১.অনুভূতি
———
ছি!
২.বাস্তবতা
————–
বাংলাদেশ যেন এক জলন্ত চুলা
হরদম সিদ্ধ হয় গণতন্ত্র মূলা।
৩.আত্মোপলব্ধি
—————-
সবাই বলে দুইটাকা নোট অচল নাই
অচল আমায় বলে আমার বাপ মা ভাই
দুই টাকারে গুরু মানি আজকে তাই!
৪.ক্ষমাপ্রার্থনাপূর্বক
——————
একখান গোপন কথা যাই আমি কইয়া
রুপবানে নাচে যখন কোমর দুলাইয়া,
বিশাল সাইজের একখান বডি লইয়া
মাস্ফ্যুভাই থাকে তখন লংআপ হইয়া!
৫.দিন বদলের গল্প
———————-
আগে আমি অনেক ভালো ছাত্র ছিলাম,
হঠাৎ করেই রাজনীতিতে জড়িয়ে গেলাম,
ক্যাডার হলে হল দখলের কাজটা পেলাম,
নতুন ব্যাচের ছাত্র কিছু সঙ্গে নিলাম,
ঠিক এভাবেই বদলে গেলাম,বদলে দিলাম!
৬.শব্দার্থ
———-
যুগটা এখন মর্ডান ভাই
এখন প্রেমের মানে,
কেএফসি বা পিজাহাট
সব প্রেমিকই জানে।
প্রেম পীরিতের গুল্লি মারি
সব ভেসে যাক বানে!
৭.ইউটার্ণ
————
কার মনে কি আছে তা
জানা বড় ভার,
জলিল সাবেরে দেখে
বুঝি তা আবার।
এই কথা,ওই কথা
বুঝি না ভাই ছাতামাথা
রাজনীতি সত্যি আজিব ব্যাপার!
৮.পরিপ্রেক্ষিত
—————-
কর্ত্রী : জানালায় বসে দেখি
ঝুমঝুম বৃষ্টি,
সত্যি বিধাতার
অপূর্ব সৃষ্টি।
বুয়া : টিনফুটা,টুপটাপ
পানি পড়ে সারাদিন,
খোদা আমি মাফ চাই
বৃষ্টিটা বাদ দিন।
৯.আত্মীয়তা
————–
সিএনজিতে
একলা বসে
বাসায় যাই।
মধ্যিপথে
হঠাৎ মামার
দেখা পাই।
এরপরেতে
দুই চোখেতে
মলম ছাড়া কিচ্ছু নাই।
🙂
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
বেশ লাগছে পড়তে। ৮ আর ৯ নম্বর পড়ে মজাই পেলাম!
আর ১ নম্বরটা বেস্ট :clap:
প্রাসঙ্গিক একটা নোটঃ
রবীন্দ্রনাথের একটা ছোট কবিতা আছে। সম্ভবত বাংলায় লেখা ক্ষুদ্রতম কবিতা এটি।
"ঝি,
কি?
ঘি -
দি-"
শেয়ার করার লোভ সামলাইতে পারলাম না 😀
রবিগুরু কবিন্দ্রনাথের ইকার ছাড়া আর কিছু মিলে নাই.......তয় ছিলছে.......... 😕 :grr: ;)) ;;;
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
কেন? পড়ে মনে হচ্ছে না ঝিয়ের সাথে পিচ্চি একটা মেয়ে কথা বলতেছে? আমি তো সেরকমই ভাবলাম! 😕
আরে আমিও তো এইরকমই ভাবছিলাম.তয় আমি পিচ্চ মেয়ের জায়গায় গৃহকত্রী মনে করছিলাম............আরে এমনি মজা করছি.........এক শব্দ দিয়ে অবশ্য আরো করা যায়......
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
আমিও 🙂
:khekz:
চ্যারিটি বিগিনস এট হোম
:tuski: :tuski:
রেটাইছিরে রেটাইছি। :awesome: :awesome:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
সুন্দর সুন্দর । :)) :)) :))
তুমি ভাই রিয়েল বস! নাহ, তোমাকে আপনি করে বলতে হবে। :shy: :shy:
=)) =)) =)) =)) =))
ইয়ে মানে-রুপভানের জায়গায় রিবিবি ইন্টি আর মাস্ফ্যুভাই এর জায়গায় আমাদের অতি পরিচিত একজনের নাম বসাইলেও(যিনি কিনা একটি সিসিবিয় ভাষায় জনক) মনে হয় কবিতার মূলভাবের কোন পরিবর্তন হবেনা 😛
চমৎকার! অনবদ্য!! পাঁচ তারা!
৪ নংটায় বেশি মজা পাইছি। 😀
চমৎকার। ৫ তারা। :gulli2: :gulli2:
একখান গোপন কথা যাই আমি কইয়া
রুপবানে নাচে যখন কোমর দুলাইয়া,
বিশাল সাইজের একখান বডি লইয়া
মাস্ফ্যুভাই থাকে তখন লংআপ হইয়া!
ওই,আমি মিলারে মোটেও ভালা পাইনা x-( তাছাড়া উনি সম্পর্কে আমাদের ভাবী(জনশ্রুতি অনুযায়ী উনার ইয়ে এফ সি সির এক্স ক্যাডেট)
আমি তো জনি ডিভোর্সড 😛 😛
------------------------------------------------------------------
কামলা খেটে যাই
ফুয়াদ রে, এই ছিল তোর মনে :((
বন্য, জটিল হইছে... :thumbup:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
গত পরশু তোর কথা মনে কইরা...নাম লইয়া মন্তব্য করছিলাম তপু ভাইয়ের পোস্টে 😮 😮 😮 আর আজকেই তুই আইসা পরছস :hug: :hug: :hug:
লেখা পুরা পাঙ্খা হইছে :goragori: :khekz: :pira:
:boss: :boss: :boss: :boss:
jotil .............. =)) =)) =))
বন্য রিলোডেড, আইসা পড়ছে 🙂
বন্য,
তোর জন্য
এতদিন লাগত বড় শূণ্য,
আজকে আমি হলাম ধন্য,
তুই কবিতাটা লিখেছিস অনন্য,
অন্য সব লেখার চাইতে ভিন্ন,
হৃদয়টা তাই খুশিতে হইল পূর্ণ,
৫ দিয়ে রেখে গেলাম সেই চিহ্ন......
🙂
বাহ... বন্যও কামফ্রন্ট করলো দেখা যায়, দারুন হইছে।
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
দারুণ:thumbup: :thumbup:
কিরে বইন্য এত্তদিন পর কইথিকা??? লঙ্গাপের ভয়ে কই লুকাইছলি?? ;)) ;))
আইসাই ফাটাফাটি লিখা দিয়া দিলিরে 😀
বইন্যদা রক করে। আমি আপনারে লইয়া একটা কোবতে লেখছিঃ
বন্য, (ভাই)
ধন্য;
গুণে
অনন্য।
অফটপিকঃ আপনে মাঝে মাঝে যে বঙ্গোপসাগরে ডুব মারেন ক্যান? 😕
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
৯ নম্বর টা মারাত্তক হইছে।
ভাই,তোমাকে মলম পার্টি খুঁজতেছে। :clap: :clap: :clap:
বন্য কি আমার ডুব মারছ?
ছড়া তো পুরা জিনিষ!! :clap: :clap: :clap:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ছড়া/কবিতা লিখে বন্য,
করলো ব্লগবাসীকে ধন্য :clap:
:clap: :clap: :clap: =)) =))
Life is Mad.