দুপুর বেলার পাখি

আমি হব দুপুর বেলার পাখি,
সবার পরে ঘুমের ঘোরে উঠব আমি ডাকি।
সুয্যি মামা জাগার পরে যাব আমি শুতে,
মা বলবে বিছনা ছেড়ে এসো নাশতা খেতে।

বলব আমি আলসে ছেলে ঘুমিয়ে তুমি তাকো,
হয়নি সকাল আমার এখন আমায় কেনো ডাকো?

আমরা যদি চোখ না খুলি কেমনে সকাল হবে?
তোমার ছেলে উঠলে মাগো সকাল তখন হবে।


(প্যারোডি
মূল কবিতাঃ কাজী নজরুলের ‘সকাল বেলার পাখি’)

২,৬১২ বার দেখা হয়েছে

২৫ টি মন্তব্য : “দুপুর বেলার পাখি”

  1. কামরুল হাসান (৯৪-০০)

    আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে সকালে ঘুম থেকে উঠতে না পারা 🙁


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  2. মেহেদী হাসান (১৯৯৬-২০০২)

    বুঝলাম না, একজন প্রথম ব্লগ লিখলো কিন্তু কেউ পাঙ্গায় না ক্যান......??? x-( x-( x-( সবাই এত ভদ্র কবে থেইকা হইলো...

    ওকে মাশহার জলদি :frontroll: :frontroll: :frontroll: :frontroll: শুরু কর...... 😡 😡

    ব্লগ লেখায় স্বাগতম :gulti:

    জবাব দিন
  3. রাহাত (২০০০-২০০৬)

    ওয়েলকাম মাশহার ভাই। আপনাকে দেখে খুব ভালো লাগছে। 🙂
    সিসিবিতে বিসিসির জয়জয়কার :tuski: :tuski:
    জলদি আরো পোলাপান জোগাড় করতে হবে। বিসিসি সবার আগে ৫০০ করবে। থ্রি চিয়ার্স ফর বিসিসি.....হিপ হিপ হুররে......... :party: :party: :party:

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।