ক্ষমতা আছে উনি বেক্সকার জয়েন্ট সেক্রেটারি সুতরাং ওনার কাছ থেকে বড় কিছু আশা করা যায় 😕
সিসিবির জন্য একটা পে-পাল অথবা সিসিবির ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যাপারটা অত্যাবশ্যকীয় ভাবেই জরুরী হয়ে পড়েছে। এডু-মডু ভাইয়ারা একটু সময় বের করে একটা পথ বের করে ফেলুন প্লীজ। তাতে করে আরেকটু দ্রুত এবং গোছালো পদ্ধতি অর্থসংগ্রহ করা যাবে আবীর ভাইয়ের জন্য।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
সহমত ... অনেক সময়ই বিভিন্ন কারনে পে-পালের দরকার হয়ে পড়ে। এ ব্যপারে কোনো হেল্পের দরকার হলে আমি আমার সাধ্যমত চেস্টা করতে পারবো।
আমি আমার পে-পালে প্রবাসীদের ডোনেশন সংগ্রহ করে দেশে পাঠিয়ে দিতে পারি।
:boss:
আপনার পে-পল একাইউন্ট নাম দেন ইফতেখার ভাই...অথবা ফোন...৩১৪-৫৬৬-০১৩৫
sayed.iftekhar@gmail.com
281 827 4728
আমার ধারণা,তপু ( জ়াত্রী) কে এপ্রোচ করা জ়েতে পারে।ও নিজেও বি সি সি র।
আমার কি সমস্ত কিছুই হলো ভুল
ভুল কথা, ভুল সম্মোধন
ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।
তপুকে জানানো হইছে, অ কতদুর কি করতে পারবে জানাবে.........৫ লাখ এর মত এরমধ্যেই যোগাড় করা হইছে.........আমরা আশাবাদী, হয়ে যাবে ইনশাল্লাহ......।
সুহবানাল্লাহ :boss:
ভাইয়ারা অনুমতি দিলে আহসানউল্লাহ ইউনিভারসিটির এক্স ক্যডেট দের কে নিয়ে টাকা তুলতে পারি।
সাথে আছি।
plz sobai help korun. 🙁
Major Abu Md Shahnoor Shawon
সাথে আছি...
দোয়া করি, উনি সুস্থ হোন...
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation