ই-বুকঃ- সিসিবি সংকলন..(মহা-আপডেট)

আগামী আটই ডিসেম্বর সিসিবি এর জন্মদিন…
সেই উপলক্ষে আমরা চীন-মৈত্রী সন্মেলন কেন্দ্র কিনে ফেলবো, তারপর সেইখানে বাড্ডে কেক কাটবো। সারা দুনিয়ার সকলের জন্য একটা করে সিসিবি গেঞ্জী বানাবো…
কিন্তু তার আগে একটা ই-বুক। সারা দুনিয়ার সকল ওয়েব সাইটে টাঙ্গানোর জন্য…

প্রথম বারের মতো প্রকাশিত এই ই-বুকে আমরা প্রাধান্য দিবো ক্যাডেট কলেজ সংক্রান্ত লেখাগুলোই। তাই হাত খুলে, প্যান্ট গুটিয়ে ময়দানে নেমে পড়ুন। আপনার আগের লেখাগুলো থেকে ই-বুকের জন্য লেখা বাছাই করুন। সেই সাথে লিখুন ক্যাডেট কলেজ নিয়ে নতুন নুতুন লেখাও। তারপর সেটিকে পরিমার্জন করে পাঠিয়ে দিন contact এট cadetcollegeblog ডট com এই ঠিকানায়, সর্বোচ্চ তিনটি।

___________________________________________________
আপডেটঃ
——————————————————————————————–

ক্যাডেট কলেজ ব্লগ সংকলন ২০০৮ এ প্রকাশের জন্য প্রাথমিক ভাবে লেখা নির্বাচন প্রায় শেষ।
ইতিমধ্যে যাদের লেখা নির্বাচিত হয়েছে তাদের সাথে ই-মেইলে (সিসিবি একাউন্টে সদস্যরা তাদের যে ই-মেইল ঠিকানা দিয়েছেন) যোগাযোগ করা হচ্ছে।
সেখানে আপনার কোন লেখাটি ক্যাডেট কলেজ ব্লগ সংকলন ২০০৮ এ প্রকাশের জন্য নির্বাচিত হয়েছে এবং আপনার কি করনীয় তা বিস্তারিত জানতে পারবেন।

এখানে সংক্ষেপে কিছুটা ধারনা দেয়া হলো।

১.
আপনার আপত্তি না থাকলে উক্ত লেখাটি প্রমিত বানান পদ্ধতি অনুযায়ী সংশোধন করে আপনার ব্লগে আপডেট করার জন্যে অনুরোধ করা যাচ্ছে। আমরা ব্লগ থেকেই লেখাটি সংগ্রহ করে নিবো।

২.
লেখক হিসেবে আপনার কোন নামটি প্রকাশ করা হবে, তা আমাদের জানাবেন। যে নামেই যাক, আমরা চাইছি লেখার শেষে আপনার ক্যাডেট নাম, নম্বর, কলেজ এবং অবস্থান কাল উল্লেখ করতে। সুতরাং এ তথ্যগুলোও আমাদের জানান।

৩.
লেখাটির জন্যে কোন সম্মানী ক্যাডেট কলেজ ব্লগের পক্ষ থেকে আপনাকে প্রদান করা হবে না। এবং আপনার লেখার সর্বস্বত্ব সম্পূর্ণরূপেই আপনার নিজের, ক্যাডেট কলেজ ব্লগ লেখার কোন স্বত্ব বা দায় সংরক্ষণ করে না।

৪.
উপরোক্ত শর্তানুযায়ী লেখা প্রকাশে আপনার সম্মতি থাকলে এই মেইলের প্রত্যুত্তরে দয়া করে আমাদের জানান।

ধন্যবাদ সহ,

ক্যাডেট কলেজ ব্লগ সংকলন প্রকাশনা পরিষদ।

৮,৯২৭ বার দেখা হয়েছে

১১৩ টি মন্তব্য : “ই-বুকঃ- সিসিবি সংকলন..(মহা-আপডেট)”

  1. পলাশ (৯৪-০০)

    লেখক সমাজ ঝাপায়া পরেন... আমরা যারা পাঠক শ্রেনী...তারা হা :dreamy: কইরা তাকাইয়া আছি আপনাগো দিকে...
    লেখক সমাজ(নাম উল্লেখ করতে চাইছিলাম, করলাম না,এত্ত নাম কেম্নে লিখি...) হারিয়াপ হারিয়াপ... :gulli2: :gulli2:

    জবাব দিন
  2. মুসতাকীম (২০০২-২০০৮)

    এডু ভাই জটিল জটিল 🙂 🙂


    "আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"

    জবাব দিন
  3. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    দুইন্নাতে হাউস এক্টা আছে-তার নাম লাল হাউস।
    অফ টুপিক-কেলাস টুয়েল্ভে সাপ্তাহিক হাউস ডিসিপ্লিনের পোরতিযুগিতায় ডিউটি মাস্টাররে তেলাইয়া নিজের হাউসরে সেইরকম টান দিতাম :grr: :grr: :grr:

    জবাব দিন
  4. নাজমুল (০২-০৮)

    রেড রেড ...পরে কি বলতে হয়?? 😛
    অফ টপিক-ভাই jpeg থেকে pdf বানানোর উপায় বলতে পারেন 🙁
    যে/যিনি বলতে পারবেন তার জন্য রইলো সাভিতা ভাবির (১-৫) এপিসড পুরররা ফ্রীইইইইইইইইইই :clap:

    জবাব দিন
  5. রবিন (৯৪-০০/ককক)

    ওরে আমার কি হবে রে? আমি তো লিংক মেইল করতে ভুইলা গেসি। আর মেইল যেহেতু পাই নাই তার মানে আমার কোনো লেখা নির্বাচিত হয় নাই। এডু স্যার, আমাকে কি একটা চান্স দেয়া যায়? :(( :((

    জবাব দিন
  6. রেজওয়ান (৯৯-০৫)

    এডু বস ...কয়দিন সিক ছিলাম তাই আইতে পারি নাই...তা বস যে কাহিনী চলতাসে...পামু নাকি একখান মেইল...বেশী সমস্যা হইলে কইএন বস । কুনু সুমুস্যা নাই (বগুড়ার দই,নাটোরের কাচাগোল্লা,টাংগাইলের চমচম...)খালি মেইলে একটা ডাক দিএন বস :salute:

    জবাব দিন
  7. তাইফুর (৯২-৯৮)
    লেখাটির জন্যে কোন সম্মানী ক্যাডেট কলেজ ব্লগের পক্ষ থেকে আপনাকে প্রদান করা হবে না

    আমি সম্মানী ছাড়া লেখা দিমুনা। আমার পিছনে বহুৎ পার্টি 'সম্মানী' নিয়া ঘুরতেছে। :khekz: :khekz: :khekz:


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।