ক্যাডেট কলেজ ব্লগআরমান (১৯৯৪-২০০০)স্বর্ন-মন্দির @ বান্দরবান স্বর্ন-মন্দির @ বান্দরবান লেখক: আরমান (১৯৯৪-২০০০) বিভাগ: ছবি ব্লগ, মির্জাপুর জানুয়ারী ২, ২০১০ @ ২:২৯ পূর্বাহ্ন ২৩ টি মন্তব্য স্বর্ন-মন্দিরে আমি যতবার গেছি, ততবারই মুগ্ধ হইছি…তাই ভাবলাম একটু শেয়ার করি……
জুনায়েদ কবীর (৯৫-০১) জানুয়ারী ২, ২০১০ @ ৫:২১ পূর্বাহ্ন ২য়... 😀 আরমান ভাই, খাবলা মাইরা কিছু আনলেন না ক্যান??? ;)) ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ জবাব দিন
রকিব (০১-০৭) জানুয়ারী ২, ২০১০ @ ৭:৫৪ পূর্বাহ্ন স্বর্ণমন্দির যাইতে মঞ্চায়। :dreamy: :dreamy: আমি তবু বলি: এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি .. জবাব দিন
মিশেল (৯৪-০০) জানুয়ারী ২, ২০১০ @ ৮:০৪ পূর্বাহ্ন লেখা পুরাই সিরাম হইছে 😀 অ. ট. আসলেই স্বর্ণের নাকি? জবাব দিন
আহমদ (৮৮-৯৪) জানুয়ারী ২, ২০১০ @ ১১:১৫ অপরাহ্ন লেখা পুরাই সিরাম হইছে লেখা কই? সবই তো ছবি। চ্যারিটি বিগিনস এট হোম জবাব দিন
মুসতাকীম (২০০২-২০০৮) জানুয়ারী ২, ২০১০ @ ৮:১২ পূর্বাহ্ন স্বর্ণমন্দির যাইতে মঞ্চায়। :dreamy: :dreamy: :dreamy: "আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।" জবাব দিন
জানুয়ারী ২, ২০১০ @ ৯:১০ পূর্বাহ্ন হ......কাম নাই, পুরা স্বর্নের হইব...তাইলে তো খাবলা না, পুরাটাই আনতে মঞ্চাইত... জবাব দিন
কাইয়ূম (১৯৯২-১৯৯৮) জানুয়ারী ২, ২০১০ @ ১০:৪৮ পূর্বাহ্ন গেছি। যাব। বান্দরবান অদ্ভুত জায়গা।আহা কবে যাব পাহাড়ে, আহারে আহারে সংসারে প্রবল বৈরাগ্য! জবাব দিন
আশিক (৯১-৯৭) জানুয়ারী ২, ২০১০ @ ১১:২৩ পূর্বাহ্ন স্বর্ন-মন্দির আসলেই অনেক সুন্দর যায়গা। কিন্তু এখন লোকজন মন্দিরে ঢোকার মুখে ময়লা ফেলে ফেলে নোংরা বানিয়ে ফেলছে। আফসোস দেখার কেউ নাই... 🙁 মনে পড়ে গেলো......ছবি সুন্দর হইছে... :clap: জবাব দিন
তানভীর (৯৪-০০) জানুয়ারী ২, ২০১০ @ ১১:৫৩ পূর্বাহ্ন স্বর্ণমন্দির আসলেই বেশ সুন্দর একটা জায়গা। আর বান্দরবন তো খুবই সুন্দর! দোস্ত, তুই দেখি আমাদের রবিনের মত ছবিব্লগ শুরু করলি! কিছুমিছু বর্ণনাও দিস সাথে! 🙂 জবাব দিন
মেহেদী হাসান (১৯৯৬-২০০২) জানুয়ারী ২, ২০১০ @ ৩:১৪ অপরাহ্ন স্বর্ণমন্দির আসলেই সিরাম... যাইতে মঞ্চাই... জবাব দিন
মাহমুদ (১৯৯০-৯৬) জানুয়ারী ২, ২০১০ @ ৮:৫৬ অপরাহ্ন ;)) ;)) There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx জবাব দিন
