জরুরী বিজ্ঞপ্তি (সর্বশেষ আপডেট)

এতদ্বারা সকল সিসিবিবাসীকে (সদস্য ও অতিথি) অত্যন্ত আনন্দের সহিত জানানো যাইতেছে যে ওয়ার্ডপ্রেস আপগ্রেড করার কাজ শেষপর্যন্ত সফল ভাবে সম্পন্ন করা সম্ভব হইয়াছে।

অতএব, সিসিবির সকল স্বাভাবিক কর্মকান্ড পুনরায় পূর্বের ন্যায় বহাল করা হইলো।

একই সাথে সাইট ব্যবহারে কোন সমস্যা চোখে পড়লে নিচের কমেন্ট বক্সে জানানোর জন্য সকলকে অনুরোধ করা হইলো।

শুভ লেখালেখি।

২,০৮৭ বার দেখা হয়েছে

৩১ টি মন্তব্য : “জরুরী বিজ্ঞপ্তি (সর্বশেষ আপডেট)”

  1. তাইফুর (৯২-৯৮)

    আপগ্রেড শেষ হলে জানানোর পদ্ধতিটা বুঝলাম না ... দুইটা'র পরে না হয় আর লগ ইন করলাম না ... কিন্তু তারপর আবার কখন লগ ইন করা যাইবে ??


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  2. রেজওয়ান (৯৯-০৫)

    এডু স্যার এডু স্যার......সিক রিপর্টে জেই রকম ঘড়ি আসে সেই রকম একটা এইখানে দেয়া যায় না...??? তাইলে সবাই (দেশে এবং দেশের বাইরে) টাইম টা জানতে পারত... 😀

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।