বিড়ম্বনা…

প্রথমত আমি এখানে নবাগত, অনেক নিয়ম কানুন ই জানিনা। কোনটা করলে কি হয় কি না হয় কিছুই জানিনা। তার উপর বাংলা টাইপিং এ আবার ওস্তাদ। এত কিছুর পরেও দমিনি। অনেক কসরত করে দুই টা লেখা পোস্ট করলাম। কিন্তু কোথায় যেন লেখা গুলো হারিয়ে গেলো। তাই আবার লিখতে বসলাম। দেখি এবার কি হয়।

আমি আজই সদস্য হলাম এই ব্লগ এর। Almost সারাটা দিন ই এখানে কাটালাম। খুব ই ভাল লাগলো। অনেক লেখা লিখব প্ল্যান করেছি। কিন্তু আগের লেখা দুটি হারিয়ে যাওয়াতে কিছুটা উতসাহ হারিয়ে ফেলেছি। Test and trial basis এ এই লেখা টা লিখছি। যদি এটাও হারিয়ে যায়………কি আর বলবো তাহলে………

৮৭২ বার দেখা হয়েছে

৬ টি মন্তব্য : “বিড়ম্বনা…”

  1. জিহাদ (৯৯-০৫)

    ভাইয়া ব্লগে স্বাগতম 🙂

    সবকিছুই আস্তে আস্তে বুঝে যাবেন। আর লেখা হারানোয় দমে না গিয়ে হাত খুলে লিখতে থাকুন। লেখা অসম্পূর্ণ থাকলে ড্রাফট হিসেবে সেভ করে রাখতে পারেন পরে েলখার জন্য। আর কোন হেল্প লাগলে সিক রিপোর্ট করতে পারেন।

    হ্যাপি ব্লগিং


    সাতেও নাই, পাঁচেও নাই

    জবাব দিন

মওন্তব্য করুন : আহসান (১৯৮৮- ১৯৯৪)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।