আগামী ২২ শে ডিসেম্বর বেলা তিন ঘটিকার সময় সিসিবির প্রথম জন্মদিন উপলক্ষে এক বিশাল ওয়াজ- মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলে দলে দলে যোগদান করে…
স্থানঃ- পান্থপথ। দ্য হাউস অফ কামরুল।
সময়ঃ- তিন ঘটিকায়, পান্থপথ শমরিতা হাসপাতালের বিপরীতে মেডালিয়ন ফার্নিচারের পাশের চা’র দোকান হতে ‘মিলা ৬৯’ নামক একটি বিমান উপস্থিত ভদ্রলোক/ মহিলা গণকে নিয়ে কামরুল সাহেবের বাসার উদ্দেশ্য রওনা করবে।
চান্দাঃ- নাই। কুয়েত ফেতর কুটিপুটি সাইফ সাব অনুষ্ঠান স্পন্সর করবেন বলে গোপন খবরে প্রকাশ। তাকে ছিল্লা কাইট্টা লবণ প্রদান করা হইবেক।
গুরুত্বপূর্ণ ফোন নং-
রায়হানঃ- ০১৬৭০৪১৪৭৮২
মাসরুফঃ- ০১৭১২১৭৮১১১
কামরুল হাসানঃ- ০১৯১২৮৫৬৭৯৭
যাউগ্গা! মাস্ফ্যু আমারে সোনারগাঁও থেইক্যা লাইগ্যা ডবল বার্গার লইয়া যাইতে কইছিলো। সাইফ দায়িত্ব নিছে!! বড় বাঁচা বাইচ্চা গেছি!!! :party: :party: :party:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
বার্গার না আনেন ঠিকাছে- খেখ ছাড়া আবার আইসেন না। 😀 😀
মৈমনসিং এয়ারপোর্ট থাকলে কৈতাম, বিমানডা পাঠায়া দ্যান। এয়ারপোর্ট যখন নাই, তখন আর কি করা....
আবার?!! আবারো মিস করব 🙁 🙁 ??
Life is Mad.
মিলা ৬৯ এর হেলপার কেডা?
সাতেও নাই, পাঁচেও নাই
হেল্পার কিডা তা তো জানি না, তয় বিমান বালা জিহাদ নামে এক পোলা। 😀
মিলা যদি পাইলট হয় তো আমার হৈতে আপত্তি নাই B-)
সাতেও নাই, পাঁচেও নাই
মিলা পাইলট হইলে আমি সেই প্লেনের পাইলটের সিট হপো :((
মিলা আফায় দাঁড়াইয়া প্লেন চালায়। :khekz: :gulti: :khekz: :gulti:
জাস্ট মাস্ফু 😉 😉 😉
মিলা আন্টির অন্তত এক্টা ছবি আপলোড করি যুদি এডু সাহেব পারমিশন দেন।আপত্তিকর ভঙ্গিতে না, অন্তরং ভঙ্গিতে-জেসিসিতে 🙂
কিমুন ছবি, পেলেন চালাইতাছে? ~x(
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
মিলি আপুর পেলেন চালানো ছবি খাপো, থুক্কু দেখপো। :grr: :grr:
গাছে উইঠা তুলা নাকি :-B
সংসারে প্রবল বৈরাগ্য!
গাছে তুইল্যা???? 🙁
ম্যাশ, মই ছিল তো??? :-B
নাকি ম্যাশই "মই" :khekz: :khekz: :awesome: :awesome: ।
Life is Mad.
😀 :)) :khekz: :khekz:
Life is Mad.
আয় আল্লাহ, পুরা ঢাকা শহরে বিরাট বিরিংকিলি লাগায়া দাও।
আমিন।
কইতে না কইতেই আমি অভিশাপ দেনেওয়ালাদের দলে শামিল হইয়া গেলাম?????
এইটা কি হইল???????? 😮 😮 😮 😮 😮
এইবার আমি সত্যি সত্যি খেলুম না............... :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :((
মাস্ফ্যু ভাই আমি কিন্তু খেলুম না............... :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :((
আইজ রাইত থিকাই আমার খানাদানা বন।খাল কমলালেবুর রস খামু এপেটাইট বাড়াইতে।আর লগে ধানমন্ডি লেকের পাড়ে ১ মাইল দৌড় আর ১ ঘন্টা ওয়ার্ক আউট তো আছেই।খিদা না লাইগা যাইব কই!!!!! 😛
খাপো খাপো দুনিয়া খাপো 😀
~x( ~x( ~x( ~x( ~x( ~x( ~x( ~x( ~x( ~x( ~x(
লাভলু ভাই বারগার মাফ নাই ,আপনার নামে কে এফ সি তে জিঞ্জার বার্গার এর অর্ডার দিয়া দিছি.........ফোন করে বলে দিছি, এবিসি এর একটা পার্টী আছে অইখানে আমাদের ৫০টা বার্গার লাগব............আপনার নাম,ফোন নাম্বার সব দেয়া আছে............খিয়াল কইরেন নইলে কিন্তু আপনার এবিসি এর বদনাম হইয়া ্যাইব.....................কাজেই ভাইজান পিছলানের কোন সুযোগ নাই.....................।বার্গার আমাদের চাই...........................।।
তোমরা ভাই অতিশয় বদমায়েশ লোক। যাউজ্ঞা, আর কিছু কইলাম না।
😮 কি হচ্ছে এসব??? x-( x-( x-( "সিসিবি মাহফিল" নাম দেইখা ভাবলাম সিসিবির বর্ষপূর্তি উপলক্ষে মিলাদ মাহফিল পড়া হইব, আল্লাহ, খোদার নাম ডাকা হইব; তা না এইখানে দেহি সবাই মিললা মিলা উল্টা পাল্টা (৬৯) না কোন আপা/আন্টিরে দাওয়াত দিয়া আইনা আবার গাছেও তুলতাছে। নাউজুবিল্লাহ, আসতাগফিরুল্লাহ। বলি দুইন্না থাইক্কা কি আদব, লেহাজ, ইন্সাফ সব উইঠ্যা যাইতেছে? 😡 😡 😡
হে আল্লাহ, ২২ তারিখে যেন ঢাকা শহরে স্পেশাল কারফ্যু জারি হয়, বার্গার/ফাষ্ট ফুডের দোকান গুলা যেন বন্ধ থাকে, মাস্ফ্যুর যেন পেট খারাপ থাকে, আর ঘর থাইক্যা কেউ যেন বাইর হইবার না পারে। -আমিন ছুম্মা আমিন :-B
আমিইইইইইইইইইইইইইইইইইন :boss: :boss: :boss: :boss:
গুরুত্বপূর্ণ ফোন নং-
রায়হানঃ- ০১৬৭০৪১৪৭৮২
মাসরুফঃ- ০১৭১২১৭৮১১১
কামরুল হাসানঃ- ০১৯১২৮৫৬৭৯৭
ওরে মুই কি হনু রে :shy: :shy:
লগ ইন করা ছাড়া কমেন্টাইবার জন্য তোর মাহফিলে আসায় নিষেধাজ্ঞা জারি করা হইলো। 😡 😡 😡
ধুর মিয়া আমার যাস্ট ফ্রেন্ড আসতে চাইসিল-সে এখন চিটাগাং 🙁
ইয়ে মানে অন্য যাস্ট ফ্রেন্ড আনা কি জায়েজ?মানে ছবির জন ছাড়া? :shy:
ধুর ঝাতির বিবেকের কাছে আমার প্রশ্ন দুইডার আন্সার চাইলাম কেউ দিলোনা-
১।মিলা আপার এট লিস্ট এক্টাভদ্রছবি কি আপলোড করুম?
২।অন্য যাস্ট ফ্রেন্ড কি এলাউড?
১.
মিলাদ মাহফিলের মতো দ্বীনি কাজের দাওয়াতের মাঝে মিলা আপার ছবি দিলে নাজায়েজ হবে।।
(আমার মেইলে দিয়া দে, আমি দেখি 😉 )
২.
যাস্ট ফ্রেন্ড যদি যাস্ট ক্যাডেট হয় তাইলে অবশ্যই এলাউড। নইলে ক্যাম্নে কী?
:(( দুইটাই না বোধক উত্তর :((
আহা, মিলা...
দুর মিয়া এইডা তো সবাই দ্যাকছে।পিছনে জেক্সকা রিউনিওন(বৃক্ষমেলা)লিখা স্টেজে উনার ভদ্র পিক কয়জন দ্যাকছে? 🙁
অফ টপিক-কামরুল ভাইয়ের কাছ থিকা নিয়া নিয়েন 😛
যা শয়তান দিয়া দিলাম। কেউ কিছু কইলে তোর দোষ।

শয়তান............।।তুই এইটা কি ছবি দিছোস.........।।তোর উপর গযব পরবো......।।তুই বাচবি না.........।ছুড ছুড পোলাপান গুলারে খারাপ করতাছোছ...। :chup: :chup: :chup: :chup: :chup: :chup:
আরিব্বাপ্সসসসসসসস............এত বিরিক্ষ মেলায় ইউরিয়া সারের ভান্ডার...... 😛 😛 😛 😛
ওয়াও ওয়াও............।
তাইলে এইবার মিলাকে লাইবেরিয়া আনার ক্যাম্পেইনটা জোরদার করতে হয়।
Life is Mad.
😀 😀 😀
অফ টপিক-সানাউল্লাহ ভাই কিন্তু এইবার আবারো আপনেকে *দপাকা বলবেন :shy:
আমি কিছু পড়ি নাই, কিছু শুনি নাই। 😀 😀 😀
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
এইবার কোন মিস নাই। :grr: :grr: :grr:
যাক, এইবার টাইমিং টা ভালো হইছে আমার জন্য। আমার পরের দিন ভোর এ ফ্লাইট। কিন্তু অফিস টাইম এর পরে হইলে ভালো হইতো না? ব্যাপার না। ইনশাল্লাহ চইলা আসমু
শালার লানত পড়ুক তগো উপর। চান্স পাইলেই গেট-টুগেদার! মিজাজটাই বিলা হইয়া যায়! ধুর বা---! x-(
www.tareqnurulhasan.com
😀 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
কুন সিসিবি সমাবেশ এইডা ?? B-)
জুনিয়র সিসিবি সমাবেশ :ahem:
না সিনিয়র সিসিবি সমাবেশ :ahem:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
এইডা সম্ভবত যৌথ সমাবেশ!! :awesome: :awesome: :awesome:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
এইটা জেসিসিবির!! তবে সিসিসিবির সদস্যরাও আমন্ত্রিত। তাদের উপযুক্ত আদর আপ্যায়ন করা হইবেক :grr: :grr:
a
সাতেও নাই, পাঁচেও নাই
ধুর ক্যাম্মে কি? 🙁
মুইতো বরিশাল :(( :(( :((
মুইও আইবার চাই কিন্তু ক্যাম্বায় আমু :bash: :bash: :bash:
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
আমিও যাইতে চাই। অফিস কইরা যে কখন যাইতে পারমু আল্লাহই জানে! :-/
ব্যাপার না, তানভীর আমরা একসাথে যামু নে
হ। ভাবীদেরকে আগেই রেডি থাকতে বইলেন 😉
সাতেও নাই, পাঁচেও নাই
আমি যাবো না। (আমার ছেলে বাইরে যেতে দেখলেই এইটা বলে চিৎকার দেয়)। তাই আমিও একটা চিৎকুর দিলাম..........
আমি যাবো না??????????? ~x(
চলে আসেন। আপনার ছেলেরে কান্ধের উপর নিয়া। :awesome:
সাতেও নাই, পাঁচেও নাই
শেষ পর্যন্ত কে কে যো দিচ্ছে আগামীকালের সমাবেশে??
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আপনি আসবেন না?
সাতেও নাই, পাঁচেও নাই
আসবো।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
কয়েকটা কথা বান্ধবী পকেটে ভরে নিয়ে আসা যায়না? 😉 :awesome:
সাতেও নাই, পাঁচেও নাই
মাইরটা কালকা দিমুনে!!
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
থাক। আমার কথা বান্ধবীর দরকার নাই। খালি আপনে আসলেই হবে 🙁
সাতেও নাই, পাঁচেও নাই
অবশেষে মনস্থির করে ফেললাম। আমি গত পরশু ঢাকা থেকে মৈমনসিং ফিরেছি। কিন্তু কালকে আবার যাওয়ার সিদ্ধান্তটা নিতেই হল।
আমি আইতাছি।
:clap:
তোরা ভাই বিখ্যাত মানুষ। না আসলে ক্যাম্নে কী?
জম্পেশ আড্ডা হবে বোঝাই যাচ্ছে।
গুড লাক।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
sujog paya prastij dhore taan. na...
jaugga. ami ekhon bus e. medallion e aste ar 30 min lagbe. toy amar jonno anno kisur babostha kor. oslil plane e chorum na...
live update koi???
ভুয়া সমাবেশ। কিছুই হইবনা।
আল্লাহ সহ্য করবোনা। সব বানচাল হবে 😀 😀
মেহেদী লাইভ আপডেটের জন্য তো সমাবেস হওয়া টা জরুরী।
অসুবিধা নাই, দেখবি ২/১ দিন পর ওরা ফটোশপে এডিট কইরা আমাদের ভুগিচুগি বুঝাইয়া দিব।
দেশে গেল সবাইরে লইয়া সত্যিকারের সমাবেশ করুম, পল্টন ময়দানে।
(অফটপিকঃ মনডা বড়ই উদাস, সিসিবির তিন তিনটা গেটটুগেদার হইল একটা তেও থাকতে পারলাম না। কবে দেশে যামু, সবাইরে এক নজর দেখমু আল্লাহই জানেন। :dreamy: )
হাহাহা, এমনই মাহফিল হইছেযে পোলাপাইন লাইভ আপডেট করারও টিম পিই নি 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
সব মিলিয়ে মাত্র ( 😀 ) পঁচিশ জন হইছিল... :awesome:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
মিছা কথা, ডাহা মিছা কথা। 😡 😡
পারলে ছবি দেখা(ফোটশপে এডিট না কইরা)। :grr: :grr:
ঝঠিল মঝা হইসে।
আসলেই সেরাম মজা হইলো!! চিপ খিওয়া দিখে পিড়া গিলাম! :goragori: :goragori: :goragori:
সমাবেশ শেষে আমরা যখন একসাথে ২৫ জন বের হচ্ছি-এত মানুষ দেখে আমার সামনেই বাইরের
একজন রাস্তায় জিজ্ঞাসা করলঃভাই আপনারা কোন পার্টি?আওয়ামি লীগ না বিএনপি?
কি পরিমান হইচই আর মজা করেছি তার কিঞ্চিত ধারণা এ থেকে পেতে পারেন 😀
একটা গা জ্বালানি হাসি দিয়া লই। :grr: :grr: :gulli: :gulli:
আমি খেলুম না............ :(( :(( :(( :(( :(( :((
~x( ~x( ~x( ~x( ~x( ~x( ~x( ~x(
রোজার আগে আরেকটা মাহফিলের আয়োজন করা যায় না? 😀
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
ঐ লেখা ইমো চাই 😀