শেষ বিকাল
যখন সোনা রোদে পৃথিবী মায়াময়
পার্কের ভিতর দিয়ে হেঁটে চলা যুবক
এক টুকরা কাগজ কুড়িয়ে পায়।
কেউ ঝালমুড়ি খেয়ে ফেলে গেছে-
শিউলি ফুলে সাদা হয়ে আছে পথের পাশে ফুটপাথ
শৈশবের দিন মাখামাখি হয়ে আছে শিউলির সাথে
হৃদয়ের পটে আঁকা
স্মৃতির ভিতর যত্নে রাখা।
রুপালী আলোর জালে যেন জড়ানো আঁধার-
ফুলগুলো সে মাড়িয়ে যেতে পারে না
না পা ফেলা যায়
পাশ কাটানো ও দায়
এমনই তার টান!
সে কুড়ানো কাগজে কুড়ানো শিউলি গুলি যত্নে তুলে নিলো-
হঠাৎ কী হয়
মৌসুম নয় তবু হাওয়ার ঝাপটা লেগে
কিছু ফুল পড়ে যায়
আবার তা তুলে নিতে হাত বাড়াতেই যুবক অবাক হয়।
সবুজ ঘাসের বুকে পড়ে আছে ফুলগুলি-
ওহ! কারো ওড়না! সভয়ে সে সরে এলো
আরক্ত মুখে এক তরুণী চকিতে ফুলসহ ওড়নাটা তুলে নিলো
অচেনা সবুজ ক্যানভাসে যুবকের চেনা শিশুবেলা নকশা হয়ে ফুটে রইলো
যতদূর চোখ যায় অপলক চেয়ে থাকে দৃষ্টি তার।
পথচারী মৃদু হাসে – ‘যুবক বয়স!’-
ওড়না থেকে খসে তরুণীর হাতে এসে পড়ে দু’টো ফুল
পিছু ফিরে ফুটপাথে তাকাতেই চোখে পড়ে যুবকের দু’চোখ আকুল!
এক মূহুর্ত তার ভুল হয় বহু দেখা লোভ ভেবে
ভুল ভাঙ্গে যুবকের হাতের কাগজে রাখা বাকী ফুল দেখে তবে।
ফিরে যায় তরুণী ফুল দুটো ঢেলে দেয় যুবকের হাতে, কাগজের বুকে-
জানে পৃথিবীতে জীবনেরই মত -ভালোবাসা এক পলকই
তাও তো কর্মফলে অমরত্ব পায়
শিউলির সাদা আর কমলায় অলখে বিকাল মিলায়
ভালোবাসা আছে দুটি প্রাণ নিরবে জানান দেয়।
তারপর,ফিরে যায় সেই পথে যেখানে যে যেতে চেয়েছিলো-
কে জানে! হয়তো প্রতিবেশীই হবে তারা
একই পথ, একই সবই হয়ত একই পাড়া
শুধু পরিচয় হয় নি কখনো
আবার কভু হলে দেখা জানা জানি ও হবে হয়তো।
শিউলির স্মৃতিসূত্রে-
সুন্দর কবিতা। এ রকমের মিষ্টি স্মৃতি আমাদের অনেকের মনের কোণেই হয়তো বাসা বেঁধে আছে। মাঝে মাঝে হয়তো সেগুলো উঁকি দিয়ে যায়। এ রকম কবিতা পড়লে তো অবশ্যই যায়।
রুপালী আলোর জালে যেন জড়ানো আঁধার- -- খুব সুন্দর হয়েছে এ পংক্তিটি। অসাধারণ!
ধন্যবাদ ভাই।
আমি মূলত ছোটগল্পকার। একটি গল্পগ্রন্থ 'অপেক্ষা'নামে ২০১৬ গ্রন্থমেলায় বের হয়েছে। ২০১৭ তে ২য় গল্পগ্রন্থটি 'ছায়াসংগী' নাম নিয়ে নওরোজ কিতাবিস্তাম থেকে বের হবে। আর জলছবি প্রকাশন থেকে বের হতে যাচ্ছে প্রথম উপন্যাস 'ঘুংরু আর মেংরু'। প্রথম কাব্যগ্রন্থটির কাজ চলছে 'শেষ তৈলচিত্র' শীর্ষক। এই কবিতাটি সেই কাব্যগ্রন্থের অন্যতম।
আপনার সুন্দর অনুভবের শুভেচ্ছা গ্রহন করুন।
ধন্যবাদ ভাই। (সম্পাদিত)
নিজের মনের আনন্দে লিখালিখি করি।
//আরক্ত মুখে এক তরুণী চকিতে ফুলসহ ওড়নাটা তুলে নিলো
অচেনা সবুজ ক্যানভাসে যুবকের চেনা শিশুবেলা নকশা হয়ে ফুটে রইলো//
চমৎকার হয়েছে মামুন ভাই,
ভালো লাগা রেখে গেলাম।
অনেক ধন্যবাদ নীলদা'
সুন্দর অনুভব রেখে গেলেন, শুভেচ্ছা গ্রহন করুন।
ধন্যবাদ নীলদা'
আপনার ভাল লাগার সুন্দর অনুভূতি রেখে গেলেন, অনেক ধন্যবাদ।
নিজের মনের আনন্দে লিখালিখি করি।
লেখাটি পড়ে ভাল লাগলো। আচ্ছা, একটি অর্বাচীন প্রশ্ন। লেখাটির ট্যাগে 'কবিতা' কেন?
দেখেছি সবুজ পাতা অঘ্রানের অন্ধকারে হতেছে হলুদ