ইমরান (১৯৯৪-২০০০) জানুয়ারী ৩, ২০১০ @ ১২:৩৯ অপরাহ্ন আরমান, এই ভ্রমণের পয়সা কোত্থেকে আসছে?? জাতি আজ জানতে চায় ... ;)) জবাব দিন
তানভীর (৯৪-০০) জানুয়ারী ৩, ২০১০ @ ১২:৫৮ অপরাহ্ন ইমরান......নেপালে আমাদের টাকা-পয়সার হিসেব জানি কে করত? (বুদ্ধিমানদের জন্য ইশারা) ;)) ;)) জবাব দিন
টুম্পা (অতিথি) জানুয়ারী ৩, ২০১০ @ ১:৫৫ অপরাহ্ন এইটা আরমানের প্রি-প্ল্যানড ষড়যন্ত্র :-B এইজন্যেই ও ভটভটানি'র শপিংটাও একদম শেষে করছে আর তোমাদেরকেও সেখানে নেয়নাই.... 😐 জবাব দিন
বছরে প্রথম। 🙂
২য়... 😀
আরমান ভাই, খাবলা মাইরা কিছু আনলেন না ক্যান??? ;))
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
স্বর্ণমন্দির যাইতে মঞ্চায়। :dreamy: :dreamy:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
লেখা পুরাই সিরাম হইছে 😀
অ. ট. আসলেই স্বর্ণের নাকি?
লেখা কই? সবই তো ছবি।
চ্যারিটি বিগিনস এট হোম
:dreamy: :dreamy: :dreamy:
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
হ......কাম নাই, পুরা স্বর্নের হইব...তাইলে তো খাবলা না, পুরাটাই আনতে মঞ্চাইত...
অদ্ভুত 🙂
গেছি। যাব।
বান্দরবান অদ্ভুত জায়গা।আহা
কবে যাব পাহাড়ে, আহারে আহারে
সংসারে প্রবল বৈরাগ্য!
🙂
স্বর্ন-মন্দির আসলেই অনেক সুন্দর যায়গা। কিন্তু এখন লোকজন মন্দিরে ঢোকার মুখে ময়লা ফেলে ফেলে নোংরা বানিয়ে ফেলছে। আফসোস দেখার কেউ নাই... 🙁
মনে পড়ে গেলো......ছবি সুন্দর হইছে... :clap:
স্বর্ণমন্দির আসলেই বেশ সুন্দর একটা জায়গা। আর বান্দরবন তো খুবই সুন্দর!
দোস্ত, তুই দেখি আমাদের রবিনের মত ছবিব্লগ শুরু করলি! কিছুমিছু বর্ণনাও দিস সাথে! 🙂
স্বর্ণমন্দির আসলেই সিরাম... যাইতে মঞ্চাই...
যাইতে হইব.....ছবি গুলান সুন্দর হইছে :clap:
;)) ;))
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
আরমান, এই ভ্রমণের পয়সা কোত্থেকে আসছে?? জাতি আজ জানতে চায় ... ;))
ইমরান......নেপালে আমাদের টাকা-পয়সার হিসেব জানি কে করত? (বুদ্ধিমানদের জন্য ইশারা) ;)) ;))
এইটা আরমানের প্রি-প্ল্যানড ষড়যন্ত্র :-B
এইজন্যেই ও ভটভটানি'র শপিংটাও একদম শেষে করছে আর তোমাদেরকেও সেখানে নেয়নাই.... 😐
হিসাব চাই
হিসাব নাই...... 😛
আমি দেখছি!
আসলেই খুব খুব খুব সুন্দর।
এইটা কি জাদীর মন্দির টা ?
ও মাই গড কিভাবে মিস করলাম।