অনাবিল শুভ্রতার পাপড়িতে সপ্নগুলো খুঁজে পেয়েছিল তাদের রং
ভবিষ্যৎের আকাশে তারা উড়েছিল ক্ষণিককাল
শুন্যতার মাঝে পূর্ণতার অনুভূতি দিয়েছিল চিরন্তনতার ছোয়া
কিন্তু হঠাৎ, সম্ভ্রান্ত নির্বোধ শ্রেণীর কতিপয় উদ্ভট, আবেগহীন প্রথা
আভিজাত্যর ট্যাংকের তলে পিষ্ট করে হাসল ড্রাকুলার পিশাচী হাসি
নিরবতার মঞ্চে না বলা কথাগুলো বিলীন হয়ে যায় মহাকালের অদৃশ্য পাতায়
অচিনপুরের হাতছানি আর স্রস্টার স্পন্দন এখন ক্ষতগুলোর নিরাময়
স্বর্গের প্রতিিট পরমাণুর প্রতি ব্যথাতুর বসুন্ধরার হাজারো সালাম
২ টি মন্তব্য : “স্বপ্ন বিলীন”
মন্তব্য করুন
মানুষের অনেক না বলা কথাই মহাকালের অদৃশ্য গহ্বরে বিলীন হয়ে যায়।
কিছু টাইপো রয়েছে। সেগুলো সম্পাদনা করে নিলে কবিতাটা আরো সুখপাঠ্য হবে।
অসংখ্য ধন্যবাদ আপনার অনুপ্রেরণার জন্য