আবারো জিতেছে আবাহনী!!!

ফুটবলের পর এবার ক্রিকেটেও মোহামেডানকে হারিয়েছে আবাহনী। :awesome: :awesome: :awesome: ফুটবলে তাও কিছুটা প্রতিদ্বন্দিতা গড়ে তুলতে পেরেছিল মোহামেডান, কিন্তু ক্রিকেটে একেবারে হেসে-খেলেই জিতল আবাহনী। প্রিমিয়ার ডিভিশন ২০/২০ টুর্নামেন্টের আজকের ম্যাচে ১মে ব্যাটিং করে মোহামেডান ২০ ওভারে মাত্র ১১৫ রান করে ৭ উইকেট হারিয়ে। জবাবে ব্যাট করতে নেমে আবাহনী প্রায় তিন ওভার বাকি রেখে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌছে যায় 😀 । উইকেটকিপার পাভেল সর্ব্বোচ্চ ৪১ রান করে ৩৪ বলে।
আবাহনীর সকল সমর্থকদেরকে এই সুমধুর জয়ের শুভেচ্ছা :party: :party: :party:
আর মোহামেডান স্পোর্টিং ক্লাব এর সমর্থকেরা আশা করি বরাবরের মত স্পোর্টিং ভাবেই নেবেন অভ্যাসে পরিনত হয়ে যাওয়া এই পরাজয় :grr:

৩,১৮৬ বার দেখা হয়েছে

৫৪ টি মন্তব্য : “আবারো জিতেছে আবাহনী!!!”

  1. আহসান আকাশ (৯৬-০২)

    আজকে তো পুরা আবাহনীর দিন মনে হচ্ছে, ক্রিকেটের সাথে ফুটবলেও জিতেছে আবাহনী...লীগ চ্যম্পিয়ন হতে বাকি তিন ম্যাচে আবাহনীর দরকার মাত্র ৪ পয়েন্ট...হয়ে যাবে ইনশাল্লাহ।


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  2. শাওন (৯৫-০১)

    আসলেই তো...।মোহামেডান জিতছে এইতা কন খবর ই না... মোহামেডান কোনো টীম হইল?? মোহামেডান সমরথকরা এইটা স্পরটীং ভাবেই নিয়েন...হাহাহাহাহা 😀 😛


    ধন্যবাদান্তে,
    মোহাম্মদ আসাদুজ্জামান শাওন
    প্রাক্তন ক্যাডেট , সিলেট ক্যাডেট কলেজ, ১৯৯৫-২০০১

    ["যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি"]

    জবাব দিন
  3. তাইফুর (৯২-৯৮)

    লেখা আর সব কমেন্ট পড়লাম ...
    মোহামেডান তো আগে ভাল টিমই ছিল ... আবাহনী ছাড়া মোটামুটি সব টিমের সাথে জিতে রানার-আপ টানার-আপ হইত ...
    এত খ্রাপ অবস্থা হইল ক্যাম্নে এখন ...


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  4. ফয়েজ (৮৭-৯৩)

    মোহামেডানকে হারাইছে, তাই নাকি। 🙂

    তয় এইটা কোন খবর হইল। এই রকম তো কতই হয়। নিত্ত দিনের ব্যাপার। ব্লগ লেখার কি আছে? :thumbdown:


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  5. কামরুলতপু (৯৬-০২)

    সানা ভাই , শওকত ভাই, আমিন খেলা বুঝে এই জন্য হ্যারা মোহামেডান করে কিন্তু মোহামেডানের পেলেয়ার রা খেলা বুঝে না। আর আবাহনীর খেলোয়াড়রা খেলতে পারে তাই আমরা আবাহনীর সাপোর্টার।

    জবাব দিন
  6. আহসান আকাশ (৯৬-০২)

    ব্রাদার্স ইউিনয়নেক ৩-০গোলে হারিয়ে শিরোপা জয়ের কাছাকাছি আবাহনী


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  7. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    ২০/২০ ক্রিকেটে সেমিফাইনালে আবাহনী ধরা খেয়েছে গাজী ট্যাংকের কাছে। :(( :(( :(( আর বিমানকে হারিয়েছে মোহামেডান। 😀 😀 😀 ফাইনালে মোহামেডান আর গাজী ট্যাংক। মোহামেডান যে ফাইনালে উঠছে আর আবাহনী যে ধরা খাইছে- এইডা কুনু খবর না। আমরা মোহামেডান সমর্থকরা এইডা নিয়া এখনো কুনু পোস্ট দেই নাই!! :grr: :grr: :grr:

    আগেই কইছিলাম, এই দিন দিন না, আরো দিন আছে।

    আবাহনী সমর্থকদের জন্য কয়েক বস্তা টিস্যু বাক্স কিইন্যা রাখছি। নিয়া যাইয়ো!!

    মোহামেডান :just: :awesome: :awesome: :awesome:


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  8. আহসান আকাশ (৯৬-০২)

    গাজী ট্যাংককে হারিয়ে মোহামেডান চ্যাম্পিয়ন

    অভিনন্দন মোহামেডান... ২০/২০ লীগ চ্যাম্পিয়ন হবার জন্য :clap: :clap: :clap: (যদিও আবাহনীর কাছে হেরে :grr: )...... প্রিমিয়ার লীগের অপেক্ষায় থাকলাম জবাব দেবার জন্য :duel: :duel: :duel:


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  9. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    আজ বিমানের কাছেও ধরা খেয়েছে আবাহনী, কেম্নে কি!! :)) :)) :))

    তৃতীয় স্থানটাও পায়নি :goragori: :goragori: :goragori:

    মোহামেডান ২০/২০ চ্যাম্পিয়ন। এটা নিয়ে পোস্টের দরকার নাই? কিন্তু আবাহনীর যে ধরা খাইলো এইডা নিয়ে একটা পোস্ট দেয়া কি জরুরি হয়ে পড়েছে না?? বন্যডা যে কই গেল? কখন থেইক্কা হারিকেন দিয়া খুজতাছি!! ~x( ~x( ~x(


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন

মওন্তব্য করুন : ফয়েজ (৮৭-৯৩)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।