প্রার্থনা তোমার জন্য …
হে নিঃসঙ্গ গ্রহচারী মানব মানবী;
প্রার্থনা নির্ঘুম চিন্তাগ্রস্তের জন্য,
কল্পবিলাসীর জন্য..
স্বপ্নালু, ঘুমকাতুরে কোন একজনের জন্য…
প্রার্থনা তোমার জন্য …
প্রার্থনা সাড়ে চারশ কোটি মানুষের কাছে ;
প্রার্থনা এ বিশ্বব্রহ্মাণ্ডের গ্রহাণূ , সমস্ত নীহারিকা , ছায়াপথ ,
আগ্নেয়গিরি আর নিরাসক্ত দ্রবকের কাছে ..
প্রার্থনা স্রষ্টার কাছে..
প্রার্থনা তোমার জন্য …
যুদ্ধোংদেহী মারণাস্ত্রধারীদের মাঝে শান্তির শ্বেতকপোত হাতে,
অহম্ আর ঘৃণার আবর্তে ঢাকা মানুষের মাঝে
জলপাইপাতার তোড়া হাতে..
শোকের মিছিলে নিভু নিভু মোমবাতি হাতে…
প্রার্থনা তোমার জন্য …
অচেনা স্রস্টার কাছে প্রতিদিনকার মত মাথা নত করে নয়
অদেখা স্বর্গের লোভে নয় ;
প্রার্থনা অন্তরের অন্তঃস্তল হতে
নিঃস্বার্থ এক মানবের …
প্রার্থনা তোমার জন্য …
সুন্দর স্বপ্ন আর তার সুখী বাস্তবতার
প্রার্থনা মুক্তির আস্বাদে ভেঙে মুক্তির আস্বাদনের …
শত কোটি বিভীষিকা আর ঘুম ভাঙ্গা দুঃস্বপ্ন নয়
কেবলই নির্ভেজাল ভালবাসায় …
😀
লেখাটা দারুন হইসে,
আমি 1st হইসি... :clap: :clap: :clap:
এইটা ক্যাডা???????? আরিফ ভাইইইইইইইইইইইইইইই
স্বাগতম ভাইয়া, শুভ ব্লগিং।
কবিতা সুন্দর হয়েছে।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আমারে চিনছেন তো??? ঐযে মাঝে মাঝেই চেচামেচিতে বিরক্ত হয়ে উঁচু টেবিল থেকে গরম মচমচা পরটা পাঠাইতেন। 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আরে আরিফ নাকি। ১৯৭৪।
কেমন আছিস? আই সি সি এথলেটিক্স এর কথা মনে আছে নাকি? এমসিসিতে আসছিলি যে?
ব্লগে স্বাগতম। নিয়মিত লিখে যা। 😀
সাতেও নাই, পাঁচেও নাই
আরেক পিস কবি :clap: :clap: :clap:
স্বাগতম দোস্ত :hug:
এখানেই থেমে গেলে চলবে না কিন্তু ;;; ;))
তুমি কবিও নাকি!
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
স্যার টুকটাক লিখতাম ... সময় কম 🙁