শহীদ মেজর তানভীর হায়দার নূর (ডানে) ও শহীদ মেজর আবু সৈয়দ গাযালী দস্তগীর (বামে) কে আজ বনানী সামরিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত করা হয়েছে। মেজর তানভীর ১৯৭৯ সালের ৩০ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। তিনি দুই পু্ত্রসন্তান ও স্ত্রী রেখে গেছেন। উল্লেখ্য যে,কবরস্থ করার সময় ক্যাপ্টেন তানভীরকে মেজর পদবীটা দেয়া হয়েছে। সবাই তাঁদের আত্মার শান্তির জন্যে দোয়া করবেন।
আজ থেকে আর কয়েকটা মুহুর্ত পরে ২০০৯ সাল শেষ হয়ে যাচ্ছে। আমার জীবন থেকে একটা সাল,খুবই গুরুত্বপূর্ণ একটা বছর চলে যাবে। কি নাম দিব আমার জন্য এই বছরের? সুখের ইতির ইতিহাস, নাকি জীবনযুদ্ধের সুত্রপাত। কখনো ভাবছি ভুলে যাবো এ বছরকে, কখনো ভাবছি তাহলে তো তানভীরকে ভু্লে যাওয়া হবে। ওকে তো কোন অবস্হাতে ভু্লবো না।
গত ১/১/০৯এ ইলেকশন ডিঊটী শেষ করে রাতে ফিরে আসার কথা ছিল ওর। আমি ঢাকা থেকে রংপুর পৌছানোর এক ঘন্টা আগে ও সেল ফোনে ফোন করে জানালো যে আজকে আসতে পারছিনা কয়েকটা দিন দেরি হবে। কেন যেন বুকের ভিতরে একটা মোচড় দিয়েছিল, বাসস্ট্যান্ডে নেমে খুব খারাপ লাগছিল। কারণ এই প্রথম বার আমাকে নিতে ও আসতে পারলোনা। ও ফোন করে বলল যে, রণা আমি এজন্যই তো আর চাকরী করতে চাইনা। যে কোন একটা দায়িত্ব নিব, এক জায়গায় থাকবো তোমাকেও একা চলাফেরা করতে হবেনা। মেজর হয়ে, মিশন করে এসে একটা এম বি এ করে যবটা ছেড়ে দিব। আমার বউ শীতের রাতে ১১টায় বাচ্চা ২জনকে নিয়ে ব্যাটেলিয়ন থেকে গাড়ি আসার অপেক্ষা করছে আর আমি ডোমার,ডিমলা সামলাচ্ছি, কেউ একটা টাইমলি গাড়ী পাঠাতে পারলো না। এরপরে ৪৫মি; অপেক্ষা করার পরে গাড়ীটা আসল, বাসায় গিয়ে কেন যে ভিতরটা এত খালি লাগছিল, এখন তা বুঝি। হয়ত এটা ছিল একা হবার পূ্র্বাভাস।
🙁
:salute: :salute: :salute: :salute:
তাঁর আত্মা শান্তি পাক এই প্রার্থনা করি
... ... শ্রদ্ধা ও ভালবাসা। শান্তিতে শায়িত থাকুক।
আমার বন্ধুয়া বিহনে
:salute: :salute: :salute:
:salute: :salute: :salute:
:hatsoff: :hatsoff: :hatsoff
..........................................
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
:salute: :salute:
ভাইয়ের আত্মার মাগফেরাত কামনা করি।
চ্যারিটি বিগিনস এট হোম
ভাইয়াকে :salute:
তাদের আত্মার শান্তি কামনা করছি। :salute: :salute: :salute:
:salute: :salute: :salute:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
যেখানেই থাকুক, তাঁরা ভাল থাকবেন।
:salute: :salute:
:salute:
:salute:
:salute:
:salute: :salute:
:salute:
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
মেজর তানভীর ভাইয়া যেখানেই থাকূক আল্লাহ তাকে যেন ভালো এবং সূখে রাখে। :salute: :salute: :salute: :salute:
আমাদের হায়দার ভাইকে মেজর হওয়ার জন্য অনেক অভিনন্দন। :salute: :salute:
আল্লাহ উনাকে অনেক সুখে রাখুন।
Thanks for your nice comments
:salute: :salute: :salute: :salute:
সব শহীদ ভাইদের এবং শহীদ ভাবীদের জন্য দোয়া করবেন।
:salute:
তাদের আত্মার শান্তি কামনা করছি
সকল শহীদদের জন্য দোয়া রইলো।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
শহীদ মেজর গাজ্জালী :salute: :salute: :salute:
শহীদ মেজর তানভীর :salute: :salute: :salute:
আল্লাহ উনাদের আত্মার শান্তি দিন।
:salute: :salute: :salute:
শান্তিতে ঘুমাও প্রিয় ভাইয়েরা আমার।
আমরাও আসছি তোমাদের কাছে, আজ অথবা কাল
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
:salute: :salute: :salute:
ওনাদের আত্মা শান্তিতে ঘুমাক।
🙁
শ্রদ্ধা ও ভালবাসার সালাম।
সংসারে প্রবল বৈরাগ্য!
তাদের জন্য ভালোবাসা
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
আল্লাহ ভাইয়াদের আত্মার শান্তি দিন :salute:
সব ভালোবাসা তানভীর তোমার জন্য। শান্তিতে ঘুমাও। :hatsoff:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
হায়দার ভাই (তানভীর স্যার) মেজর র্যাংক পাওয়ার জন্য ভাবীকে অভিনন্দন :hatsoff: :hatsoff:
সকল শহীদদের জন্য সশস্ত্র :salute: :salute: :salute: , শহীদ ভাবী ও বাচ্চাদের জন্য রইল দোয়া :boss: :boss:
তানভীর ভাইকে সশ্রদ্ধ :salute: :salute: :salute: :salute: :salute:
অভিনন্দন তানভির ভাই, আল্লাহ আপনাকে শান্তিতে রাখবেন :salute: :salute: :salute:
সত্তি খুব খারাপ লাগ্ল পরে। আমার আম্মার কবর অখানেই । তাই সমই পেলেই যাই। দআ করি উনারা সবাই শান্তিতে ঘুমাক।
সসস্র :salute:
কেউ কি জানেন কত স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল আমাদের জীবন। আর এত বড় একটা ম্যাস হয়ে গেল আমাদের জীবনে, আসলে কোন অবস্হাতেই মেনে নিতে পারছি না আমি। কোন সান্তনা কোন কিছুই ভাল লাগে না। শুধু মনে হয়, কেন বেচে আছি, কোথাও এডজাস্ট হতে পারিনা। জীবনকে সুন্দর করে তোলার সব কিছু আমি হারিয়েছি। কোথাও কোন আনন্দ আর নাই। মাঝে মাঝে ভাবি সবই তো ঠিক আছে তাহলে আমার এত কস্ট হয় কেন? আমার জীবনের তৃপ্তিসহকারে নিঃস্বাস নেবার বা ফেলার কোন অধিকার আর থাকলনা। মহান আল্লাহতালা আমাকে এত সুখ কেনই দিল কেনই বা স্বল্প সময়ে নিয়েও নিল?
:salute: :salute: :salute: :salute: :salute:
ভাবি,দুয়া করি তানভির ভাই আপনাকে যতটা সুখ দিয়েছিলেন,আল্লাহ যেন তাকে তার থেকেও অনেক বেশি সুখ দেন
:salute: :salute: :salute:
:salute: :salute: :salute: :salute: :salute: