হাত বাড়ানোর আহবান

ক্যাপ্টেন রাফির(বিসিসি ১৮, সিপি) বাবার ঢাকা সিএমএইচ এ বাইপাসের জন্য এবি নেভেটিভ রক্তের প্রয়োজন।
কেউ দিতে আগ্রহী থাকলে দয়া করে যোগাযোগ করুন।
০১৭৩০০০৯০০৬(রাফি)। ০১৯১১৮৯৩৭০৮(আরিফ)

৭৪০ বার দেখা হয়েছে

৪ টি মন্তব্য : “হাত বাড়ানোর আহবান”

  1. মুসতাকীম (২০০২-২০০৮)

    আল্লাহ আংকেলকে তারাতারি সুস্থ্য করে তুলুক


    "আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।