আগামী আটই ডিসেম্বর সিসিবি এর জন্মদিন…
সেই উপলক্ষে আমরা চীন-মৈত্রী সন্মেলন কেন্দ্র কিনে ফেলবো, তারপর সেইখানে বাড্ডে কেক কাটবো। সারা দুনিয়ার সকলের জন্য একটা করে সিসিবি গেঞ্জী বানাবো…
কিন্তু তার আগে একটা ই-বুক। সারা দুনিয়ার সকল ওয়েব সাইটে টাঙ্গানোর জন্য…
প্রথম বারের মতো প্রকাশিত এই ই-বুকে আমরা প্রাধান্য দিবো ক্যাডেট কলেজ সংক্রান্ত লেখাগুলোই। তাই হাত খুলে, প্যান্ট গুটিয়ে ময়দানে নেমে পড়ুন। আপনার আগের লেখাগুলো থেকে ই-বুকের জন্য লেখা বাছাই করুন। সেই সাথে লিখুন ক্যাডেট কলেজ নিয়ে নতুন নুতুন লেখাও। তারপর সেটিকে পরিমার্জন করে পাঠিয়ে দিন contact এট cadetcollegeblog ডট com এই ঠিকানায়, সর্বোচ্চ তিনটি।
___________________________________________________
আপডেটঃ
——————————————————————————————–
ক্যাডেট কলেজ ব্লগ সংকলন ২০০৮ এ প্রকাশের জন্য প্রাথমিক ভাবে লেখা নির্বাচন প্রায় শেষ।
ইতিমধ্যে যাদের লেখা নির্বাচিত হয়েছে তাদের সাথে ই-মেইলে (সিসিবি একাউন্টে সদস্যরা তাদের যে ই-মেইল ঠিকানা দিয়েছেন) যোগাযোগ করা হচ্ছে।
সেখানে আপনার কোন লেখাটি ক্যাডেট কলেজ ব্লগ সংকলন ২০০৮ এ প্রকাশের জন্য নির্বাচিত হয়েছে এবং আপনার কি করনীয় তা বিস্তারিত জানতে পারবেন।
এখানে সংক্ষেপে কিছুটা ধারনা দেয়া হলো।
১.
আপনার আপত্তি না থাকলে উক্ত লেখাটি প্রমিত বানান পদ্ধতি অনুযায়ী সংশোধন করে আপনার ব্লগে আপডেট করার জন্যে অনুরোধ করা যাচ্ছে। আমরা ব্লগ থেকেই লেখাটি সংগ্রহ করে নিবো।
২.
লেখক হিসেবে আপনার কোন নামটি প্রকাশ করা হবে, তা আমাদের জানাবেন। যে নামেই যাক, আমরা চাইছি লেখার শেষে আপনার ক্যাডেট নাম, নম্বর, কলেজ এবং অবস্থান কাল উল্লেখ করতে। সুতরাং এ তথ্যগুলোও আমাদের জানান।
৩.
লেখাটির জন্যে কোন সম্মানী ক্যাডেট কলেজ ব্লগের পক্ষ থেকে আপনাকে প্রদান করা হবে না। এবং আপনার লেখার সর্বস্বত্ব সম্পূর্ণরূপেই আপনার নিজের, ক্যাডেট কলেজ ব্লগ লেখার কোন স্বত্ব বা দায় সংরক্ষণ করে না।
৪.
উপরোক্ত শর্তানুযায়ী লেখা প্রকাশে আপনার সম্মতি থাকলে এই মেইলের প্রত্যুত্তরে দয়া করে আমাদের জানান।
ধন্যবাদ সহ,
ক্যাডেট কলেজ ব্লগ সংকলন প্রকাশনা পরিষদ।
জটিল!!!!!!! :gulli2:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
গোলাগুলি বাদ দিয়া লেখা দে ব্যাটা। :grr:
জটিল আইডিয়া :clap:
সংসারে প্রবল বৈরাগ্য!
আপনেও লেখা দেন। জলদি।
তাত্তারি লেখা দেন মিয়া...জলদি জলদি :party: :party:
হুররে হুররে :frontroll: :party: :frontroll: :party:
Life is Mad.
সায়েদ ভাই,
একটা "নির্বাচিত টুশকি" দেন। সেই সাথে অন্য লেখাও। 🙂 🙂
:salute:
সিরুম...ভাই সিরুম... :party: :frontroll:
:gulli2:
লেখক সমাজ ঝাপায়া পরেন... আমরা যারা পাঠক শ্রেনী...তারা হা :dreamy: কইরা তাকাইয়া আছি আপনাগো দিকে...
লেখক সমাজ(নাম উল্লেখ করতে চাইছিলাম, করলাম না,এত্ত নাম কেম্নে লিখি...) হারিয়াপ হারিয়াপ... :gulli2: :gulli2:
প্যান্ট খুলে হাত গুটিয়ে 😉 😉 থুক্কু হাত খুলে, প্যান্ট গুটিয়ে ময়দানে নামেন সবাই।
কী-বোর্ড ভাইঙ্গা ফেলান। :chup: :chup: জলদি। :gulti: :gulti:
উৎকৃষ্ট সময় কিন্তু আজ বয়ে যায়... । 😉 😉 😉
ভাই আমার তো উত্তেজনায় হাত গুটিয়ে প্যান্ট খুলে বসে থাকতে ইচ্ছা করতাছে। O:-)
ইয়ে, নাহ কিছু না ফরিদ ভাই ;;;
মনের কথাডা কয়া দিছস দেইখা তরে :salute:
সংসারে প্রবল বৈরাগ্য!
পলাশ, আমিও আছি তোর দলে। বস লেখকদের লেখার সংকলন হইব শুইন্যাই মনটা ভালো হইয়া গেল। :clap: :clap: :boss: :gulli2:
আমার দলে মানে???? 😮 ফাইজলামি করস??? দৌড়ের উপর লেখা শুরু কর... আর কতো ডজ দিবি... :chup:
তানভীর/ পলাশ
তোরা দুইজন দৌড়ের উপর লেখা শুরু কর… আর কতো ডজ দিবি। :grr: :grr: :grr:
শুনো মামা... লিখতে গ্যালে 'মাল' লাগে। আমার ত শুকায়া গ্যাছে। :bash: ~x( তানভীররে জিগাতো ওর আছে নাকি??? ;))
পলাশ,
লিখার মাল নাই...... 🙁
বিয়াদ্দপ পুলাপান কয় কি ... B-)
'মাল' দিয়া লিখার দিন শেষ হইসে সেই কবে ... 😀
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ছি কি অশ্লীল!!
গুড আইডিয়া!
www.tareqnurulhasan.com
আপনার কিন্তু অনেক কাজ, মনে আছে তো? 😉 😉
মনে আছে দোস্ত। টেনশান নিস না, মেইলে জানাইয়া দিস। 🙂
www.tareqnurulhasan.com
পাঠকের ভোটে মনোনয়নের ব্যবস্থা কি করা যায়?
না করা গেলে নাই, কামরুল ভাই এন্ড কোং - এর উপর আমার আস্থা পুরোপুরি আছে। একটা আইডিয়া দিলাম খালি।
আপাতত ভোটাভোটি হয়তো করা যাবে না।
তবে সবাই যার যার পছন্দের লেখার লিঙ্ক এখানে দিতে পারে। সেখান থেকে যাচাই, বাছাই ও সম্পাদনা হবে।
এডু ভাই জটিল জটিল 🙂 🙂
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
বেশ বেশ........
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
তোমারো তারেকের মতো অনেক কাজ।
আমরা তৈরী সুতরাং তুমিও তৈরী হও। 😀 😀
আমার কোনো কাজ নাই????
আপনারও অনেক কাজ। সময় মতো ডাক পড়বে। আপাতত ক্যাডেট কলেজ নিয়া লিখেন। যত বেশি পারেন। 😀 😀
আমিও কাজ চাই...কাজ করি খাতি চাই.. :((
জি বস
অই ৮ তারিখ ঈদ না
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
বেশ ভালো উদ্যোগ। ক্যাডেট সংক্রান্ত যে কোন উদ্যোগরেই অবশ্য আমার ভালো লাগে। লেখা পাঠানোর শেষ তারিখ কবে ভাই? ঐটা জানলে তার আগে পাঠাইতাম! 😀
আপাতত নির্দিষ্ট কোনো তারিখ ঠিক হয়নি। তবে এই মাসের ২৫ তারিখের মধ্যে লেখা প্রকাশ এবং ই-মেইলে পাঠলে ভালো হয়।
ভাই, সাইন্স ফিকশন লেখাটা কি চলবো?
ভাই বইটার নাম কি ঠিক করছেন।
এখনো না। কোনো সাজেশন? :grr: :grr:
"ঝালমুড়ি"
ধুর আমি কোন লেখা পাঠামু না, আমার শরম করে। :shy:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ ভাই, ক্যান শরম করে সেইটা নিয়াই দুই পাতা লেইখা ফালান। অতেই চলবে।
(অফটপিকঃ আমারও ভাই শরম করে)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
বে-শরম হইয়া লিখেন।
অতেই চলবে। :grr: :grr:
সাবাশ!!আমি রেডী..
দরকারর হইলে সব চুল ছিড়ালামু...সব কাগজ খাইয়ালামু..সব কলম ভাইঙ্গালামু... 😀 😀
আর কী-বোর্ড ?
ফুয়াদ মিয়া তো ওইডা কবেই ভাইঙ্গালাইছে। 😀
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ওইডার সব বুতাম উডাইলাইছি.. 😀
আর হুক খুলোছ নাই ? :grr: :grr: :grr:
হুক খুলার লগে কিয়ের জানি মিল পাইতাছছি-আমার মন এত কুচিন্তা করে কেন?কি ওষুধ এইডার? 🙁
:khekz: :khekz:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
হ্যা ভাই,আপনারা সবাই ঝাপাইয়া পড়েন,বেশশি কইরা লেখেন,আমাদের আনন্দ দেন,আমাওরা আছি আপনাদের পিছে ,উতসাহ আর অনুপ্রেরনা দিতে,
ভাই পারটী তে কি আমরাও আস্তে পারমু?????? 🙁
পারটীতে আস্তে পারবি কিনা জানি না, তয় পার্টিতে আসতে পারবি। 🙂
:)) :))
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
ভাই আমি বাংলায় a- পাইসি 🙁 তাই বানান জানতাম না :((
আমারে পার্টিতে আসার অনুমতি দেন 🙁
তুই "পটী" তে বসবি?? 😮 এখনো কি ছুডু আসস?টয়লেট যাওন শিখস নাই?পটিতে তো যাইব আমার আড়াই মাস বয়েসি ভাইগ্না :))
দুই দুইডা লাল হাউসের পুলা-দ্যাক্লেই মন্টা ভইররা যায় 😀
😛 লাল হাউজ মকরা হাউজ।
ভাই আমি কিন্তু মকরা না কইলাম মুস্তাকিম মকরা 😀
মাসরুফ ভাই আমরা ২ জন কি............। B-)
লাল হাইসে এর উফ্রে হাউস নাই-পোলাপাইন আওয়াজ দে-রেড রেড আপ আপ!
লাল--- াল :)) :))
যা *ল ছিঁড়া তালগাছ বানায় বইসা তেহারী খা x-(
বাংলাতেও অনেক অভিজ্ঞ দেখা যায়। 😛 😛
ওরে বন্ধ কর, :grr: বন্ধ কর, :grr: বন্ধ কর।
গ্রীন গ্রীন আপ আপ। 😉 😉 😉
একদম ঠিক বলছ, গ্রীন গ্রীন আপ আপ
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
রাষ্ট্রভাষা বাংলার জন্য কত রক্ত দিছি B-)
হাউস পলিটিকস স্টার্ট করায় সিসিবির সমসাময়িক ধারা বজায় রেখে মাসফু ভাইয়ের আইপি সহ ভ্যান দাবী করছি। ধন্যবাদ।
ঠিক,মাস্ফুকে তার যাবতীয় লাল জিনিস সহ ভ্যান করা হউক।
হাউজ নিয়া লাগালাগি বন্ধ করো। :grr: :grr:
আমি চিন্তায় পড়ি গেলাম ... :dreamy:
মাস্ফু'র আর কি কি 'লাল' হইতে পারে ?? :grr:
কলেজে তো 'সাদা' ছাড়া পড়া নিষেধ ছিল। :-B
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ব্লু ব্লু আপ আপ :grr:
সাতেও নাই, পাঁচেও নাই
ওরে না রে না...আমারে তোরা/তোমরা/আপনারা মাস্ফু ডাকিস/ডাইকো/ডাইকেন না... :((
অফ টপিক-তাইফুর ভাই, সাদা ছাড়া কি পড়া নিষেধ ছিল???? 😛
ছি কি অশ্লীল ভাষা ব্যবহার করছেন আপনি! আপনার কাছ থেকে তরুন প্রজন্ম কি শিখবে?? 😛
@রায়হান আবীর-আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে,সিনিয়রের নামে অপপ্রচার চালানোর অভিযোগে বাংলাদেশ দন্ডবিধির ৩০২ ধারায় আপনাকে মাইঙ্কা চিপায় নির্বাসিত করা হইল।এ ব্যাপারে ব্যারিস্টার শার্লির কাছ থেকে খুব শিগগিরি নোটিশ পৌঁছে যাবে আশা করি।ধন্যবাদ।
মাসরুফ ভাই, হাইকোর্টে যাওনের আগেই হাইকোর্ট দেখানো শুরু করলেন?? 🙁
যাক নামডা ঠিক মত উচ্চারণ করছস দেইক্কা তুর সব মাফ 😀
মাসফু ভাই, আপনার অসীম দয়া
:)) :)) :))
=)) =)) =))
:goragori: :goragori: :goragori:
:khekz: :khekz: :khekz:
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
যা মনে চায় খায়া নে রে আবির্যা-দুই দিনের দুনিয়া বুঝসই তো-সবি মোহ মায়া...তোর আয়ু নেক্সট সিসিবি গ্যাদারিং পর্যন্ত x-(
এরে রায়হান কি শুরু করলি রে...এথলেটিক্স পলেটিক্স ফেল...... :khekz:
মাশরুফ ভাইর সাথে গলা মিলাইয়া রেড রেড আপ আপ 🙂
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
নীল,সবুজ-এইগুলা কি কুনু হাউস হইল?হাউস একটাই-লাল
অফ টপিক-পৈত্রিক প্রাণ বাঁচাইতে কিছুদিন নিরুদ্দেশ হইতাছি 😕
ওই মিয়া আমারে ফান্দে ফালাইয়া এখন আপনে একলা কই জান?
খারান যাইয়েন না আমিও আসতাছি 🙁 🙁 🙁
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
অই তোর ভয় কিসের দেখসস না কত্ত গুলা মেশিন লইয়া খারাইসি ...
কেউ কিছু কইলেই :gulli2:
যাক মনে একটু সাহস পাইলাম 😀
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
দুইন্নাতে হাউস এক্টা আছে-তার নাম লাল হাউস।
অফ টুপিক-কেলাস টুয়েল্ভে সাপ্তাহিক হাউস ডিসিপ্লিনের পোরতিযুগিতায় ডিউটি মাস্টাররে তেলাইয়া নিজের হাউসরে সেইরকম টান দিতাম :grr: :grr: :grr:
অফ টপিক- এই লাল হাউস মানে লাল দালান বা রেড এরিয়া কুনুডাই না, এইটা হইল হাউস কালার অনুযায়ী নাম।
😀 😀 😀
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
রেড রেড ...পরে কি বলতে হয়?? 😛
অফ টপিক-ভাই jpeg থেকে pdf বানানোর উপায় বলতে পারেন 🙁
যে/যিনি বলতে পারবেন তার জন্য রইলো সাভিতা ভাবির (১-৫) এপিসড পুরররা ফ্রীইইইইইইইইইই :clap:
নাউজুবিল্লাহ x-( x-( x-(
সাভিতা ভাবি একজন দুষ্ট ভাবি। তার বইগুলি একদম সেইরকম। আর তুই সেই সকল দুষ্ট বইয়ের কথা এখানে বলার জন্য তোরে এইখানে ব্যান করার দাবী জানাচ্ছি। :grr: :grr: :grr:
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
তুই তাহলে পড়লি কি জন্য?? 😉
এই বয়স টা আসলে সাভিতা ভাবির জন্যই B-) ভাবি তো আমাদের জন্যই এগুলা বের করসে। 😡 😡 নাকি??? :-B
তা অবশ্য ঠিক। 😀 😀 😀
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
আমার বেস্ট লাগছে ভিজিটিং কাজিন আর হাজবেন্ড'স কলিগ এই দুইটা পর্ব 😀 কিরিকেট খেলারটাও মন্দ না।
অফ টপিক-তোরা ছুডু মানুষ এইগুলা কি পড়স?ছি ছি ছি দুইন্না থিকা দ্বীনি শিক্ষা উইঠা গেছেগা-কেয়ামতের বেশি দেরী নাই।আর দেখিস-হাটু ট্রেনিং করতে গিয়া আবার সঙ্গে সাভিতা ভাবীরে লয়া যাইস না-প্লাটুন কমান্ডার কইলাম তাইলে... :))
অনুগ্রহ করে অন্তত এই পোস্টে সবাইকে প্রাসঙ্গিক আলোচনা করতে অনুরোধ করছি।
ওপ্স! সরি, এইটা পরে দেখছি-দেখার আগেই নিচের কমেন্ট কইরা ফালাইছি(সাভিতা ভাবীর নাম শুনলে মাথা ঠিক থাকে নাকি!)।
এডু স্যারের কাছে আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি এবং এখানে অপ্রাসঙ্গিক কোন বিষয় অবতারণা করা থেকে বিরত থাকব বলে কথা দিচ্ছি 🙂
ছি কি অশ্লীল...(রায়হান তুই কিছু কইস না কইলাম)
আমি কি কইতাম। এই সবিতাভাবী সম্পর্কে আমি গতকাল অবহিত হইলাম। কত অজানারে... 🙁 🙁
ওরে আমার কি হবে রে? আমি তো লিংক মেইল করতে ভুইলা গেসি। আর মেইল যেহেতু পাই নাই তার মানে আমার কোনো লেখা নির্বাচিত হয় নাই। এডু স্যার, আমাকে কি একটা চান্স দেয়া যায়? :(( :((
এডু স্যার, আমাকে কি একটা চান্স দেয়া যায়?
সবিতা ভাবীর নতুন পর্ব শুরু হইছে। ডাক্তার এর লগে।
ওইটা তো অনেক আগেই বের হইছে 😮
এইটা কোন পর্ব?ডাক্তারের পর্ব তো আমার কাছে নাই!!!
এডু স্যার 😮
আমি তো ইমেইল পাইনাই 😮
তাড়াতাড়ি পাঠান ভাই প্লীজ 🙁 🙁
এডু বস ...কয়দিন সিক ছিলাম তাই আইতে পারি নাই...তা বস যে কাহিনী চলতাসে...পামু নাকি একখান মেইল...বেশী সমস্যা হইলে কইএন বস । কুনু সুমুস্যা নাই (বগুড়ার দই,নাটোরের কাচাগোল্লা,টাংগাইলের চমচম...)খালি মেইলে একটা ডাক দিএন বস :salute:
লেখা দে... ব্যাটা...
ওই রেজওয়ান তুই লেখা না দিয়া ছাপাইতে কস মানে। একদম :gulli2: :gulli: :gulli2: :gulli: :gulli2:
অই তুই ভুইলা গেসস মনে হয়......কি করসিলাম বাথরুমে ?????
শালার ভাই দিমু নাকি আবার জনসম্মুখে...?????
আমি সম্মানী ছাড়া লেখা দিমুনা। আমার পিছনে বহুৎ পার্টি 'সম্মানী' নিয়া ঘুরতেছে। :khekz: :khekz: :khekz:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
এইবার দাও, পয়লা বুঝ না। 🙂
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
gr8 idea ...
আরেকটা ই-বুকের অপেক্ষায় আছি।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
তারপর পেরিয়ে গেলো বহু দিন বহু কাল; আরেকখান ই-বুক পাইতে মন চায়। :goragori: :goragori:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
সহমত।
ই বুক ছাড়াও একটা সংকলন প্রকাশ করা যেতে পারে।