ম্যাচ ডে ৬: প্রিভিউ (ব্রাজিল বনাম মেক্সিকো আপডেটেড)

গ্রুপ এইচঃ বেলজিয়াম বনাম আলজেরিয়া
বাংলাদেশ সময়ঃ রাত দশটা
ভেন্যুঃ স্তেডিও মেনিরো, বেলো হরিজন্তে
রেফারিঃ মার্কো রড্রিগেজ (মেক্সিকো)
ম্যানেজারঃ মার্ক ইউলমর্ট (বেলজিয়াম) ভাহিদ হালিওজিক (আলজেরিয়া)

একাদশ ও ফরমেশনঃ

belargline

beltacalgtac

* বেলজিয়ামে আলজেরিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলেছে। একটিতে জয় পয়েছে অন্যটি ডঃ
* আলজেরিয়া তাদের শেষ ৫ বিশ্বকাপ ম্যাচে কোন গোল করতে পারেনি।
* বেলজিয়াম স্পেনের পরে বিশ্বকাপ বাছাই পর্বে সবচেয়ে কম ৪ গোল খেয়েছে।

বেলজিয়ামকে এবারের বিশ্বকাপের ডার্ক হর্স ধরা হচ্ছে, ব্যক্তিগতভাবে দারুন কিছু খেলোয়াড় রয়েছে তাদের, তবে দল হিসেবে কতটুকু জ্বলে উঠতে পারে সেটাই আজকের দেখার বিষয় হবে। আলজেরিয়া একেবারে উড়িয়ে দেয়ার মত দল না হলেও বেলজিয়ামই এই ম্যাচ ফেভারেট হিসেবে শুরু করবে।

bramex

গ্রুপ এইচঃ ব্রাজিল বনাম মেক্সিকো
বাংলাদেশ সময়ঃ রাত একটা
ভেন্যুঃ স্টেডিও কাস্তেলো, ফোর্টালেজা
রেফারিঃ কুনিয়েট কাকির (তুরস্ক)
ম্যানেজারঃ ফিলিপে স্কলারি (ব্রাজিল) মিগুয়েল হেরেরা (মেক্সিকো)

সম্ভাব্য একাদশ ও ফরমেশনঃ
bramex

দলের খবরঃ

ব্রাজিলের হাল্ক প্রাকটিসে হালকা ইঞ্জুরিতে পড়লেও ম্যাচের জন্য ফিট এবং প্রথম ম্যাচের অনুজ্জ্বল পারফর্মেন্সের পরেও আজকের মূল একাদশে সম্ভবত জায়গা ধরে রাখতে যাচ্ছে।

প্রথম ম্যাচে ক্যামেরুনকে হারানো মেক্সিকো তাদের একাদশ অপরিবর্তিত রাখবে বলেই মনে হয়।

হেড টু হেডঃ

bramexh2h

ম্যাচ নোটসঃ

টুর্ণামেন্টের অন্যতম ফেভারিট স্বাগতিক ব্রাজিল জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলেও তাদের পারফরমেন্স সন্তুষ্ট হবার মত ছিল না, সেই সাথে যোগ হয়েছিল রেফারি বিতর্ক। এ ম্যাচের মাধ্যমে স্কলারি চাবে তার দল স্বরুপে ফিরে আসুক। গত ম্যাচের নায়ক নেইমার এবং অস্কারের উপর আলাদা চোখ থাকবে, তবে ফ্রেড এবং হাল্ক এর এখনো অনেক কিছুই প্রমান করা বাকি আছে। মেক্সিকো তাদের সর্বোচ্চ চেষ্টা করবে ব্রাজিলিয়ানদের সাম্বা থামাতে তবে তার জন্য তাদের সর্বোচ্চ পারফর্ম করতে হবে।

২,৩৬৫ বার দেখা হয়েছে

২৭ টি মন্তব্য : “ম্যাচ ডে ৬: প্রিভিউ (ব্রাজিল বনাম মেক্সিকো আপডেটেড)”

  1. জুনায়েদ কবীর (৯৫-০১)

    আলজেরিয়া ভাল স্কোরিং ফর্মে আছে...শেষ দুই ম্যাচে রোমানিয়ারে ২-১ আর আর্মেনিয়ারে ৩-১ গোলে হারাইছে।


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  2. আহসান আকাশ (৯৬-০২)

    সাবাশ আলজেরিয়া, ৫১৫ মিনিট পরে বিশ্বকাপে গোল দেবার জন্য অভিনন্দন। দেখি এবার বেলজিয়ামের সুপারস্টাররা কি করে


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  3. আহসান আকাশ (৯৬-০২)

    মন চাচ্ছে আলজেরিয়া জিতুক, আর ওইদিকে প্রেডিকশন দিয়ে রাখছি বেলজিয়াম ২-১...। ~x(


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  4. আহসান আকাশ (৯৬-০২)

    ব্রাজিল মেক্সিকো ম্যাচের প্রথম একাদশ। হাল্ক এর জায়গায় রামিরেস


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  5. জুনায়েদ কবীর (৯৫-০১)

    এলাকার বিদ্যুৎ কেন্দ্রের লোকজন মনে হয় আর্জেন্টিনার সাপোর্টার। ১৫ মিনিটের পর সেই যে ইলেক্ট্রিসিটি গেল, দিসে আসার ঠিক ফার্স্ট হাফ শেষ হবার পর... 🙁


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  6. আহসান আকাশ (৯৬-০২)

    ব্রাজিলের ফরোয়ার্ড হিসেবে এক একজন লিজেন্ডদের দেখে বড় হয়েছি আর এখন দেখতে হচ্ছে ফ্রেডকে :bash: :bash:


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।