বিসর্জনের অঙ্ক

শেষ আনন্দাশ্রমটা বিলীন বিসর্জনের জলে
আনন্দরা সব হাবুডুবু খেতে খেতে ভেসে যায়
আকাশের মেঘগুলো হয়েছে যেনো নিরব স্বাক্ষী।

বিশ্বাসের সে প্রাসাদ আজ ভূলুণ্ঠিত
বারংবার একই প্রশ্নের শুধু পুনরাবৃত্তি
আকাশ কেনো প্রশ্রয় দেয় পাখিদের?

জীবন-বোধের ব্যাপ্তি নিয়ে বসে থাকা
হিসাব মিলেনি তবু অঙ্ক কষে যাই।

২৪.০৫.২০২৪

৩৬ বার দেখা হয়েছে

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।