ফারজানার জন্য কনসার্ট

ক্যাডেট ফারজানার জীবন বাঁচাতে সাহায্য করুন
আপডেটঃ
আগামী ২৫শে জুন সন্ধ্যা সাতটায় এমেক (AMEC-Association of Mymensingh Ex-Cadets)’র উদ্যোগে মারণব্যাধি ক্যান্সারে আক্রান্ত ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের মেধাবী ছাত্রী ক্যাডেট ফারজানার জন্য কনসার্টের আয়োজন করা হয়েছে। একদফা চিকিৎসা শেষ করে ফারজানা বাংলাদেশে আসলেও তার আরো কয়েকবার কেমো দেয়া বাকি রয়েছে, এবং সেজন্যে এখনো বেশ কিছু টাকার প্রয়োজন। সেই চিন্তা থেকে এমেক এই কনসার্টের আয়োজন করেছে ক্যাডেট কলেজ ক্লাবে।
গান গাইবেন সময়ের জনপ্রিয় কন্ঠশিল্পী হায়দার হোসেন, আর কনসার্টের প্রবেশমূল্য ৫০০ টাকা।

যারা ক্লাবের সদস্য তারা ক্যাডেট কলেজ ক্লাবের ফ্রন্ট ডেস্ক থেকে টিকেট কিনতে পারেন, আগ্রহী অন্যরা যোগাযোগ করতে পারেনঃ

নাজমুল (বিসিসি/০২-০৮)
ফোন নাম্বার- ০১৭২৯২৫১২৩৮
এবং ইমেইল এড্রেস- shawkath1238 এট gmail.com

আসুন আমাদের ছোটবোনটাকে বাঁচাতে হাত বাড়িয়ে দেই।

ধন্যবাদ।

১,০১৮ বার দেখা হয়েছে

১৮ টি মন্তব্য : “ফারজানার জন্য কনসার্ট”

  1. আন্দালিব (৯৬-০২)

    খুবই ভাল উদ্যোগ। বৃহস্পতইবার হয়ে ভাল হয়েছে, অবশ্যই চেষ্টা করবো আসার। এবং আরো কয়েকজনকে নিয়ে আসার। খবরটা শেয়ার করলাম ফেসবুকে। সকলেই জানুক।

    এডু স্যারকে ধন্যবাদ! 🙂

  2. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    উদ্যোগের জন্য এমেককে কৃতজ্ঞতা। হায়দার হোসেনের গান যদিও তেমন পছন্দ না, তবু কিছু টিকেট কিনবো, অন্য কাউকে দেখতে দেবো।


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"