অপেক্ষা : বিকশিত হোক নারী

নিহরীকার জাদুঘরে, নিউট্রন নক্ষত্রের কফিনে সে এক দুঃখ বিলাসিনী মায়া
ছায়াপথ আজ তার মোহে মহান, শালীনতার শিকলে মলিন তার ছায়া
কোলাহলের মাঝে লীন হয়ে হারিয়ে যায় তার নিঃসঙ্গ, নিষ্পাপ হাসি
অদ্ভুতূড়ে এই পাগলামিতে ধ্বসে পড়ে ব্যবিলন,মুগ্ধ দেবতারা দেয় কাশি
নিকষ কালো রাতের আধারে, শহুরে পথে সাইকেলে ঘোরা তার শখ
বেঁকে বসে সব দানব যাজক, থাবা দেয় তাতে কামুক ড্রাকুলার অশ্লীল নখ
মঞ্চ নাটকে ময়দা মুখোশের প্রতিযোগিতায় , উপেক্ষিত আজ আহ্লাদী কচি ফুল
ধনকুবের ফারাও হবে তার পতি, কেন যেন আজ গন্তব্যপথ তার নিগৃহীত দাসীদের স্কুল
পুরুষের করুণার কাফন পুড়িয়ে , হয়ে উঠুক সে ক্লিওপেত্রা কিংবা রুশ ক্যাথেরিন
হৈমন্তীর মত সম্পদ সে , আজ লাখপতির হেরেমের সম্পত্তি হওয়ার ফুরিয়ে এসেছে দিন

৬,০৬৮ বার দেখা হয়েছে

১টি মন্তব্য “অপেক্ষা : বিকশিত হোক নারী”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।